লখনউ, 15 ডিসেম্বর : সারা দেশে উত্তাল হয়েছে একের এক ধর্ষণের ঘটনায় ৷ উন্নাওয়ে ধর্ষিতাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় শিউরে উঠেছেন সবাই ৷ প্রশ্ন উঠেছে বারবার, উত্তরপ্রদেশের নিরাপত্তা নিয়ে ৷ ফের একই ঘটনার পুনরাবৃত্তি যোগী আদিত্যনাথের রাজ্যে ৷ এবার 18 বছরের এক যুবতিকে ধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল ৷ অভিযুক্ত তার দূর সম্পর্কের আত্মীয় ৷ উত্তরপ্রদেশের ফতেহপুরের ঘটনা ৷ নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক ৷ কানপুরের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে ৷ হাসপাতাল সূত্রে খবর, শরীরের 90 শতাংশ পুড়ে গেছে ৷
হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের ওই যুবতি বলেন, " আমি যখন বাড়িতে একা ছিলাম, আমায় ধর্ষণ করা হয়েছে এবং গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ৷ " লালা লাজপত রাই হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক অনুরাগ রাজোরিয়া বলেন, "নির্যাতিতাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৷ তাঁকে মিনি অপারেশন থিয়েটারে রাখা হয়েছে ৷ অবস্থা স্থিতিশীল হলে তাঁকে বার্ন ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে ৷ "
নির্যাতিতার বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ৷ প্রয়াগরাজ জ়োনের অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল সুজিত পাণ্ডে বলেন, "গ্রামে পঞ্চায়েতের সালিশি সভা বসেছিল ৷ তাঁর পরিবারের সদস্যরা ও অভিযুক্তের বাড়ির লোক সেখানে উপস্থিত ছিলেন ৷ দু'জনের সম্পর্ক তৈরি হওয়ায় বিয়ের কথাও হয়েছিল বলে মনে করা হচ্ছে ৷ সেখানে নির্যাতিতা ও অভিযুক্তও উপস্থিত ছিলেন ৷ ছিলেন গ্রামের অন্যান্যরাও ৷ "
গত কয়েক বছরে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তর প্রদেশের উন্নাওয়ের নাম একাধিকবার খবরের শিরোনামে এসেছে । দেশে অপরাধের হারও সব থেকে বেশি যোগী আদিত্যনাথের রাজ্যেই । উন্নাওয়ে গণধর্ষণের দু'টি ঘটনায় দেশজুড়ে সরব হয়েছে নাগরিক সমাজ । দুটি ক্ষেত্রেই মামলা চলাকালীন নির্যাতিতার উপর হামলা হয়েছে । একটি ক্ষেত্রে নির্যাতিতার গায়ে আগুন দেয় দুষ্কৃতীরা । পরে হাসপাতালে তার মৃত্যু হয় ।