ETV Bharat / bharat

13 বছরে 17বার বদলি উত্তরপ্রদেশের মহিলা আফিসারের

সূত্রের খবর, স্থানীয় নেতাদের বিরুদ্ধে কাজ করার জন্যই তাঁর এত বার বদলি হয়েছে । বিগত 3 বছরে ওই অফিসারকে 10বার বদলি করা হয়েছে ।

Uttar Pradesh
Uttar Pradesh
author img

By

Published : Sep 29, 2020, 5:18 PM IST

মেরুট, 29 সেপ্টেম্বর : 13 বছরের চাকরি জীবনে এক মহিলা আফিসারকে 17 বার বদলি । নতুন বিতর্ক উত্তরপ্রদেশে । 2007 সাল থেকে এক্সিকিউটিভ অফিসার পদে কাজ করছেন অমিতা বরুণ নামে ওই মহিলা । গত বছর সেপ্টেম্বরে তাঁকে মেরুটের সার্ধানা মিউনিসিপ্যালিটিতে বদলি করা হয় ।

স্থানীয় নেতাদের বিরুদ্ধে কাজ করার জন্যই তাঁর এত বার বদলি হয়েছে । বিগত 3 বছরে ওই অফিসারকে 10 বার বদলি করা হয়েছে । রবিবার রাতে তাঁকে বুলান্দশাহর এর জাহাঙ্গীরবাদে বদলি করা হয় ।

উল্লেখ্য, 2018 সালে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন তিনি । বার বার বদলির কথা হাইকোর্টে জানান তিনি । মামলার শুনানিতে হাইকোর্টের তরফে বলে হয়, " এর কোনও কারণ খুঁজে পেলাম না । তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির ও অভিযোগ নেই । "

উল্লেখ্য, কিছুদিন আগেই সার্ধনা মিউনিসিপ্যালিটির এর কর্মীর মৃত্যু হয় । হৃদরোগে আক্রান্ত হয়েই ওই কর্মীর মৃত্যু হয় বলে জানা যায় । কিন্তু, স্থানীয় বিধায়ক সঙ্গীত সোমের দাবি, ওই মহিলা আফিসারের দ্বারা হেনস্থা হওয়ায় মৃত্যু হয় ওই কর্মীর । পাশাপাশি বিধায়কের দাবি, " অমৃতা বরুণ সকলের সঙ্গে খারাপ ব্যবহার করতেন । "

যদিও বিধায়কের এই দাবি খারিজ করে দিয়েছেন ওই অফিসার । তাঁর দাবি, " গত বছর সেপ্টেম্বরে বিধায়ক সঙ্গীত সোম আমাকে ডেকে পাঠান । আমি একজনকে সঙ্গে নিয়ে যাই । ওই বিধায়ক আমাকে বলেন যে, তিনি স্থানীয় পুলিশ স্টেশন চালনা করেন । এমনকি সে এই পৌরসভা ও চালনা করবেন বলে বলেন আমাকে । "

এ বিষয়ে মেরিট জেলার ম্যাজিস্ট্রেট K বালাজি বলেন, " ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সে অভিযোগ জানিয়েছেন । তার কপিও আছে আমার কাছে । এটা অনেক পুরনো অভিযোগ । কিছুদিন আগেই সে আমার অফিসে আসে ।"

মেরুট, 29 সেপ্টেম্বর : 13 বছরের চাকরি জীবনে এক মহিলা আফিসারকে 17 বার বদলি । নতুন বিতর্ক উত্তরপ্রদেশে । 2007 সাল থেকে এক্সিকিউটিভ অফিসার পদে কাজ করছেন অমিতা বরুণ নামে ওই মহিলা । গত বছর সেপ্টেম্বরে তাঁকে মেরুটের সার্ধানা মিউনিসিপ্যালিটিতে বদলি করা হয় ।

স্থানীয় নেতাদের বিরুদ্ধে কাজ করার জন্যই তাঁর এত বার বদলি হয়েছে । বিগত 3 বছরে ওই অফিসারকে 10 বার বদলি করা হয়েছে । রবিবার রাতে তাঁকে বুলান্দশাহর এর জাহাঙ্গীরবাদে বদলি করা হয় ।

উল্লেখ্য, 2018 সালে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন তিনি । বার বার বদলির কথা হাইকোর্টে জানান তিনি । মামলার শুনানিতে হাইকোর্টের তরফে বলে হয়, " এর কোনও কারণ খুঁজে পেলাম না । তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির ও অভিযোগ নেই । "

উল্লেখ্য, কিছুদিন আগেই সার্ধনা মিউনিসিপ্যালিটির এর কর্মীর মৃত্যু হয় । হৃদরোগে আক্রান্ত হয়েই ওই কর্মীর মৃত্যু হয় বলে জানা যায় । কিন্তু, স্থানীয় বিধায়ক সঙ্গীত সোমের দাবি, ওই মহিলা আফিসারের দ্বারা হেনস্থা হওয়ায় মৃত্যু হয় ওই কর্মীর । পাশাপাশি বিধায়কের দাবি, " অমৃতা বরুণ সকলের সঙ্গে খারাপ ব্যবহার করতেন । "

যদিও বিধায়কের এই দাবি খারিজ করে দিয়েছেন ওই অফিসার । তাঁর দাবি, " গত বছর সেপ্টেম্বরে বিধায়ক সঙ্গীত সোম আমাকে ডেকে পাঠান । আমি একজনকে সঙ্গে নিয়ে যাই । ওই বিধায়ক আমাকে বলেন যে, তিনি স্থানীয় পুলিশ স্টেশন চালনা করেন । এমনকি সে এই পৌরসভা ও চালনা করবেন বলে বলেন আমাকে । "

এ বিষয়ে মেরিট জেলার ম্যাজিস্ট্রেট K বালাজি বলেন, " ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সে অভিযোগ জানিয়েছেন । তার কপিও আছে আমার কাছে । এটা অনেক পুরনো অভিযোগ । কিছুদিন আগেই সে আমার অফিসে আসে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.