কোরাপুট, 29 মার্চ : লোকসভা নির্বাচনের প্রচারে ওড়িশার কোরাপুটে জনসভা করছেন নরেন্দ্র মোদি। গতকাল মেরঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।
কোরাপুটে মোদি বলেন :
- আপনারা 'মজবুত' সরকার চান না 'মজবুর' সরকার?
- এখন মহাকাশেও চৌকিদারি করছে ভারত
- যারা আমাদের বিজ্ঞানী, আমাদের সেনা বাহিনীকে অপমান করে আপনারা তাদের চান?
- আরবিরোধীরা প্রমাণ চাইছে
- একমাস পেরিয়ে গেছে , এখনও জঙ্গিদের লাশগুনছে পাকিস্তান
- দু'দিন আগে ওড়িশা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল। এই অভিযান বিশ্বকে ভারতের ক্ষমতা দেখিয়েছে
- ওড়িশার সরকার আয়ুষ্মান যোজনায় অংশ নিতে রাজি হয়নি। এর জেরে গরিব মানুষস্বাস্থ্যের গুণগত মানের অধিকার থেকে বঞ্চিতহয়েছেন
- গোটা দেশ বিরোধীদের দেখছে
- এখন চৌকিদাররা মহাকাশেও পৌঁছে গেছে
- ওরা সেনাকে অপমান করছে, এটা কি মেনে নেওয়া যায় ?
- বিরোধীদের দেশের সেনাকে নিয়ে বিরূপ মন্তব্য কছে
- বিজ্ঞানীদের আবার ধন্যবাদ জানাই