ETV Bharat / bharat

হায়দরাবাদে এনকাউন্টারে মৃত চার অভিযুক্তর দেহ সংরক্ষণের নির্দেশ আদালতের

গতকাল পুলিশের গুলিতে মৃত্যু হয় মহম্মদ আরিফ (26) , জল্লু শিবা (20), জল্লু নবীন (20), চেন্নাকেশাভুলুর (20) ৷ চার অভিযুক্তের মৃতদেহ ঘটনাস্থান থেকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ৷ তেলাঙ্গানা হাইকোর্টের নির্দেশ ময়নাতদন্তের সময়ে করা ভিডিয়ো শনিবার সন্ধ্যার মধ্যে জমা করতে হবে ৷

men
men
author img

By

Published : Dec 7, 2019, 10:52 AM IST

হায়দরাবাদ , 6 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় চার অভিযুক্তের মৃতদেহ সোমবার রাত 8টা পর্যন্ত সংরক্ষণের নির্দেশ দিল তেলাঙ্গানা হাইকোর্ট ৷ শুক্রবার গণধর্ষণ ও খুনের মামলায় জরুরি ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ আদালতের নির্দেশে দেহগুলির ময়নাতদন্ত ও অটোপসির ভিডিয়ো রেকর্ড করতে হবে ৷ সোমবার সকাল 10টা 30 মিনিটে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে ৷

গতকাল পুলিশের গুলিতে মৃত্যু হয় গণধর্ষণ ও খুনে অভিযুক্ত মহম্মদ আরিফ (26) , জল্লু শিবা (20), জল্লু নবীন (20) ও চেন্নাকেশাভুলুর (20) ৷ চার অভিযুক্তের মৃতদেহ ঘটনাস্থান থেকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ৷ ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ডিং শনিবার সন্ধ্যার মধ্যে আদালতে জমা দিতে হবে ৷ আদালতের নির্দেশে , 'মেহবুবনগর জেলার বিচারক ভিডিয়োটি পুলিশের কাছ থেকে নিয়ে তা তেলাঙ্গানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালের কাছে পৌঁছে দেবেন শনিবার সন্ধ্যার মধ্যে ৷ '

গতকাল শেষ রাতে 44 নম্বর জাতীয় সড়কের পাশে ধর্ষণ ও খুনের ঘটনার পুনর্নির্মাণ করতে চার অভিযুক্তকে নিয়ে গিয়েছিল পুলিশ ৷ গোটা এলাকা তখন কুয়াশায় মোড়া ৷ সেই সুযোগে পালানোর চেষ্টা করে ওই চারজন ৷ খেতের মধ্যে দিয়ে তারা পালাতে থাকে ৷ পুলিশ তাদের প্রথমে থামতে বলে ৷ তারপর শূন্যে গুলি চালায় ৷ কিন্তু অভিযুক্তরা কথা শোনেনি । তারপরই চূড়ান্ত পদক্ষেপ করে পুলিশ ৷ এনকাউন্টারে চারজনেরই মৃত্যু হয় ৷

হায়দরাবাদ , 6 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় চার অভিযুক্তের মৃতদেহ সোমবার রাত 8টা পর্যন্ত সংরক্ষণের নির্দেশ দিল তেলাঙ্গানা হাইকোর্ট ৷ শুক্রবার গণধর্ষণ ও খুনের মামলায় জরুরি ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ আদালতের নির্দেশে দেহগুলির ময়নাতদন্ত ও অটোপসির ভিডিয়ো রেকর্ড করতে হবে ৷ সোমবার সকাল 10টা 30 মিনিটে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে ৷

গতকাল পুলিশের গুলিতে মৃত্যু হয় গণধর্ষণ ও খুনে অভিযুক্ত মহম্মদ আরিফ (26) , জল্লু শিবা (20), জল্লু নবীন (20) ও চেন্নাকেশাভুলুর (20) ৷ চার অভিযুক্তের মৃতদেহ ঘটনাস্থান থেকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ৷ ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ডিং শনিবার সন্ধ্যার মধ্যে আদালতে জমা দিতে হবে ৷ আদালতের নির্দেশে , 'মেহবুবনগর জেলার বিচারক ভিডিয়োটি পুলিশের কাছ থেকে নিয়ে তা তেলাঙ্গানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালের কাছে পৌঁছে দেবেন শনিবার সন্ধ্যার মধ্যে ৷ '

গতকাল শেষ রাতে 44 নম্বর জাতীয় সড়কের পাশে ধর্ষণ ও খুনের ঘটনার পুনর্নির্মাণ করতে চার অভিযুক্তকে নিয়ে গিয়েছিল পুলিশ ৷ গোটা এলাকা তখন কুয়াশায় মোড়া ৷ সেই সুযোগে পালানোর চেষ্টা করে ওই চারজন ৷ খেতের মধ্যে দিয়ে তারা পালাতে থাকে ৷ পুলিশ তাদের প্রথমে থামতে বলে ৷ তারপর শূন্যে গুলি চালায় ৷ কিন্তু অভিযুক্তরা কথা শোনেনি । তারপরই চূড়ান্ত পদক্ষেপ করে পুলিশ ৷ এনকাউন্টারে চারজনেরই মৃত্যু হয় ৷

New Delhi, Dec 07 (ANI): The rape case victim who was set ablaze in Uttar Pradesh's Unnao was declared dead at 11:40 pm due to cardiac arrest in the national capital on December 06. She was airlifted to Safdarjung Hospital on December 05. While speaking to ANI, the HOD (burns and plastic) in Safdarjung Hospital, Dr Shalabh Kumar said, "She suffered cardiac arrest at 11:10 pm and we tried to resuscitate her, but she could not survive and at 11:40 pm she died."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.