ETV Bharat / bharat

কবে চিনা সেনাকে ভারত থেকে সরাবেন ? প্রধানমন্ত্রীকে প্রশ্ন রাহুলের

author img

By

Published : Oct 20, 2020, 5:32 PM IST

জাতির উদ্দেশে আজ সন্ধ্যা 6টায় বার্তা দেবেন প্রধানমন্ত্রী । তার আগেই প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেন রাহুল ।

rahul
rahul

দিল্লি, 20 অক্টোবর : জাতির উদ্দেশে বার্তা দেওয়ার আগেই বিরোধী প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী । চিন-ভারত দ্বন্দ্ব প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন রাহুল গান্ধি । কবে ভারতের ভূখণ্ড থেকে চিনা সেনাকে হটাতে পারবেন , প্রশ্ন তোলেন রাহুল । সেই নির্দিষ্ট তারিখ আজ বার্তায় জানানোর আর্জি জানান ।

রাহুল গান্ধি টুইটে লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী,কত তারিখের মধ্যে ভারতের ভূখণ্ড থেকে চিনা সেনাকে হটাতে পারবেন । আপনার সন্ধ্যা 6টার বার্তায় দয়া করে জানাবেন ।"

  • Dear PM,

    In your 6pm address, please tell the nation the date by which you will throw the Chinese out of Indian territory.

    Thank you.

    — Rahul Gandhi (@RahulGandhi) October 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রথমবার নয় । এর আগেও চিনের প্রসঙ্গ টেনে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন রাহুল । অভিযোগ করেছেন, চিনের সেনা ভারতীয় ভূখণ্ডে জোর করে প্রবেশ করেছে । কেন্দ্র সেই বিষয়ে স্বচ্ছ তথ্য দিচ্ছে না । কেন্দ্রের কাছে স্বচ্ছ তথ্য দেওয়ার আর্জি জানান তিনি ।

আজ সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী । নরেন্দ্র মোদি টুইট করে এই ঘোষণা করেন । লকডাউন জারির পর থেকে এই নিয়ে সপ্তমবার জাতির উদ্দেশে বার্তা দেবেন । উৎসবের মশরুমে কোনও বিধি-নিষেধ সম্পর্কিত বার্তা দিতে পারেন তিনি ।

দিল্লি, 20 অক্টোবর : জাতির উদ্দেশে বার্তা দেওয়ার আগেই বিরোধী প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী । চিন-ভারত দ্বন্দ্ব প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন রাহুল গান্ধি । কবে ভারতের ভূখণ্ড থেকে চিনা সেনাকে হটাতে পারবেন , প্রশ্ন তোলেন রাহুল । সেই নির্দিষ্ট তারিখ আজ বার্তায় জানানোর আর্জি জানান ।

রাহুল গান্ধি টুইটে লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী,কত তারিখের মধ্যে ভারতের ভূখণ্ড থেকে চিনা সেনাকে হটাতে পারবেন । আপনার সন্ধ্যা 6টার বার্তায় দয়া করে জানাবেন ।"

  • Dear PM,

    In your 6pm address, please tell the nation the date by which you will throw the Chinese out of Indian territory.

    Thank you.

    — Rahul Gandhi (@RahulGandhi) October 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রথমবার নয় । এর আগেও চিনের প্রসঙ্গ টেনে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন রাহুল । অভিযোগ করেছেন, চিনের সেনা ভারতীয় ভূখণ্ডে জোর করে প্রবেশ করেছে । কেন্দ্র সেই বিষয়ে স্বচ্ছ তথ্য দিচ্ছে না । কেন্দ্রের কাছে স্বচ্ছ তথ্য দেওয়ার আর্জি জানান তিনি ।

আজ সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী । নরেন্দ্র মোদি টুইট করে এই ঘোষণা করেন । লকডাউন জারির পর থেকে এই নিয়ে সপ্তমবার জাতির উদ্দেশে বার্তা দেবেন । উৎসবের মশরুমে কোনও বিধি-নিষেধ সম্পর্কিত বার্তা দিতে পারেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.