দিল্লি, 15 মে : "যদি কেন্দ্রীয় বাহিনী না থাকত, তবে আমি প্রাণে বাঁচতে পারতাম না ।" দিল্লিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথাই বললেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।
গতকাল কলকাতার বিদ্যাসাগর কলেজের সামনে BJP ও TMCP-র মধ্যে সংঘর্ষ রণক্ষেত্রের চেহারা নেয় । অমিত শাহ-র পদযাত্রা চলাকালীন এই ঘটনা ঘটে । আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ বলেন, "আমি সৌভাগ্যবশত প্রাণে বেঁচেছি । কেন্দ্রীয় বাহিনী না থাকলে, প্রাণ বাঁচতে পারতাম না । এটা কোনও হিংসার ঘটনা নয় । কৌশল করেই আমার ওপর আক্রমণ করা হয়েছে ।" BJP- সভাপতি বৈঠকে দাবি করেন, যদি কোনও কিছু আড়াল না করতে চান, তবে এই ঘটনার জন্য দ্রুত তদন্তের নির্দেশ দিক মমতা বন্দ্যোপাধ্যায় ।
গতকাল BJP সভাপতির প্রচার মিছিলে TMCP-র সদস্য ও BJP-র কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় । অভিযোগ, BJP-র কর্মী সমর্থকরা বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় । এরপরই কোনওমতে ঘটনাস্থান ছাড়েন কেন্দ্রীয় BJP নেতা । আজ মূর্তি ভাঙা নিয়ে কলেজের পড়ুয়ারা আর্মহার্স্ট স্ট্রিট থানায় শাহর বিরুদ্ধে FIR দায়ের করেন । যদিও সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছে তৃণমূলের গুন্ডারাই ।