ETV Bharat / bharat

নতুন মানচিত্রে কেন্দ্রীয় শাসিত লাদাখের অন্তর্ভুক্ত PoK - জম্মু ও কাশ্মীর

নবগঠিত দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সীমানা নির্দিষ্ট করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । এই সংক্রান্ত মানচিত্র প্রকাশ করা হয়েছে । মানচিত্রে পাকিস্তান অধীকৃত কাশ্মীরকে লাদাখের অংশ হিসেবে দেখানো হয়েছে ।

ladakh
author img

By

Published : Nov 2, 2019, 10:48 PM IST

দিল্লি, 2 নভেম্বর : বিজ্ঞপ্তি জারি করে নবগঠিত দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সীমানা নির্দিষ্ট করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । এই সংক্রান্ত মানচিত্র প্রকাশ করা হয়েছে । মানচিত্রে পাকিস্তান অধীকৃত কাশ্মীরকে লাদাখের অংশ হিসেবে দেখানো হয়েছে ।

31 অক্টোবর অনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ । লাদাখের প্রথম উপ রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন প্রাক্তন প্রতিরক্ষা সচিব রাধাকৃষ্ণ মাথুর । জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন গিরিশ চন্দ্র মুর্মু । তিনি আগে কেন্দ্রীয় ব্যয় সচিব ছিলেন ।

আজ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পূর্বতন রাজ্যের লেহ ও কার্গিল জেলা বাদে সব জেলা থাকছে । লেহ ও কার্গিল জেলা ঢুকেছে লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চলে । এই বিজ্ঞপ্তি অনুযায়ী 1947 সালে জম্মু ও কাশ্মীরে 14 টি জেলা ছিল । এগুলি হল কাঠুয়া , জম্মু , উধমপুর, রেসাই, অনন্তনাগ, বারামুলা, পুঞ্চ , মীরপুর, মুজফ্ফরপুর, লেহ ও লাদাখ , গিলগিট , গিলগিল ওজ়ারত, চিলহাস ও ট্রাইবাল টেরিটরি ।

জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত হয়ে যাওয়ায় ভারতে রাজ্যের সংখ্যা কমে দাঁড়াল 28 এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল বেড়ে হল 9 ।

দিল্লি, 2 নভেম্বর : বিজ্ঞপ্তি জারি করে নবগঠিত দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সীমানা নির্দিষ্ট করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । এই সংক্রান্ত মানচিত্র প্রকাশ করা হয়েছে । মানচিত্রে পাকিস্তান অধীকৃত কাশ্মীরকে লাদাখের অংশ হিসেবে দেখানো হয়েছে ।

31 অক্টোবর অনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ । লাদাখের প্রথম উপ রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন প্রাক্তন প্রতিরক্ষা সচিব রাধাকৃষ্ণ মাথুর । জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন গিরিশ চন্দ্র মুর্মু । তিনি আগে কেন্দ্রীয় ব্যয় সচিব ছিলেন ।

আজ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পূর্বতন রাজ্যের লেহ ও কার্গিল জেলা বাদে সব জেলা থাকছে । লেহ ও কার্গিল জেলা ঢুকেছে লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চলে । এই বিজ্ঞপ্তি অনুযায়ী 1947 সালে জম্মু ও কাশ্মীরে 14 টি জেলা ছিল । এগুলি হল কাঠুয়া , জম্মু , উধমপুর, রেসাই, অনন্তনাগ, বারামুলা, পুঞ্চ , মীরপুর, মুজফ্ফরপুর, লেহ ও লাদাখ , গিলগিট , গিলগিল ওজ়ারত, চিলহাস ও ট্রাইবাল টেরিটরি ।

জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত হয়ে যাওয়ায় ভারতে রাজ্যের সংখ্যা কমে দাঁড়াল 28 এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল বেড়ে হল 9 ।

Mumbai, Nov 02 (ANI): While addressing a press conference in Mumbai on November 02, Shiv Sena veteran leader Sanjay Raut said, "If there is a delay in formation of government in a state, and a minister from the ruling party says President's rule will be implemented in Maharashtra if government isn't formed, is this a threat to the Member of the Legislative Assembly (MLAs) who have been elected?."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.