ETV Bharat / bharat

শোপিয়ানে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিকেশ 2 জঙ্গি - army

আজ ভোরে শোপিয়ান জেলার মোলু-চিত্রগ্রাম অঞ্চলে তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ 2 জঙ্গি ।

নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ 2 জঙ্গি
author img

By

Published : Jun 3, 2019, 11:25 AM IST

শ্রীনগর, 3 জুন : জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 2 জঙ্গি । আজ ভোরে শোপিয়ান জেলার মোলু-চিত্রগ্রাম অঞ্চলে তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তাবাহিনীর । মৃতদের নাম ফিরদৌস আহমেদ ভাট ও সাজাদ আহমেদ বলে জানা গেছে । এক জঙ্গি পালিয়ে গেছে । মৃতদের বাড়ি কুলগামে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে শোপিয়ানের মোলু-চিত্রগ্রামে তল্লাশি চালায় সেনা । সেই সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেয় নিরাপত্তাবাহিনী । গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে নিহত হয় দুই জঙ্গি । মৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।

এখনও গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে । লুকিয়ে থাকা জঙ্গির খোঁজে এলাকায় তল্লাশি এখনও চলছে ।

শ্রীনগর, 3 জুন : জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 2 জঙ্গি । আজ ভোরে শোপিয়ান জেলার মোলু-চিত্রগ্রাম অঞ্চলে তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তাবাহিনীর । মৃতদের নাম ফিরদৌস আহমেদ ভাট ও সাজাদ আহমেদ বলে জানা গেছে । এক জঙ্গি পালিয়ে গেছে । মৃতদের বাড়ি কুলগামে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে শোপিয়ানের মোলু-চিত্রগ্রামে তল্লাশি চালায় সেনা । সেই সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেয় নিরাপত্তাবাহিনী । গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে নিহত হয় দুই জঙ্গি । মৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।

এখনও গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে । লুকিয়ে থাকা জঙ্গির খোঁজে এলাকায় তল্লাশি এখনও চলছে ।

New Delhi, June 02 (ANI): Reacting to the harassment caused to guests outside Indian High Commission in Islamabad, Defence Expert called the incident a frustration of Pakistan post the Balakot air strike, and said although Pakistan was advocating talks with India, such is the treatment being given to the guests at Indian High Commission. Pakistani officials on Saturday stopped and harassed guests, who were invited for an Iftar party hosted by the Indian High Commission in Islamabad.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.