ETV Bharat / bharat

সন্ত্রাসবাদ আসলে ক্যানসার, যা প্যানডেমিকের মতো সকলকে প্রভাবিত করে : বিদেশমন্ত্রী - TERI

প্যানডেমিক যেভাবে গোটা মানব জাতিকে প্রভাবিত করেছে, ঠিক সেভাবেই সন্ত্রাসবাদও এমন এক ধরনের ক্যানসার যা সবাইকে প্রভাবিত করে । 'দা এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট (TERI)'-র এক ভাষণে বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

S Jaishankar
S Jaishankar
author img

By

Published : Aug 28, 2020, 3:03 PM IST

দিল্লি, 28 অগাস্ট : সন্ত্রাসবাদ একধরনের ক্যানসার । যা পুরো মানব জাতিকে প্রভাবিত করে । যেভাবে একটি প্যানডেমিক গোটা মানব জাতিকে প্রভাবিত করেছে, ঠিক সেভাবেই সন্ত্রাসবাদও এমন এক ধরনের ক্যানসার যা সবাইকে প্রভাবিত করে । 'দা এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট (TERI)'-র এক ভাষণে আজ একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

TERI-র ওই ভাষণে জয়শংকর বলেন, “সন্ত্রাসবাদ ও প্যানডেমিক নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া কেবল তখনই উদ্ভূত হয়েছে যখন কোনও নির্দিষ্ট ঘটনার দ্বারা পর্যাপ্ত বাধার সৃষ্টি হয়েছে ।” এ'বিষয়ে তাঁর সংযোজন, “যেসব দেশ সন্ত্রাসবাদীদের তৈরি করে তারাও নিজেদের সন্ত্রাসের শিকার হিসাবে চিত্রিত করার চেষ্টা করছে ।”

বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, "সন্ত্রাসবাদ ও যারা এটিকে সমর্থন ও সহায়তা দিচ্ছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।" সন্ত্রাসবাদ সমর্থনকারী কাঠামো নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিক সংস্থার প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি করা উচিত বলেও মনে করেন বিদেশমন্ত্রী ।

দিল্লি, 28 অগাস্ট : সন্ত্রাসবাদ একধরনের ক্যানসার । যা পুরো মানব জাতিকে প্রভাবিত করে । যেভাবে একটি প্যানডেমিক গোটা মানব জাতিকে প্রভাবিত করেছে, ঠিক সেভাবেই সন্ত্রাসবাদও এমন এক ধরনের ক্যানসার যা সবাইকে প্রভাবিত করে । 'দা এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট (TERI)'-র এক ভাষণে আজ একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

TERI-র ওই ভাষণে জয়শংকর বলেন, “সন্ত্রাসবাদ ও প্যানডেমিক নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া কেবল তখনই উদ্ভূত হয়েছে যখন কোনও নির্দিষ্ট ঘটনার দ্বারা পর্যাপ্ত বাধার সৃষ্টি হয়েছে ।” এ'বিষয়ে তাঁর সংযোজন, “যেসব দেশ সন্ত্রাসবাদীদের তৈরি করে তারাও নিজেদের সন্ত্রাসের শিকার হিসাবে চিত্রিত করার চেষ্টা করছে ।”

বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, "সন্ত্রাসবাদ ও যারা এটিকে সমর্থন ও সহায়তা দিচ্ছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।" সন্ত্রাসবাদ সমর্থনকারী কাঠামো নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিক সংস্থার প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি করা উচিত বলেও মনে করেন বিদেশমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.