ETV Bharat / bharat

কোথাও ব্যাজ কোথাও ব্যান্ডেজ ; NRS-র আঁচ দেশজুড়ে - Hospital

NRS-এ জুনিয়র ডাক্তারদের হেনস্থার ঘটনায় প্রতিবাদে সামিল AIIMS থেকে NIMS-র চিকিৎসকরা ।

AIIMS-র বাইরে রোগী ও তার পরিজনদের ভিড়
author img

By

Published : Jun 14, 2019, 10:38 AM IST

Updated : Jun 14, 2019, 11:46 AM IST

দিল্লি, 14 জুন: NRS-এ জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য-রাজনীতি । তার আঁচ পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে । ডাক্তারদের হেনস্থার প্রতিবাদে দিল্লির AIIMS-র চিকিৎসকরাও । কর্মবিরতির সিদ্ধান্তে অনড় AIIMS-র চিকিৎসকরা । একই অবস্থা হায়দরাবাদের NIMS-র।

আজ সকাল থেকেই, রোগী ও তার পরিজনদের থিকথিকে ভিড় দেখতে পাওয়া যায় AIIMS-র বাইরে । কিন্তু চিকিৎসক অমিল । বহির্বিভাগ থেকে জরুরি বিভাগ সর্বত্রই একই অবস্থা । ডাক্তার দেখাতে এসে দিশেহারা রোগী ও তার পরিজন । রোগীর পরিজনদের দাবি, তাদের অন্যত্র যাওয়ার পরামর্শ দিয়েছেন AIIMS-র চিকিৎসকরা ।

এই সংক্রান্ত আরও খবর : দিল্লিতে হেলমেট পরে চিকিৎসা ডাক্তারদের, কাল দেশজুড়ে প্রতিবাদ

পাশাপাশি, একই ছবি ধরা পড়ল হায়দরাবাদের NIMS-এ । NRS-র ডাক্তারদের হেনস্থার ঘটনায় পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হলেন NIMS-র চিকিৎসকরা ।

জয়পুরের জয়পুরিয়া হাসপাতালে হাতে কালো ব্যাজ বেঁধে রোগীদের চিকিৎসা করছেন ।

রায়পুরের ড. ভীমরাও আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালেও প্রতিবাদে সামিল হন জুনিয়র ডাক্তাররা । তাঁদের মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ।

নাগপুরে মাথায় ব্যান্ডেজ বেঁধে প্রতিবাদ মিছিল করেন জুনিয়র ডাক্তাররা । সেভ দা সেভিয়ারস ও স্ট্যান্ড উইথ NRSMCH পোস্টার নিয়ে মিছিল করেন তারা।

ত্রিবান্দ্রমে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরাও NRS-এর ঘটনার প্রতিবাদে সামিল হন ।

দিল্লি, 14 জুন: NRS-এ জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য-রাজনীতি । তার আঁচ পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে । ডাক্তারদের হেনস্থার প্রতিবাদে দিল্লির AIIMS-র চিকিৎসকরাও । কর্মবিরতির সিদ্ধান্তে অনড় AIIMS-র চিকিৎসকরা । একই অবস্থা হায়দরাবাদের NIMS-র।

আজ সকাল থেকেই, রোগী ও তার পরিজনদের থিকথিকে ভিড় দেখতে পাওয়া যায় AIIMS-র বাইরে । কিন্তু চিকিৎসক অমিল । বহির্বিভাগ থেকে জরুরি বিভাগ সর্বত্রই একই অবস্থা । ডাক্তার দেখাতে এসে দিশেহারা রোগী ও তার পরিজন । রোগীর পরিজনদের দাবি, তাদের অন্যত্র যাওয়ার পরামর্শ দিয়েছেন AIIMS-র চিকিৎসকরা ।

এই সংক্রান্ত আরও খবর : দিল্লিতে হেলমেট পরে চিকিৎসা ডাক্তারদের, কাল দেশজুড়ে প্রতিবাদ

পাশাপাশি, একই ছবি ধরা পড়ল হায়দরাবাদের NIMS-এ । NRS-র ডাক্তারদের হেনস্থার ঘটনায় পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হলেন NIMS-র চিকিৎসকরা ।

জয়পুরের জয়পুরিয়া হাসপাতালে হাতে কালো ব্যাজ বেঁধে রোগীদের চিকিৎসা করছেন ।

রায়পুরের ড. ভীমরাও আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালেও প্রতিবাদে সামিল হন জুনিয়র ডাক্তাররা । তাঁদের মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ।

নাগপুরে মাথায় ব্যান্ডেজ বেঁধে প্রতিবাদ মিছিল করেন জুনিয়র ডাক্তাররা । সেভ দা সেভিয়ারস ও স্ট্যান্ড উইথ NRSMCH পোস্টার নিয়ে মিছিল করেন তারা।

ত্রিবান্দ্রমে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরাও NRS-এর ঘটনার প্রতিবাদে সামিল হন ।

Sambalpur (Odisha), Jun 11 (ANI): Unidentified miscreants allegedly beheaded a 53-year-old man while he was sleeping and fled with the served head in Odisha's Sambalpur. While speaking to ANI, Sanjeev Arora, Superintendent of Police said, "53-year-old man beheaded while asleep by unknown persons, last night. A beheaded body was found, further investigation is underway."
Last Updated : Jun 14, 2019, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.