মুম্বই(মহারাষ্ট্র), 17 নভেম্বর : রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শহিদ জওয়ান ঋষিকেশ জোন্ধালে এবং ভূষণ সাতাইয়ের । কাশ্মীরে পাকিস্তান সেনার হামলায় শহিদ হন তাঁরা ।
13 নভেম্বর কাশ্মীরের গুরেজ় সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনা । যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও । গুলির লড়াইয়ে মহারাষ্ট্রের দুই জওয়ান শহিদ হন ।
ঋষিকেশ জোন্ধাল কোলাপুরের আরজার বাসিন্দা । কোলাপুরের বাহিরেওয়াড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । রবিবার সকালে তাঁর দেহ কোলাপুরে আনা হয় । সেখানে তাঁর মরদেহ নিয়ে শোভাযাত্রা করার সময় স্লোগান ওঠে, ঋষিকেশ জোন্ধালে অমর রহে, ভারতমাতা কী জয় ।
এদিকে শহিদ জওয়ান ভূষণ সাতাইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানেরও আয়োজন করা হয় তাঁর গ্রামে । তাঁর মরদেহ রবিবার রাতে নাগপুরের কাটোলে আনা হয় । রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ সহ অন্যরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন ।