ETV Bharat / bharat

চৌকিদারের সঙ্গে ভেজাল জোট ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের সমস্যা রয়েছে : মোদি - gaya

আজ বিহারের জামুই ও গয়ার সভা থেকে নানান ইশুতে কংগ্রেসকে কটাক্ষ করেন মোদি। তিনি বলেন, "আমি সব কাজ সম্পূর্ণ করার দাবি করছি না। যখন তারা (কংগ্রেস) 70 বছরে এই রকম কোনও কথা বলতে পারেনি, তাহলে আমি মাত্র পাঁচ বছরে কী করে এই দাবি করতে পারি?"

নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 2, 2019, 9:56 PM IST

পটনা, 2 এপ্রিল : "চৌকিদারের সঙ্গে দু'ধরনের মানুষের সমস্যা রয়েছে। একদল যারা ভেজাল( মহা মিলাওয়াটি), অন্যদল যারা সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা করে।" আজ গয়ার সভায় একথা বলেন নরেন্দ্র মোদি।

বিহারের জামুইতেও আজ সভা করেন মোদি। সেই সভা থেকে মোদি বলেন, "আমি সব কাজ সম্পূর্ণ করার দাবি করছি না। যখন তারা (কংগ্রেস) 70 বছরে এই রকম কোনও কথা বলতে পারেনি, তাহলে আমি মাত্র পাঁচ বছরে কী করে এই দাবি করতে পারি?"

মোদি বলেন, "অনেক কাজ হয়েছে। আরও অনেক কাজ করার সম্ভাবনা রয়েছে। এজন্য লাগাতার প্রচেষ্টার প্রয়োজন আছে। তাই আপনারা আমাকে আশীর্বাদ করুন।" কংগ্রেসের সমালোচনা করে মোদি বলেন, "কংগ্রস ক্ষমতায় থাকাকালীন সন্ত্রাসবাদ, মূল্যবৃদ্ধি, কালো টাকা, দুর্নীতি, হিংসা সবকিছু বৃদ্ধি পেয়েছিল। দেশের উন্নতি, তার বিশ্বাসযোগ্যতা, সেনাবাহিনীর নৈতিকতা সমস্ত কিছু ক্রমাগত হ্রাস পেয়েছিল।" নেহরু গান্ধি পরিবারকে তোপ দেগে তিনি বলেন, "কংগ্রেস মানুষের মন থেকে আম্বেদকরকে মুছে দিয়েছে। ওই পরিবার নিজেদের সদস্যকে ভারতরত্ন দিয়ে সম্মান জানিয়েছে, কিন্তু আম্বেদকরকে ভুলে গেছে।"

উৎসাহী জনতার ভিড়ে আজ মোদির সভা ঘিরে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। শেষমেশ মঞ্চ থেকে BJP নেতারা জনতাকে শান্ত থাকার অনুরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

পটনা, 2 এপ্রিল : "চৌকিদারের সঙ্গে দু'ধরনের মানুষের সমস্যা রয়েছে। একদল যারা ভেজাল( মহা মিলাওয়াটি), অন্যদল যারা সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা করে।" আজ গয়ার সভায় একথা বলেন নরেন্দ্র মোদি।

বিহারের জামুইতেও আজ সভা করেন মোদি। সেই সভা থেকে মোদি বলেন, "আমি সব কাজ সম্পূর্ণ করার দাবি করছি না। যখন তারা (কংগ্রেস) 70 বছরে এই রকম কোনও কথা বলতে পারেনি, তাহলে আমি মাত্র পাঁচ বছরে কী করে এই দাবি করতে পারি?"

মোদি বলেন, "অনেক কাজ হয়েছে। আরও অনেক কাজ করার সম্ভাবনা রয়েছে। এজন্য লাগাতার প্রচেষ্টার প্রয়োজন আছে। তাই আপনারা আমাকে আশীর্বাদ করুন।" কংগ্রেসের সমালোচনা করে মোদি বলেন, "কংগ্রস ক্ষমতায় থাকাকালীন সন্ত্রাসবাদ, মূল্যবৃদ্ধি, কালো টাকা, দুর্নীতি, হিংসা সবকিছু বৃদ্ধি পেয়েছিল। দেশের উন্নতি, তার বিশ্বাসযোগ্যতা, সেনাবাহিনীর নৈতিকতা সমস্ত কিছু ক্রমাগত হ্রাস পেয়েছিল।" নেহরু গান্ধি পরিবারকে তোপ দেগে তিনি বলেন, "কংগ্রেস মানুষের মন থেকে আম্বেদকরকে মুছে দিয়েছে। ওই পরিবার নিজেদের সদস্যকে ভারতরত্ন দিয়ে সম্মান জানিয়েছে, কিন্তু আম্বেদকরকে ভুলে গেছে।"

উৎসাহী জনতার ভিড়ে আজ মোদির সভা ঘিরে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। শেষমেশ মঞ্চ থেকে BJP নেতারা জনতাকে শান্ত থাকার অনুরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।


Rajouri (JandK), Apr 02 (ANI): Atleast four civilians were injured in Pakistani shelling along the Line of Control (LoC) in Mankote sector of Poonch district of Jammu and Kashmir. The shelling took place on Monday night. The injured civilians were rushed to a district hospital in Rajouri and are undergoing treatment. Medical officer Dr Riaz Ul Haq said, "Four patients were admitted in the hospital last night. A 14-year-old was seriously injured in the incident. The condition of all four patients is stable and better now."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.