ETV Bharat / bharat

পাকিস্তান লাশ গুনছে আর বিরোধীরা প্রমাণ চাইছে : মোদি - odisha

কোরাপুটে সভা করছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বিজ্ঞানীদের ফের একবার ধন্যবাদ জানান। সেনার অপমান করার জন্য বিরোধীদের আক্রমণও করেন।

জনসভায় মোদি
author img

By

Published : Mar 29, 2019, 11:43 AM IST

Updated : Mar 29, 2019, 12:29 PM IST

কোরাপুট, 29 মার্চ : লোকসভা নির্বাচনের প্রচারে ওড়িশার কোরাপুটে জনসভা করছেন নরেন্দ্র মোদি। গতকাল মেরঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।

কোরাপুটে মোদি বলেন :

  • আপনারা 'মজবুত' সরকার চান না 'মজবুর' সরকার?
  • এখন মহাকাশেও চৌকিদারি করছে ভারত
  • যারা আমাদের বিজ্ঞানী, আমাদের সেনা বাহিনীকে অপমান করে আপনারা তাদের চান?
  • আরবিরোধীরা প্রমাণ চাইছে
  • একমাস পেরিয়ে গেছে , এখনও জঙ্গিদের লাশগুনছে পাকিস্তান
  • দু'দিন আগে ওড়িশা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল। এই অভিযান বিশ্বকে ভারতের ক্ষমতা দেখিয়েছে
  • ওড়িশার সরকার আয়ুষ্মান যোজনায় অংশ নিতে রাজি হয়নি। এর জেরে গরিব মানুষস্বাস্থ্যের গুণগত মানের অধিকার থেকে বঞ্চিতহয়েছেন
  • গোটা দেশ বিরোধীদের দেখছে
  • এখন চৌকিদাররা মহাকাশেও পৌঁছে গেছে
  • ওরা সেনাকে অপমান করছে, এটা কি মেনে নেওয়া যায় ?
  • বিরোধীদের দেশের সেনাকে নিয়ে বিরূপ মন্তব্য কছে
  • বিজ্ঞানীদের আবার ধন্যবাদ জানাই

কোরাপুট, 29 মার্চ : লোকসভা নির্বাচনের প্রচারে ওড়িশার কোরাপুটে জনসভা করছেন নরেন্দ্র মোদি। গতকাল মেরঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।

কোরাপুটে মোদি বলেন :

  • আপনারা 'মজবুত' সরকার চান না 'মজবুর' সরকার?
  • এখন মহাকাশেও চৌকিদারি করছে ভারত
  • যারা আমাদের বিজ্ঞানী, আমাদের সেনা বাহিনীকে অপমান করে আপনারা তাদের চান?
  • আরবিরোধীরা প্রমাণ চাইছে
  • একমাস পেরিয়ে গেছে , এখনও জঙ্গিদের লাশগুনছে পাকিস্তান
  • দু'দিন আগে ওড়িশা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল। এই অভিযান বিশ্বকে ভারতের ক্ষমতা দেখিয়েছে
  • ওড়িশার সরকার আয়ুষ্মান যোজনায় অংশ নিতে রাজি হয়নি। এর জেরে গরিব মানুষস্বাস্থ্যের গুণগত মানের অধিকার থেকে বঞ্চিতহয়েছেন
  • গোটা দেশ বিরোধীদের দেখছে
  • এখন চৌকিদাররা মহাকাশেও পৌঁছে গেছে
  • ওরা সেনাকে অপমান করছে, এটা কি মেনে নেওয়া যায় ?
  • বিরোধীদের দেশের সেনাকে নিয়ে বিরূপ মন্তব্য কছে
  • বিজ্ঞানীদের আবার ধন্যবাদ জানাই
Meerut (Uttar Pradesh), Mar 29 (ANI): Uttar Pradesh police arrested six criminals following an encounter in Meerut. Two police officers and four of six criminals got injured in the exchange of fire. Police recovered a looted vehicle along with huge cache of arms and ammunition from the criminals. "These criminals are associated with gangster Bhiwani. One car along with huge cache of arms and ammunition recovered," said A.N. Singh, SSP Meerut.

Last Updated : Mar 29, 2019, 12:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.