ETV Bharat / bharat

প্লাস্টিকমুক্ত সমাজ গড়ার দিশা দেখাচ্ছে রাজস্থানের ছোট্ট গ্রাম কেশবপুর - প্লাস্টিক নির্মূল করার বার্তা নরেন্দ্র মোদির

রাজস্থানের কোটার একটি ছোট্ট গ্রাম কেশবপুর ৷ একসময় অঙ্গীকার করে আর ব্যবহার করবে না প্লাস্টিক । 11 জুলাইয়ের সেদিন থেকে আজ পর্যন্ত নিজেদের অঙ্গীকারে বদ্ধপরিকর । আজ গ্রামে কোনও প্লাস্টিকের থালা, গ্লাস ও অন্য প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার পুরোপুরিভাবে বন্ধ ।

image
ছবি
author img

By

Published : Dec 12, 2019, 9:22 AM IST

কোটা (রাজস্থান), 12 ডিসেম্বর : দেশজুড়ে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য বারবার অভিযান চলে । নানা সচেতনতামূলক প্রচারও হয় । গান্ধি জয়ন্তীর দিন দেশ থেকে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক নির্মূল করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এর আগে থেকেই একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে অভিযান শুরু করেছিল রাজস্থানের কোটার একটি ছোট্ট গ্রাম কেশবপুর ৷

জয়পুর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে ছোট্ট এই গ্রাম কেশবপুর ৷ কয়েক মাস আগে প্লাস্টিক খেয়ে এই গ্রামের বহু গবাদি পশু মারা যায় ৷ তারপরই নড়চড়ে বসে গ্রামবাসীরা । অঙ্গীকার করে আর ব্যবহার করবে না প্লাস্টিক । চলতি বছরের 11 জুলাই একত্রিত হয় গ্রামবাসীরা । এলাকার সমস্ত প্লাস্টিকজাত বর্জ্য জড়ো করে পুড়িয়ে দেয় । তারই সঙ্গে অঙ্গীকার করে আর কোনওদিন প্লাস্টিক ব্যবহার করবে না ।

image
আদর্শগ্রাম কেশবপুর

গ্রামবাসীদের এই অভিনব উদ্যোগে অনুপ্রাণিত হয় কেশবপুর গ্রাম উন্নয়ন কমিটি । এরপর গ্রাম উন্নয়ন কমিটির তরফে সরকারিভাবে এলাকায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ এই নিষেধাজ্ঞার জেরে জুলাই থেকে এখনও পর্যন্ত গ্রামে আয়োজিত 11 টি প্রীতিভোজের অনুষ্ঠানে প্লাস্টিকের থালা, গ্লাস ও অন্য প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার পুরোপুরিভাবে বন্ধ রয়েছে ৷ গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে এলাকায় সমস্ত প্লাস্টিকের ডাস্টবিনের বদলে ধাতব ডাস্টবিন বসানো হয় ৷ গ্রামের প্রতিটি মানুষ এখন কাগজের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করছে ৷ কেশবপুর দেখে অনুপ্রাণিত হচ্ছে আশপাশের গ্রামগুলিও ৷

দেখুন ভিডিয়ো

600 জন মানুষ বসবাস করে এই গ্রামে । এক হয়ে প্লাস্টিকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কেশবপুরের এই পদক্ষেপ আজ সত্যিই দিশা দেখাচ্ছে দেশকে ।

কোটা (রাজস্থান), 12 ডিসেম্বর : দেশজুড়ে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য বারবার অভিযান চলে । নানা সচেতনতামূলক প্রচারও হয় । গান্ধি জয়ন্তীর দিন দেশ থেকে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক নির্মূল করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এর আগে থেকেই একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে অভিযান শুরু করেছিল রাজস্থানের কোটার একটি ছোট্ট গ্রাম কেশবপুর ৷

জয়পুর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে ছোট্ট এই গ্রাম কেশবপুর ৷ কয়েক মাস আগে প্লাস্টিক খেয়ে এই গ্রামের বহু গবাদি পশু মারা যায় ৷ তারপরই নড়চড়ে বসে গ্রামবাসীরা । অঙ্গীকার করে আর ব্যবহার করবে না প্লাস্টিক । চলতি বছরের 11 জুলাই একত্রিত হয় গ্রামবাসীরা । এলাকার সমস্ত প্লাস্টিকজাত বর্জ্য জড়ো করে পুড়িয়ে দেয় । তারই সঙ্গে অঙ্গীকার করে আর কোনওদিন প্লাস্টিক ব্যবহার করবে না ।

image
আদর্শগ্রাম কেশবপুর

গ্রামবাসীদের এই অভিনব উদ্যোগে অনুপ্রাণিত হয় কেশবপুর গ্রাম উন্নয়ন কমিটি । এরপর গ্রাম উন্নয়ন কমিটির তরফে সরকারিভাবে এলাকায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ এই নিষেধাজ্ঞার জেরে জুলাই থেকে এখনও পর্যন্ত গ্রামে আয়োজিত 11 টি প্রীতিভোজের অনুষ্ঠানে প্লাস্টিকের থালা, গ্লাস ও অন্য প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার পুরোপুরিভাবে বন্ধ রয়েছে ৷ গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে এলাকায় সমস্ত প্লাস্টিকের ডাস্টবিনের বদলে ধাতব ডাস্টবিন বসানো হয় ৷ গ্রামের প্রতিটি মানুষ এখন কাগজের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করছে ৷ কেশবপুর দেখে অনুপ্রাণিত হচ্ছে আশপাশের গ্রামগুলিও ৷

দেখুন ভিডিয়ো

600 জন মানুষ বসবাস করে এই গ্রামে । এক হয়ে প্লাস্টিকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কেশবপুরের এই পদক্ষেপ আজ সত্যিই দিশা দেখাচ্ছে দেশকে ।

Intro:Body:

Blank


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.