ETV Bharat / bharat

বারামুল্লায় শহিদ 2 CRPF জওয়ান ও 1 পুলিশকর্মী, খতম 3 জঙ্গি

author img

By

Published : Aug 17, 2020, 12:52 PM IST

Updated : Aug 17, 2020, 3:56 PM IST

ফের জঙ্গি হামলা কাশ্মীরে । 2 CRPF জওয়ান সহ শহিদ তিনজন । নিকেশ 3 জইশ জঙ্গি ।

baramulla
baramulla

শ্রীনগর, 17 অগাস্ট : উত্তর কাশ্মীরের বারামুল্লায় পুলিশ ও CRPF-এর যৌথ বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা । জঙ্গিদের গুলিতে এক পুলিশকর্মী ও আরও দুই CRPF জওয়ান শহিদ হয়েছেন । তিন জইশ জঙ্গিরও মৃত্যু হয়েছে ।

বারামুল্লা জেলার ক্রিরি এলাকায় তল্লাশি চালানোর সময় পুলিশকর্মী ও CRPF জওয়ানদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা । গুরুতর আহত অবস্থায় এক পুলিশকর্মী ও দুই CRPF জওয়ানকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মুজ়ফ্ফর আহমেদ নামে জম্মু-কাশ্মীর পুলিশের এক স্পেশাল পুলিশ অফিসারকে মৃত বলে ঘোষণা করা হয় । তাঁর বুকে ও তলপেটে গুলি লেগেছিল । অপর দু'জনকে শ্রীনগরের হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পরে তাঁদেরও মৃত্যু হয় ।

পুলিশ ও CPRF জওয়ানরাও যোগ্য জবাব দিয়েছেন বলে সেনার তরফে জানানো হয়েছে । হামলাকারী তিন জঙ্গিরই মৃত্যু হয়েছে । এই হামলার পিছনে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের IG বিজয় কুমার । হামলার পর পুলিশ ও CRPF ওই এলাকা ঘিরে ফেলে । এখনও সেখানে তল্লাশি অভিযান চলছে ।

চারদিন আগেই শুক্রবার শ্রীনগরের নওগাম এলাকায় জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীর পুলিশের দুই কর্মীর মৃত্যু হয় । আহত হন একজন ।

শ্রীনগর, 17 অগাস্ট : উত্তর কাশ্মীরের বারামুল্লায় পুলিশ ও CRPF-এর যৌথ বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা । জঙ্গিদের গুলিতে এক পুলিশকর্মী ও আরও দুই CRPF জওয়ান শহিদ হয়েছেন । তিন জইশ জঙ্গিরও মৃত্যু হয়েছে ।

বারামুল্লা জেলার ক্রিরি এলাকায় তল্লাশি চালানোর সময় পুলিশকর্মী ও CRPF জওয়ানদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা । গুরুতর আহত অবস্থায় এক পুলিশকর্মী ও দুই CRPF জওয়ানকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মুজ়ফ্ফর আহমেদ নামে জম্মু-কাশ্মীর পুলিশের এক স্পেশাল পুলিশ অফিসারকে মৃত বলে ঘোষণা করা হয় । তাঁর বুকে ও তলপেটে গুলি লেগেছিল । অপর দু'জনকে শ্রীনগরের হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পরে তাঁদেরও মৃত্যু হয় ।

পুলিশ ও CPRF জওয়ানরাও যোগ্য জবাব দিয়েছেন বলে সেনার তরফে জানানো হয়েছে । হামলাকারী তিন জঙ্গিরই মৃত্যু হয়েছে । এই হামলার পিছনে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের IG বিজয় কুমার । হামলার পর পুলিশ ও CRPF ওই এলাকা ঘিরে ফেলে । এখনও সেখানে তল্লাশি অভিযান চলছে ।

চারদিন আগেই শুক্রবার শ্রীনগরের নওগাম এলাকায় জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীর পুলিশের দুই কর্মীর মৃত্যু হয় । আহত হন একজন ।

Last Updated : Aug 17, 2020, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.