নবসারি, 8 নভেম্বর : গুজরাতে নাবালিকা ও এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তান্ত্রিক সহ মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ । দক্ষিণ গুজরাতের নবসারি জেলার ঘটনা । গত সপ্তাহে নির্যাতিতা নাবালিকা ও কিশোরীর বাবা গনদেবী থানায় অভিযোগ দায়ের করেন । তারপর তিন নভেম্বর গনদেবী এলাকা থেকে বিষ্ণু নায়েক(তান্ত্রিক) এবং তার দুই সহায়ককে গ্রেপ্তার করে পুলিশ ।
পুলিশ জানিয়েছে, কয়েকমাস আসে ব্যক্তিগত কাজে মহারাষ্ট্রের নানদুরবার জেলায় যান নির্যাতিতাদের বাবা । সেখানেই একটি বাড়িতে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় তাঁর । অভিযুক্তরা ভূত তাড়ানোর নামে ওই ব্যক্তির দুই মেয়েকে তাঁদের আস্থানায় নিয়ে যেতে বলেন। এই কাজের জন্য 50 হাজার টাকাও নেয় অভিযুক্ত তান্ত্রিক । তান্ত্রিকের কথা মতো নিজের দুই মেয়েকে সেখানে রেখে আসেন ওই ব্যক্তি। অভিযোগ, সেই সময় বিভিন্ন অজুহাতে একাধিকবার ওই দুই মেয়েকে ধর্ষণ করে তান্ত্রিক ।
বিষয়টি সামনে আসে ওই ঘটনার দুই মাস পর । পরিবারের লোকেরা বুঝতে পারেন দুই মেয়ে গর্ভবতী। গনদেবী থানায় তান্ত্রিক ও তার দুই সহকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতাদের বাবা। অভিযোগের প্রেক্ষিতে মহারাষ্ট্রের নানুদুরবারে অভিযান চালায় গুজরাত পুলিশ । গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের।POCSO আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।