শ্রীনগর, 3 জুন : জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 2 জঙ্গি । আজ ভোরে শোপিয়ান জেলার মোলু-চিত্রগ্রাম অঞ্চলে তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তাবাহিনীর । মৃতদের নাম ফিরদৌস আহমেদ ভাট ও সাজাদ আহমেদ বলে জানা গেছে । এক জঙ্গি পালিয়ে গেছে । মৃতদের বাড়ি কুলগামে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ।
গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে শোপিয়ানের মোলু-চিত্রগ্রামে তল্লাশি চালায় সেনা । সেই সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেয় নিরাপত্তাবাহিনী । গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে নিহত হয় দুই জঙ্গি । মৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।
এখনও গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে । লুকিয়ে থাকা জঙ্গির খোঁজে এলাকায় তল্লাশি এখনও চলছে ।