দিল্লি, 29 জুলাই : দিল্লির বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য "স্মগ টাওয়ার" ইনস্টল করার একটি সরকারি প্রকল্প থেকে সরে আসতে চেয়েছিল IIT-বম্বে ৷ এই বিষয়েই IIT-বম্বেকে সতর্ক করল সুপ্রিম কোর্ট ৷
সরকারি প্রকল্পের জন্য ছ'মাস আগে জমি দেখতে গিয়েছিলেন IIT-বম্বে ও টাটা প্রোজেক্টস লিমিটেডের আধিকারিকরা ৷ এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটি ড্রাফ্ট তৈরি করেছিল ৷ তারপরও এই প্রকল্প থেকে পিছিয়ে আসার জন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া হতে পারে বলে শীর্ষ আদালতের তরফে সতর্ক করা হয়েছে ৷
বিচারপতি অরুণ মিশ্র বলেন, এরকম কাজ বরদাস্ত করা হবে না ৷ তিনি বলেন, "আমরা IIT-বম্বে ও অন্যান্য কর্তৃপক্ষকে আদালতের নির্দেশের বিলম্ব করার জন্য শাস্তি দেব ৷ ছয় মাস পর তারা কীভাবে পিছিয়ে আসতে পারে ? একটি সরকারি প্রকল্প থেকে তারা কীভাবে সরে আসতে পারে ? "
বিচারপতি বলেন, "IIT-বম্বেকে ডাকুন ৷ আমরা আধ ঘণ্টার মধ্যে শুনতে চাই ৷" এর উত্তরে সলিসিটর জেনেরাল বলেন, "এখন কীভাবে IIT-বম্বে এখানে আসবে ? আমি তাদের কাউকে চিনি না ৷" তা শুনে বিচারপতি বলেন, "এগুলো সব বাজে কথা ৷ আমরা আপনাকে 15 মিনিট সময় দিচ্ছি ৷" সলিসিটর জেনেরাল আরও কিছুটা সময় দেওয়ার জন্য আবেদন করেন ৷ তিনি বলেন, "15 মিনিটে আমি পারব না ৷ আমাকে 24 ঘণ্টা সময় দেওয়া হোক ৷ 24 ঘণ্টায় কিছু পালটাবে না ৷ দয়া করে আপনি নিজেকে আমার জায়গায় রেখে দেখুন ৷"
এরপরই চিৎকার করতে থাকেন বিচারপতি ৷ তিনি বলেন, "তাহলে আমরা অবমাননার মামলা করব ৷ IIT-বম্বের পাঠানো চিঠির উত্তর আপনি কেন দেননি ৷ আপনি কেন IIT-বম্বেকে বাঁচাচ্ছেন ? না না না ৷ আপনি এটা করতে পারেন না ৷ IIT-বম্বে ইতিমধ্যেই অবমাননা করে ফেলেছে ৷ আর এখন তারা সরে যাচ্ছে ৷"
সলিসিটর জেনেরাল আগেই আদালতকে জানিয়েছিল, চিঠি দেওয়া সত্ত্বেও IIT-বম্বে সরে এসেছে ৷ সরকার IIT-দিল্লি ও NEERI (ন্যাশনাল এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট)-র সঙ্গে এই টাওয়ার নির্মাণের বিষয়ে কথা বলেছে ৷
14 জুলাই IIT-বম্বে একটি ইমেল করে ৷ যেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি লেখে, টাটা পাওয়ার লিমিটেড দ্বারা পরিচালিত সামগ্রিক সমন্বয়ের দায়িত্ব এবং যাচাইয়ের দায়িত্ব নেওয়ার মতো MoU-তে উল্লিখিত শর্ত তারা মেনে নিতে পারছে না ৷ এই প্রকল্পের বিষয়ে মন্ত্রকের সঙ্গে IIT-বম্বে ও CPCB আধিকারিকদের বৈঠকের আগের দিন এই মেলটি পাঠানো হয় ৷