অগ্নি 3 মিজ়াইল । ইন্টারমিডিয়েট রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র ভারতীয় রণসম্ভারের অন্যতম শক্তিধর স্তম্ভ । এই বিশেষ ধরনের ব্যালেস্টিক মিজ়াইলটি দ্বিস্তরীয় সলিড প্রপেল্যান্ট বিশিষ্ট । অগ্নি 1 বা অগ্নি 2-এর তুলনায় অগ্নি 3 আকারে অনেকটাই ছোটো ও প্রশস্ত । তবে শত্রুশিবিরের উপর আঘাত হানার ক্ষমতা আগের মিজ়াইলগুলির তুলনায় অনেক বেশি । অগ্নি 2 লম্বায় 20 মিটার । সেই তুলনায় অগ্নি 3 মিজ়াইলটি লম্বায় 16.7 মিটার । চওড়ায় আগেরগুলির তুলনায় অনেকটাই বেশি । ব্যাস 1.85 মিটার । ওজন 48 হাজার কেজি । অনেক দূর থেকেও শত্রুঘাটিতে জোরালো আঘাত হানতে সক্ষম এই অগ্নি 3 ।
অগ্নি 3 ক্ষেপণাস্ত্রটি মোটামুটি তিন হাজার কিলোমিটার থেকে তিন হাজার দু'শো কিলোমিটার রেঞ্জের মধ্যে অনায়াসে আঘাত হানতে পারে । বেশ কিছু ক্ষেত্রে এই মিজ়াইলের রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটার পর্যন্তও হয়েছে । অগ্নি 3-এর শক্তি এতটাই বেশি যে, এর সম্ভব্য সর্বোচ্চ রেঞ্জ ধরা হয় ছয় হাজার কিলোমিটার । অগ্নি 1 ও অগ্নি 2 -এর তুলনায়, এই ক্ষেপণাস্ত্রের মোটরগুলি অনেকটাই আধুনিক । পে লোডও তুলনামূলকভাবে কম । এতে রয়েছে ক্রোমিয়ামের আস্তারণ, যা এই মিজ়াইলের রেঞ্জ অনেকাংশেই বাড়িয়ে দেয় । প্রসঙ্গত, 2008 সালে ভারতীয় বিজ্ঞানীরা দাবি করেছিলেন, এই ক্রোমিয়াম আস্তারণ 4900 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে ক্ষেপণাস্ত্রের রেঞ্জ । ভারতীয় প্রতিরক্ষা শিবির সূত্রে 2008 সালে দাবি করা হয়েছিল, অগ্নি 3 দিল্লি থেকে চিনের সাংঘাই পর্যন্ত আঘাত হানতে সক্ষম ।
অগ্নি 3 এর সর্বাধিক পে লোড দু'হাজার কেজি । বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রায় 200-300 kT-র এই ফিউশন ওয়ারহেড একটি প্রাথমিক ওয়ারহেড । আবার অনেকের মতে, MIRV, অতি ক্ষমতাশালী বিস্ফোরক ও সাবমিউটিশন বহন করতে সক্ষম এই অগ্নি 3 । এই অগ্নি 3 মিজ়াইলে রয়েছে ইনফ্রারেড ছবি তোলার ক্ষমতা । পাশাপাশি ব়্যাডার টার্মিনাল খুঁজে বের করার জন্য অত্যাধুনিক যন্ত্রও রয়েছে এই মিজ়াইলে । নিশানায় আঘাত হানতেও অব্যর্থ অগ্নি 3 । অ্যাকুরেসি 40 মিটার CEP (সার্কুলার এরর প্রোবাবিলিটি) ।
মিজ়াইলের সর্বোচ্চ গতি 5-6 কিলোমিটার প্রতি ঘণ্টা । ফ্লাইট অলটিটিউড 450 কিলোমিটারেরও কম । 2014 সালে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক অগ্নি 3 মিজ়াইলকে সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ঘোষণা করে ।