ETV Bharat / bharat

বাইকে ধাক্কা বাসের, মৃত 3 - উত্তর প্রদেশ

উত্তরপ্রদেশের এটওয়াহা জেলায় পথ দুর্ঘটনায় মৃত তিন তুতো ভাই । মৃতদেহগুলো উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।

Uttar Pradesh
Uttar Pradesh
author img

By

Published : Sep 20, 2020, 5:46 PM IST

লখনউ, 20 সেপ্টেম্বর : বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিন তুতো ভাইয়ের । উত্তরপ্রদেশের এটওয়াহা এলাকার ঘটনা । মৃতদের নাম আমন (23), শিবম (18) ও গোবিন্দ (16) । মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । মৃত আমনের বাড়ি মণিপুরী জেলাতে । অপর দুজনের বাড়ি এটওয়াহা এলাকায় ।

জানা গিয়েছে, শনিবার বিকেলে বাইকে করে ঘুরতে যান তাঁরা । আচমকাই একটি বাস বাইকটিকে সজোরে ধাক্কা মারে । এরপর সেখানেই মৃত্যু হয় তিনজনের । ঘটনার পর বাস নিয়ে পালিয়ে যায় চালক । এরপরেই ঘটনা স্থানে পৌঁছায় পুলিশ । মৃতদেহগুলো উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য । স্থানীয় বাসিন্দাদের দাবি, বাসটি দ্রুত গতিতে আসছিল । যার ফলে ওই বাইকে ধাক্কা মারে বাসটি, এমনই দাবি স্থানীয়দের ।

এটওয়াহা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম ভীর সিং বলেন, " প্রত্যক্ষদর্শীদের দাবি বাসটি দ্রুত গতিতে চলছিল । যার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে । পুরো ঘটনাটি এলাকার CCTV ক্যামেরায় ধরা পড়েছে । এর ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে । " যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করা হবে বলেও বলেন তিনি ।

লখনউ, 20 সেপ্টেম্বর : বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিন তুতো ভাইয়ের । উত্তরপ্রদেশের এটওয়াহা এলাকার ঘটনা । মৃতদের নাম আমন (23), শিবম (18) ও গোবিন্দ (16) । মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । মৃত আমনের বাড়ি মণিপুরী জেলাতে । অপর দুজনের বাড়ি এটওয়াহা এলাকায় ।

জানা গিয়েছে, শনিবার বিকেলে বাইকে করে ঘুরতে যান তাঁরা । আচমকাই একটি বাস বাইকটিকে সজোরে ধাক্কা মারে । এরপর সেখানেই মৃত্যু হয় তিনজনের । ঘটনার পর বাস নিয়ে পালিয়ে যায় চালক । এরপরেই ঘটনা স্থানে পৌঁছায় পুলিশ । মৃতদেহগুলো উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য । স্থানীয় বাসিন্দাদের দাবি, বাসটি দ্রুত গতিতে আসছিল । যার ফলে ওই বাইকে ধাক্কা মারে বাসটি, এমনই দাবি স্থানীয়দের ।

এটওয়াহা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম ভীর সিং বলেন, " প্রত্যক্ষদর্শীদের দাবি বাসটি দ্রুত গতিতে চলছিল । যার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে । পুরো ঘটনাটি এলাকার CCTV ক্যামেরায় ধরা পড়েছে । এর ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে । " যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করা হবে বলেও বলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.