দেরাদুন, 6 জানুয়ারি : স্বচ্ছ ভারত মিশনের অধীনে দেশজুড়ে সরকারি তরফে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ৷ কিন্তু সরকারি সাহায্য ছাড়াই দেশকে স্বচ্ছ রাখতে দিশা দেখাচ্ছেন উত্তরাখণ্ডের দেরাদুনের কেওয়াল বিহারের বাসিন্দারা ৷
কলোনির বাসিন্দারা নিজেরাই বাড়িতে আবর্জনা পৃথকীকরণ পদ্ধতি চালু করেছেন ৷ শুষ্ক ও আর্দ্র বর্জ্য পৃথক করে, পচিয়ে জৈব সার তৈরি করেন ৷ শুধু তাই নয়, সিঙ্গল ইউজ় প্লাস্টিক বর্জ্য ও সংগ্রহ করেন তাঁরা ৷ সেগুলিকে রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হয় ৷ এছাড়াও ইন্ডিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউটে পাঠানো হয়, ডিজ়েল তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয় ৷
কলোনির এক বাসিন্দা আশিস গর্গ জানান, বছরখানেক আগে স্বচ্ছ ভারত মিশন তাঁকে অনুপ্রাণিত করে৷ বাড়ি বাড়ি গিয়ে কলোনির অন্যান্য বাসিন্দাদের তিনি বোঝাতে শুরু করেন শুষ্ক ও আর্দ্র বর্জ্য কীভাবে পৃথক করে, পচিয়ে জৈব সার তৈরি করা যায় ৷ শুধু তাই নয় তিনি কলোনি থেকে সিঙ্গল ইউজ় প্লাস্টিক বর্জ্যও সংগ্রহ করতেন ৷ সেগুলিকে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে জমিয়ে রাখতেন ৷ বোতলগুলিকে রাস্তা নির্মাণের কাজে ইট হিসেবে ব্যবহার করা হত ৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামে ডিজ়েল তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহার করা হত ৷
জ়িরো ওয়েস্ট জ়োন দেরাদুনের কেওয়াল বিহার কলোনি আশিসবাবু ও তাঁর বন্ধুদের এই প্রচেষ্টা পথ দেখিয়েছে কলোনির অন্যান্য বাসিন্দাদের ৷ সম্প্রতি জ়িরো ওয়েস্ট জ়োন কেওয়াল কলোনিকে দুন স্মার্ট সিটির তরফে পুরস্কৃত করা হয়েছে ৷ স্বচ্ছতার জন্য প্রথম পুরস্কার দেওয়া হয়েছে ৷
আশিসবাবু বলেন, "সরকারি আধিকারিকদের ভুলভ্রান্তি না ধরে দেশকে স্বচ্ছ রাখতে আমাদেরও এগিয়ে আসা উচিত ৷ " এছাড়াও এলাকাকে পলিব্যাগ মুক্ত রাখতে কলোনির মহিলারা পুরোনো বিছানার চাদর ও পর্দা দিয়ে বানিয়েছেন প্রায় 1500 কাপড়ের ব্যাগ ৷ স্থানীয় দোকানদার, সবজি বিক্রেতাদের সেই ব্যাগগুলি দেওয়া হয়েছে , যাতে তাঁরাও পলিব্যাগের ব্যবহার বন্ধ করেন ৷
Intro:Body:
Dehradun: A number of schemes are being run in the entire country under the Swachh Bharat mission, residents of a colony in Dehradun have without any Government help, shown the way forward to everyone. Today, Kewal Vihar colony, in the Sahastradhara area of Dehradun has become a torchbearer of clean and beautiful areas in the country. People of this colony, without any Government help, are segregating their garbage and putting the same to use.
Giving strength to the cleanliness mission in the country, people of this colony segregate and organise wet and dry waste from their homes, and then convert it into compost. Not only this, but single-use plastic is also collected and is being used either for assisting road construction or is being sent to the Indian Petroleum Institute, for making diesel.
Ashish Garg, a resident of the Kewal Vihar Colony, tells that about a year and a half ago, he got inspired by the Swaach Bharat mission and went door to door to educate people of his colony to segregate dry and wet waste and then to convert it into compost. Not only this, but he also collected single used plastics from the colony, filled them into waste plastic bottles, and then the bottles were used as fortified bricks, for road construction purpose and as raw material for making diesel at the Indian Institute of Petroleum.
This effort of Ashish and his friends bore fruits, and today, hundreds of houses in the colony are not only successfully segregating and converting the dry and wet waste to compost, but also putting the plastic waste to better use.
Awarded first prize for cleanliness by Doon Smart City
The residents of Kewal Vihar colony have set an example by making their homes and colony, a zero waste zone. The colony recently has been adjudged as a model colony in cleanliness by the Doon Smart City Limited, and has been awarded with the first prize in this category.
Talking to ETV Bharat, Ashish Garg told that, instead of finding faults in the system and Government officials, it is the duty of each and every citizen of the country to come forward and contribute in making the country a clean and much better place to live. This will lead the way to make the environment clean and conserve the planet too.
Instead of plastic use cloth bags
The efforts taken up by the resident of Kewal Vihar to support the Swachh Bharat mission, by converting dry and wet waste to compost and putting single use plastic to better use, is probably one of its kind in the country. The women of this colony, have made about 1,500 cloth bags from unused and old bedsheets and curtains. They have distributed these bags to the shopkeepers, vegetable vendors around their colony and other places.
The women of the colony told ETV Bharat, that they are also giving the work of making these cloth bags to women who can make this a way to earn their living too.
====================================================
VO: Residents of a remote colony in Dehradun district of Uttarakhand have found a profound way to carry on a cleanliness drive after getting inspired by the Swacch bharat mission.
GFX: Kewal Vihar colony and its thriving cleanliness drive
VO: According to reports, the Kewal Vihar colony is maintaining a plastic-free image after adopting effective garbage segregation methods.
GFX: Residents are adopting effective garbage segregation methods
VO: The people are advised to start the segrega tion at home and they organise dry and wet waste subsequently converting them into compost.
GFX: Methods: Segregation at source and conversion of waste into compost
Byte :Name: Ashish Garg
Designation: Colony resident
VO: Single use plastic is also collected and is used in road construction material or is being sent to the Indian Petroleum Institute, as an ingredient in making diesel.
GFX: Single-use plastic collected and reused by mixing it in road construction material
VO: The colony was awarded first prize for cleanliness by Doon Smart City for making the area a zero waste zone.
GFX: Colony is slowly turning into a zero waste zone.
VO: The colony also makes a combined 1,500 cloth bags from old bed sheets and curtains. They have distributed these bags to the shopkeepers, vegetable vendors thus involving all stakeholders in their mission.
GFX: Cloth bags instead of plastic bags are used
VO: India will be able to move away from plastic one colony at a time and Kewal Vihar sets an inpeccable effort to support this claim.
An ETV Bharat report.
Conclusion: