ETV Bharat / bharat

সৌভাগ্যবান, প্রাণে বেঁচে ফিরেছি : অমিত - Vandalized

আমি সৌভাগ্যবশত প্রাণে বেঁচেছি । কেন্দ্রীয় বাহিনী না থাকলে, প্রাণ বাঁচাতে পারতাম না । কৌশল করেই আমার ওপর আক্রমণ করা হয়েছে । সাংবাদিক বৈঠকে দাবি করেন BJPসভাপতি ।

দিল্লিতে সাংবাদিক বৈঠকে আমিত শাহ
author img

By

Published : May 15, 2019, 12:20 PM IST

দিল্লি, 15 মে : "যদি কেন্দ্রীয় বাহিনী না থাকত, তবে আমি প্রাণে বাঁচতে পারতাম না ।" দিল্লিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথাই বললেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

গতকাল কলকাতার বিদ্যাসাগর কলেজের সামনে BJP ও TMCP-র মধ্যে সংঘর্ষ রণক্ষেত্রের চেহারা নেয় । অমিত শাহ-র পদযাত্রা চলাকালীন এই ঘটনা ঘটে । আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ বলেন, "আমি সৌভাগ্যবশত প্রাণে বেঁচেছি । কেন্দ্রীয় বাহিনী না থাকলে, প্রাণ বাঁচতে পারতাম না । এটা কোনও হিংসার ঘটনা নয় । কৌশল করেই আমার ওপর আক্রমণ করা হয়েছে ।" BJP- সভাপতি বৈঠকে দাবি করেন, যদি কোনও কিছু আড়াল না করতে চান, তবে এই ঘটনার জন্য দ্রুত তদন্তের নির্দেশ দিক মমতা বন্দ্যোপাধ্যায় ।

গতকাল BJP সভাপতির প্রচার মিছিলে TMCP-র সদস্য ও BJP-র কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় । অভিযোগ, BJP-র কর্মী সমর্থকরা বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় । এরপরই কোনওমতে ঘটনাস্থান ছাড়েন কেন্দ্রীয় BJP নেতা । আজ মূর্তি ভাঙা নিয়ে কলেজের পড়ুয়ারা আর্মহার্স্ট স্ট্রিট থানায় শাহর বিরুদ্ধে FIR দায়ের করেন । যদিও সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছে তৃণমূলের গুন্ডারাই ।

দিল্লি, 15 মে : "যদি কেন্দ্রীয় বাহিনী না থাকত, তবে আমি প্রাণে বাঁচতে পারতাম না ।" দিল্লিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথাই বললেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

গতকাল কলকাতার বিদ্যাসাগর কলেজের সামনে BJP ও TMCP-র মধ্যে সংঘর্ষ রণক্ষেত্রের চেহারা নেয় । অমিত শাহ-র পদযাত্রা চলাকালীন এই ঘটনা ঘটে । আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ বলেন, "আমি সৌভাগ্যবশত প্রাণে বেঁচেছি । কেন্দ্রীয় বাহিনী না থাকলে, প্রাণ বাঁচতে পারতাম না । এটা কোনও হিংসার ঘটনা নয় । কৌশল করেই আমার ওপর আক্রমণ করা হয়েছে ।" BJP- সভাপতি বৈঠকে দাবি করেন, যদি কোনও কিছু আড়াল না করতে চান, তবে এই ঘটনার জন্য দ্রুত তদন্তের নির্দেশ দিক মমতা বন্দ্যোপাধ্যায় ।

গতকাল BJP সভাপতির প্রচার মিছিলে TMCP-র সদস্য ও BJP-র কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় । অভিযোগ, BJP-র কর্মী সমর্থকরা বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় । এরপরই কোনওমতে ঘটনাস্থান ছাড়েন কেন্দ্রীয় BJP নেতা । আজ মূর্তি ভাঙা নিয়ে কলেজের পড়ুয়ারা আর্মহার্স্ট স্ট্রিট থানায় শাহর বিরুদ্ধে FIR দায়ের করেন । যদিও সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছে তৃণমূলের গুন্ডারাই ।

Nagpur (Maharashtra), Apr 13 (ANI): On the occasion of Ram Navami, Maharashtra Chief Minister Devendra Fadnavis along with Union Minister Nitin Gadkari and Tamil Nadu Governor Banwarilal Purohit inaugurated Shobhayatra in Maharashtra's Nagpur on Saturday. While speaking to mediapersons, CM Fadnavis said, "Today is Rama Navami day. Lord Rama taught us to live with dignity and honour. In Nagpur we celebrate this Shobhayatra every year. We always walk through the foot print of lord Rama." On the chariot Lord Shriram, Hanuman and Laxman sculptures were present. Tradition has been going on since last 52 years and it is 53rd year of Shobhayatra."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.