জয়পুর, 29 ডিসেম্বর : 48 ঘণ্টায় কোটার মাতৃ ও শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে 10 সদ্যোজাতর ৷ আর এই নিয়ে মন্তব্য করতে গিয়ে কার্যত আগের সরকারের চেয়ে তাঁর সরকারের আমলে শিশুমৃত্যুর হার কম বোঝাতে চাইলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ সদ্যোজাতর মৃত্যু নিয়ে তাঁর মন্তব্য, গত 6 বছরের মধ্যে এ বছর রাজ্যে শিশুমৃত্যুর সংখ্যা কম ৷ এরপরই অবশ্য তিনি বলেন, প্রত্যেক শিশুর মৃত্যু দুর্ভাগ্যজনক ৷
কোটার হাসপাতালে শিশুমৃত্যু নিয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে অশোক গেহলত বলেন, গত 6 বছরের পরিসংখ্যান দেখলে এ বছর সবচেয়ে কম শিশুর মৃত্যু হয়েছে ৷ প্রত্যেক বছর 1300-1500 শিশুর মৃত্যু হত ৷ এ বছর সেই সংখ্যা 900 ৷
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, রাজ্য ও দেশের প্রতি হাসপাতালে প্রত্যেকদিন কয়েকজনের মৃত্যু হয় ৷ এর মধ্যে নতুন কিছু নেই ৷ এরপর অবশ্য তিনি বলেন, "প্রত্যেক শিশুর মৃত্যু দুর্ভাগ্যজনক ৷ আমি হাসপাতাল পরিদর্শন করেছি ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৷" হাসপাতালের অপারেশন থিয়েটার ও ওয়ার্ডের আধুনিকীকরণে সরকার ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেন ৷
গত বছরের 17 ডিসেম্বর তৃতীয়বারের জন্য রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন গেহলত ৷ গতবছর রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসার আগে 5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন BJP-র বসুন্ধরা রাজে ৷ আগের সরকারের প্রসঙ্গ সরাসরি না তুললে অশোক গেহলত বুঝিয়ে দেন, BJP-র আমলের চেয়ে বর্তমান সরকারের সময় শিশুমৃত্যু কমেছে ৷ কিন্তু, একজন মুখ্যমন্ত্রী শিশুমৃত্যু নিয়ে এমন মন্তব্য করতে পারেন কি না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ৷
এদিকে, কোটার হাসপাতালে 48 ঘণ্টায় 10 সদ্যোজাতর মৃত্যু নিয়ে জেলাশাসক ও স্বাস্থ্যসচিবকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন ৷ তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷ হাসপাতালের তরফে জানা গেছে, ডিসেম্বরে মোট 77 শিশুর মৃত্যু হয়েছে ৷