ETV Bharat / bharat

মহিলাদের সমানাধিকারের জন্য তিন তালাক বিলোপের পক্ষে সওয়াল রাষ্ট্রপতির - triple talaq

দ্বিতীয়বার আরও শক্তি বাড়িয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদি । রাষ্ট্রপতি সাধারণভাবে যে ভাষণ পাঠ করেন তা কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত । অর্থাৎ কেন্দ্রীয় সরকার তার ভাবধারাই রাষ্ট্রপতির মুখ দিয়ে বলানোর চেষ্টা করে । আজ সংসদের প্রথম ভাষণে রাষ্ট্রপতি যে বিষয়গুলির উপর জোর দিলেন তার মধ্যে তিন তালাক, মহিলাদের সমানাধিকার অন্যতম ।

ram
author img

By

Published : Jun 20, 2019, 3:39 PM IST

দিল্লি, 20 জুন : তিন তালাক, নিকাহ হালাল বন্ধ করার পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রপতি । পাশাপাশি দেশে মেয়ে-বোনদের সমান অধিকারের পক্ষে মত রাখলেন তিনি । আজ সংসদে যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । সেখানেই তিনি মহিলাদের সমানাধিকারের বিষয়ে গুরুত্ব আরোপ করলেন ।

তিন তালাক উচ্চারণের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের প্রথা বা 'তালাক-এ-বিদ্দত'-কে অসাংবিধানিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট । এমন কী তিন তালাককে জামিন অযোগ্য ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে বিলও এনেছিল প্রথম মোদি সরকার । লোকসভায় বিলটি পাশ হলেও রাজ্যসভায় আটকে যায় ।

দ্বিতীয়বার আরও শক্তি বাড়িয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদি । রাষ্ট্রপতি সাধারণভাবে যে ভাষণ পাঠ করেন তা কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত । অর্থাৎ কেন্দ্রীয় সরকার তার ভাবধারাই রাষ্ট্রপতির মুখ দিয়ে বলানোর চেষ্টা করে । আজ সংসদের প্রথম ভাষণে রাষ্ট্রপতি যে বিষয়গুলির উপর জোর দিলেন তার মধ্যে তিন তালাক, মহিলাদের সমানাধিকার অন্যতম । অর্থাৎ দ্বিতীয় বার ক্ষমতায় এসে কেন্দ্রীয় সরকার তিন তালাক নিয়ে যে আরও কার্যকর পদক্ষেপ করতে চলেছে তা একপ্রকার নিশ্চিত ।

তিন তালাক নিয়ে এর আগে একাধিকবার কেন্দ্রের সঙ্গে বিরোধী পক্ষের মতবিরোধ প্রকাশ্যে এসেছে । বিষয়টি নিয়ে অধ্যাদেশও জারি হয়েছিল । গত মন্ত্রিসভায় বেশ কিছু বিল লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তা পাশ করানো যায়নি । তাই অধ্যাদেশ আনা হয়েছিল । সংসদের নিয়ম বলে লোকসভা নির্বাচনের পর প্রথম অধিবেশনে পড়ে থাকা বিভিন্ন অধ্যাদেশগুলি পাশ করাতে হয় । তা না হলে সেগুলি খারিজ হয়ে যায় । অতীতে তিন তালাকের ক্ষেত্রে দুবার অধ্যাদেশ জারি করেছিল সরকার । যার মেয়াদ লোকসভা অধিবেশনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয় ।

এবার মুসলিম মহিলাদের স্বার্থ রক্ষায় ফের অধ্যাদেশ জারি করেছে সরকার । এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর পথে হাটবে মোদি সরকার তাতে কোনও সন্দেহ নেই । এরমধ্যে মহিলাদের বিষয়ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । আজ রাষ্ট্রপতির ভাষণে তিন তালাকের প্রসঙ্গ ওঠায় বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে গেল, এই অধিবেশনে সরকারের অন্যতম নজর এর দিকেই থাকছে ।

দিল্লি, 20 জুন : তিন তালাক, নিকাহ হালাল বন্ধ করার পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রপতি । পাশাপাশি দেশে মেয়ে-বোনদের সমান অধিকারের পক্ষে মত রাখলেন তিনি । আজ সংসদে যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । সেখানেই তিনি মহিলাদের সমানাধিকারের বিষয়ে গুরুত্ব আরোপ করলেন ।

তিন তালাক উচ্চারণের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের প্রথা বা 'তালাক-এ-বিদ্দত'-কে অসাংবিধানিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট । এমন কী তিন তালাককে জামিন অযোগ্য ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে বিলও এনেছিল প্রথম মোদি সরকার । লোকসভায় বিলটি পাশ হলেও রাজ্যসভায় আটকে যায় ।

দ্বিতীয়বার আরও শক্তি বাড়িয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদি । রাষ্ট্রপতি সাধারণভাবে যে ভাষণ পাঠ করেন তা কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত । অর্থাৎ কেন্দ্রীয় সরকার তার ভাবধারাই রাষ্ট্রপতির মুখ দিয়ে বলানোর চেষ্টা করে । আজ সংসদের প্রথম ভাষণে রাষ্ট্রপতি যে বিষয়গুলির উপর জোর দিলেন তার মধ্যে তিন তালাক, মহিলাদের সমানাধিকার অন্যতম । অর্থাৎ দ্বিতীয় বার ক্ষমতায় এসে কেন্দ্রীয় সরকার তিন তালাক নিয়ে যে আরও কার্যকর পদক্ষেপ করতে চলেছে তা একপ্রকার নিশ্চিত ।

তিন তালাক নিয়ে এর আগে একাধিকবার কেন্দ্রের সঙ্গে বিরোধী পক্ষের মতবিরোধ প্রকাশ্যে এসেছে । বিষয়টি নিয়ে অধ্যাদেশও জারি হয়েছিল । গত মন্ত্রিসভায় বেশ কিছু বিল লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তা পাশ করানো যায়নি । তাই অধ্যাদেশ আনা হয়েছিল । সংসদের নিয়ম বলে লোকসভা নির্বাচনের পর প্রথম অধিবেশনে পড়ে থাকা বিভিন্ন অধ্যাদেশগুলি পাশ করাতে হয় । তা না হলে সেগুলি খারিজ হয়ে যায় । অতীতে তিন তালাকের ক্ষেত্রে দুবার অধ্যাদেশ জারি করেছিল সরকার । যার মেয়াদ লোকসভা অধিবেশনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয় ।

এবার মুসলিম মহিলাদের স্বার্থ রক্ষায় ফের অধ্যাদেশ জারি করেছে সরকার । এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর পথে হাটবে মোদি সরকার তাতে কোনও সন্দেহ নেই । এরমধ্যে মহিলাদের বিষয়ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । আজ রাষ্ট্রপতির ভাষণে তিন তালাকের প্রসঙ্গ ওঠায় বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে গেল, এই অধিবেশনে সরকারের অন্যতম নজর এর দিকেই থাকছে ।

New Delhi, June 20 (ANI): Reacting on the question over slogans raised by members in Lok Sabha during oath taking ceremony, newly-elected LS speaker Om Birla said, "Who said you cannot say 'Vande Mataram' and 'Bharat Mata ki Jai' in Lok Sabha? "There is no challenge in running the house. We will run the house by keeping every party leader and political parties into complete confidence", he further added. On the second day of oath-taking by the newly-elected members of the Lok Sabha saw heated exchanges and tit-for-tat slogans shouting as some of the senior-most opposition leaders including Sonia Gandhi, Mulayam Singh and Akhilesh Yadav took oath as MPs.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.