ETV Bharat / bharat

নিকিতা খুনের ঘটনায় গ্রেপ্তার তৃতীয় অভিযুক্ত - Third accused in Nikita murder case arrested

গত সোমবার নিজের কলেজের বাইরে খুন হন ওই যুবতী । ঘটনায় মূল অভিযুক্ত তৌসিফকে আগেই গ্রেপ্তার করে পুলিশ ।

Third accused in Nikita murder case arrested
হরিয়ানায় যুবতী খুনের ঘটনায় গ্রেপ্তার তৃতীয় ব্যক্তি
author img

By

Published : Oct 29, 2020, 1:21 PM IST

ফরিদাবাদ, 29 অক্টোবর : ফরিদাবাদে 21 বছরের যুবতির খুনের ঘটনায় তৃতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । গত সোমবার হরিয়ানার ফরিদাবাদে বল্লবগড় এলাকায় নিজের কলেজের সামনে খুন হন ওই যুবতি ।

পুলিশ সূত্রে জানা গেছে, তৃতীয় অভিযুক্ত ব্যক্তির নাম আরজু । মূল অভিযুক্ত তৌসিফকে সে অস্ত্র দিয়েছিল বলে অভিযোগ । বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর নুহ জেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ । মূল অভিযুক্ত তৌসিফ গুরুগ্রামের বাসিন্দা । আরেক অভিযুক্ত রেহান নুহ জেলার বাসিন্দা । দু'জনকে পুলিশি হেপাজতে পাঠানো হয়েছে ।

ঘটনার দিন একটি প্রাইভেট গাড়িতে কলেজের সামনে পৌঁছায় অভিযুক্তরা । ওই যুবতিকে গাড়িতে টেনে তোলার চেষ্টা করে । বাধা দিলে তাঁঁকে লক্ষ্য করে গুলি চালায় তৌসিফ । রক্তাক্ত অবস্থায় যুবতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । গোটা ঘটনা CCTV-তে ধরা পড়ে । মঙ্গলবার সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয় ।

ফরিদাবাদ, 29 অক্টোবর : ফরিদাবাদে 21 বছরের যুবতির খুনের ঘটনায় তৃতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । গত সোমবার হরিয়ানার ফরিদাবাদে বল্লবগড় এলাকায় নিজের কলেজের সামনে খুন হন ওই যুবতি ।

পুলিশ সূত্রে জানা গেছে, তৃতীয় অভিযুক্ত ব্যক্তির নাম আরজু । মূল অভিযুক্ত তৌসিফকে সে অস্ত্র দিয়েছিল বলে অভিযোগ । বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর নুহ জেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ । মূল অভিযুক্ত তৌসিফ গুরুগ্রামের বাসিন্দা । আরেক অভিযুক্ত রেহান নুহ জেলার বাসিন্দা । দু'জনকে পুলিশি হেপাজতে পাঠানো হয়েছে ।

ঘটনার দিন একটি প্রাইভেট গাড়িতে কলেজের সামনে পৌঁছায় অভিযুক্তরা । ওই যুবতিকে গাড়িতে টেনে তোলার চেষ্টা করে । বাধা দিলে তাঁঁকে লক্ষ্য করে গুলি চালায় তৌসিফ । রক্তাক্ত অবস্থায় যুবতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । গোটা ঘটনা CCTV-তে ধরা পড়ে । মঙ্গলবার সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.