ETV Bharat / bharat

6 বছরের মধ্যে সবচেয়ে কম শিশুমৃত্যু হয়েছে এবার : রাজস্থানের মুখ্যমন্ত্রী - অশোক গেহলত

48 ঘণ্টায় কোটার হাসপাতালে 10 শিশুর মৃত্যু নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত গতকাল বলেন, 6 বছরের মধ্যে সবচেয়ে কম শিশুমৃত্যু হয়েছে এ বছর ৷ এরপর অবশ্য তিনি বলেন, প্রত্যেক শিশুর মৃত্যুই দুর্ভাগ্যজনক ৷

Kota
অশোক গেহলত
author img

By

Published : Dec 29, 2019, 7:00 AM IST

জয়পুর, 29 ডিসেম্বর : 48 ঘণ্টায় কোটার মাতৃ ও শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে 10 সদ্যোজাতর ৷ আর এই নিয়ে মন্তব্য করতে গিয়ে কার্যত আগের সরকারের চেয়ে তাঁর সরকারের আমলে শিশুমৃত্যুর হার কম বোঝাতে চাইলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ সদ্যোজাতর মৃত্যু নিয়ে তাঁর মন্তব্য, গত 6 বছরের মধ্যে এ বছর রাজ্যে শিশুমৃত্যুর সংখ্যা কম ৷ এরপরই অবশ্য তিনি বলেন, প্রত্যেক শিশুর মৃত্যু দুর্ভাগ্যজনক ৷

কোটার হাসপাতালে শিশুমৃত্যু নিয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে অশোক গেহলত বলেন, গত 6 বছরের পরিসংখ্যান দেখলে এ বছর সবচেয়ে কম শিশুর মৃত্যু হয়েছে ৷ প্রত্যেক বছর 1300-1500 শিশুর মৃত্যু হত ৷ এ বছর সেই সংখ্যা 900 ৷

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, রাজ্য ও দেশের প্রতি হাসপাতালে প্রত্যেকদিন কয়েকজনের মৃত্যু হয় ৷ এর মধ্যে নতুন কিছু নেই ৷ এরপর অবশ্য তিনি বলেন, "প্রত্যেক শিশুর মৃত্যু দুর্ভাগ্যজনক ৷ আমি হাসপাতাল পরিদর্শন করেছি ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৷" হাসপাতালের অপারেশন থিয়েটার ও ওয়ার্ডের আধুনিকীকরণে সরকার ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেন ৷

গত বছরের 17 ডিসেম্বর তৃতীয়বারের জন্য রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন গেহলত ৷ গতবছর রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসার আগে 5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন BJP-র বসুন্ধরা রাজে ৷ আগের সরকারের প্রসঙ্গ সরাসরি না তুললে অশোক গেহলত বুঝিয়ে দেন, BJP-র আমলের চেয়ে বর্তমান সরকারের সময় শিশুমৃত্যু কমেছে ৷ কিন্তু, একজন মুখ্যমন্ত্রী শিশুমৃত্যু নিয়ে এমন মন্তব্য করতে পারেন কি না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ৷

এদিকে, কোটার হাসপাতালে 48 ঘণ্টায় 10 সদ্যোজাতর মৃত্যু নিয়ে জেলাশাসক ও স্বাস্থ্যসচিবকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন ৷ তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷ হাসপাতালের তরফে জানা গেছে, ডিসেম্বরে মোট 77 শিশুর মৃত্যু হয়েছে ৷

জয়পুর, 29 ডিসেম্বর : 48 ঘণ্টায় কোটার মাতৃ ও শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে 10 সদ্যোজাতর ৷ আর এই নিয়ে মন্তব্য করতে গিয়ে কার্যত আগের সরকারের চেয়ে তাঁর সরকারের আমলে শিশুমৃত্যুর হার কম বোঝাতে চাইলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ সদ্যোজাতর মৃত্যু নিয়ে তাঁর মন্তব্য, গত 6 বছরের মধ্যে এ বছর রাজ্যে শিশুমৃত্যুর সংখ্যা কম ৷ এরপরই অবশ্য তিনি বলেন, প্রত্যেক শিশুর মৃত্যু দুর্ভাগ্যজনক ৷

কোটার হাসপাতালে শিশুমৃত্যু নিয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে অশোক গেহলত বলেন, গত 6 বছরের পরিসংখ্যান দেখলে এ বছর সবচেয়ে কম শিশুর মৃত্যু হয়েছে ৷ প্রত্যেক বছর 1300-1500 শিশুর মৃত্যু হত ৷ এ বছর সেই সংখ্যা 900 ৷

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, রাজ্য ও দেশের প্রতি হাসপাতালে প্রত্যেকদিন কয়েকজনের মৃত্যু হয় ৷ এর মধ্যে নতুন কিছু নেই ৷ এরপর অবশ্য তিনি বলেন, "প্রত্যেক শিশুর মৃত্যু দুর্ভাগ্যজনক ৷ আমি হাসপাতাল পরিদর্শন করেছি ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৷" হাসপাতালের অপারেশন থিয়েটার ও ওয়ার্ডের আধুনিকীকরণে সরকার ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেন ৷

গত বছরের 17 ডিসেম্বর তৃতীয়বারের জন্য রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন গেহলত ৷ গতবছর রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসার আগে 5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন BJP-র বসুন্ধরা রাজে ৷ আগের সরকারের প্রসঙ্গ সরাসরি না তুললে অশোক গেহলত বুঝিয়ে দেন, BJP-র আমলের চেয়ে বর্তমান সরকারের সময় শিশুমৃত্যু কমেছে ৷ কিন্তু, একজন মুখ্যমন্ত্রী শিশুমৃত্যু নিয়ে এমন মন্তব্য করতে পারেন কি না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ৷

এদিকে, কোটার হাসপাতালে 48 ঘণ্টায় 10 সদ্যোজাতর মৃত্যু নিয়ে জেলাশাসক ও স্বাস্থ্যসচিবকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন ৷ তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷ হাসপাতালের তরফে জানা গেছে, ডিসেম্বরে মোট 77 শিশুর মৃত্যু হয়েছে ৷

Lucknow (UP), Dec 28 (ANI): Congress leader Priyanka Gandhi said that she want action against those police personnel who are spreading chaos and killed innocent people during anti-Citizenship Amendment Act (CAA) protest in Uttar Pradesh. She made this statement on being asked "If she want action against the police personnel who 'strangulated and manhandled' her." At least 16 people killed during anti-CAA protest in Uttar Pradesh.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.