সম্বর , 12 নভেম্বর : সম্বর হ্রদের ধারে কয়েক হাজার পাখির মৃত্যু হয়েছে ৷ প্রায় দশটি প্রজাতির কয়েক হাজার পরিযায়ী পাখির মৃতদেহ পাওয়া গেছে ৷ কর্তৃপক্ষের আশঙ্কা এই মৃত্যুর কারণ জলদূষণ ৷
সরকারি সূত্রে জানা গেছে, মৃত পাখির সংখ্যা 1500 ৷ যদিও স্থানীয়দের দাবি প্রায় 5000 পাখি মরেছে । কর্তৃপক্ষ জানিয়েছে, এই মৃত্যুর কারণ জলদূষণ বলে তাদের আশঙ্কা ৷ তবে তারা ভিসেরা রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৷
অভিনব বৈষ্ণব নামে এক পাখি পর্যবেক্ষক সংবাদমাধ্যমকে বলেন , "এইরকম ঘটনা আগে কোনওদিন দেখিনি ৷ রহস্যজনকভাবে 5000 -র বেশি পাখির মৃত্যু হয়েছে ৷ " গতকাল তিনি বিকেলবেলা হ্রদের ধারে গিয়ে দেখেন প্রচুর পাখি মরে পড়ে রয়েছে । প্লোভারস, কমন কোট , ব্ল্যাক উইং স্টিল্ট সহ আরও কিছু প্রজাতির পরিযায়ী পাখির দেহ সেখানে পড়েছিল ৷
ফরেস্ট রেঞ্জার রাজেন্দ্র জাখর বলেন , "শিলাবৃষ্টির কারণে বা জলের দূষণে এই মৃত্যু হতে পারে ৷ দশটি প্রজাতির প্রায় 1500 পাখির মৃত্যু হয়েছে ৷ ব্যাকটেরিয়া কিংবা ভাইরাল ইনফেকশন ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ "
বনবিভাগের কর্মী রমেশ চন্দ্র দরোগা বলেন, "আমার 40 বছরের কর্মজীবনে এমন ঘটনা প্রথম দেখলাম ৷ শিলাবৃষ্টিই মৃত্যুর কারণ বলে প্রথমে ভেবেছিলাম । কিন্তু এখন মনে হচ্ছে বিষক্রিয়ায় এই মৃ্ত্যু হয়েছে ৷ "
জয়পুর থেকে চিকিৎসকদের একটি দল এসে মৃত পাখির দেহ সংগ্রহ করে পরীক্ষার জন্য ভোপালে পাঠিয়েছে ৷ চিকিৎসক দলের সদস্য ডাক্তার অশোক রাও বলেন, "মৃত্য়ুর কারণ এখনও অজানা ৷ বার্ড ফ্লু মৃত্যুর কারণ হতে পারে বলে আশঙ্কা করছি ৷"