ETV Bharat / bharat

কৃষক বিক্ষোভ সমর্থনে গ্রেটার 'টুলকিট', তথ্য় জানতে গুগলকে চিঠি দিল্লি পুলিশের

পুলিশ জানিয়েছে, গুগল ডকুমেন্টের মাধ্যমে তথ্যগুলি আপলোড করে পরে তা সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ৷

delhi-police-writes-to-google-social-media-giants
delhi-police-writes-to-google-social-media-giants
author img

By

Published : Feb 6, 2021, 11:14 AM IST

দিল্লি, 6 ফেব্রুয়ারি: দেশে ও বিদেশে কৃষক বিক্ষোভ নিয়ে সোশাল মিডিয়ায় বাড়ছে শোরগোল ৷ এই অবস্থায় আগেই নেট দুনিয়ার 'টুলকিট' নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দিল্লি পুলিশ ৷ এবার টুলকিট নির্মাতাদের ইমেল আইডি, ইউআরএল ও সোশাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য গুগল এবং বিভিন্ন সোশাল মিডিয়ার সংস্থার কাছে জানতে চাইল দিল্লি পুলিশ ৷

অন্য আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের সমর্থন করেছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ৷ নিজের হ্যান্ডেল থেকে একটি টুলকিট শেয়ার করেছিলেন তিনি ৷ এবার সেই 'টুলকিট' নির্মাতাদের সম্পর্কে তথ্য চেয়ে সোশাল মিডিয়া সংস্থাগুলিকে চিঠি পাঠাল দিল্লি পুলিশ ৷

আরও খবর: আজ 'চাক্কা জ্য়াম': কড়া নিরাপত্তার চাদরে দিল্লি, নজরদারি সোশাল মিডিয়াতেও

বৃহস্পতিবার 'টুলকিট' নির্মাতাদের বিরুদ্ধে মামল দায়ের করেছিল দিল্লি পুলিশ ৷ পুলিশ অভিযোগ করেছিল, ওই 'টুলকিট'-এর মাধ্যমে ভারত সরকারের বিরুদ্ধে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালানো হচ্ছে ৷

এই বিষয় দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সাইবার বিভাগ) অন্বেশ রায় বলে, চিঠি পাঠানো হয়েছে গুগল ও অন্য সংস্থাগুলিকে ৷ ''টুলকিট প্রস্তুতকারক ও আপলোডকারীদের সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে ৷"

পুলিশ জানিয়েছে, গুগল ডকুমেন্টের মাধ্যমে তথ্যগুলি আপলোড করে পরে তা সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ৷

দিল্লি, 6 ফেব্রুয়ারি: দেশে ও বিদেশে কৃষক বিক্ষোভ নিয়ে সোশাল মিডিয়ায় বাড়ছে শোরগোল ৷ এই অবস্থায় আগেই নেট দুনিয়ার 'টুলকিট' নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দিল্লি পুলিশ ৷ এবার টুলকিট নির্মাতাদের ইমেল আইডি, ইউআরএল ও সোশাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য গুগল এবং বিভিন্ন সোশাল মিডিয়ার সংস্থার কাছে জানতে চাইল দিল্লি পুলিশ ৷

অন্য আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের সমর্থন করেছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ৷ নিজের হ্যান্ডেল থেকে একটি টুলকিট শেয়ার করেছিলেন তিনি ৷ এবার সেই 'টুলকিট' নির্মাতাদের সম্পর্কে তথ্য চেয়ে সোশাল মিডিয়া সংস্থাগুলিকে চিঠি পাঠাল দিল্লি পুলিশ ৷

আরও খবর: আজ 'চাক্কা জ্য়াম': কড়া নিরাপত্তার চাদরে দিল্লি, নজরদারি সোশাল মিডিয়াতেও

বৃহস্পতিবার 'টুলকিট' নির্মাতাদের বিরুদ্ধে মামল দায়ের করেছিল দিল্লি পুলিশ ৷ পুলিশ অভিযোগ করেছিল, ওই 'টুলকিট'-এর মাধ্যমে ভারত সরকারের বিরুদ্ধে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালানো হচ্ছে ৷

এই বিষয় দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সাইবার বিভাগ) অন্বেশ রায় বলে, চিঠি পাঠানো হয়েছে গুগল ও অন্য সংস্থাগুলিকে ৷ ''টুলকিট প্রস্তুতকারক ও আপলোডকারীদের সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে ৷"

পুলিশ জানিয়েছে, গুগল ডকুমেন্টের মাধ্যমে তথ্যগুলি আপলোড করে পরে তা সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.