ETV Bharat / bharat

শেষযাত্রায় সুষমা - সুষমা স্বরাজ

প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 6, 2019, 11:22 PM IST

Updated : Aug 7, 2019, 3:08 PM IST

দিল্লি, 6 অগাস্ট : প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । বয়স হয়েছিল 67 বছর । হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ।

দিল্লির AIIMS- এর জরুরি বিভাগে প্রথমে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় ৷ খবর পেয়েই হাসপাতালে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন, নীতিন গড়কড়ি, পীযূষ গয়াল ও প্রহ্লাদ জোশী ৷

ramnath
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শ্রদ্ধা জানাচ্ছেন

BJP-র কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানান, শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বাসভবনেই রাখা হবে তাঁর মৃতদেহ ৷ এরপর বেলা 12টা নাগাদ নিয়ে যাওয়া হবে দলের সদর দপ্তরে ৷ সেখান থেকে বিকেল 3টে নাগাদ নিয়ে যাওয়া হবে লোধি রোড শ্মশানঘাটে ৷ সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

Sushma swaraj
সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানাতে ভিড়

বেশ কয়েক মাস ধরেই শরীরটা ভালো ছিল না সুষমা স্বরাজের । অংশ নেননি লোকসভা নির্বাচনেও । কিন্তু, আগের মতোই সক্রিয় ছিলেন সোশাল মিডিয়ায় ৷ গতকাল মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই টুইট করতে দেখা যায় তাঁকে ৷

Sushma
হাসপাতালে শায়িত সুষমা স্বরাজের মৃতদেহ

সকাল থেকে সুষমা স্বরাজের মৃতদেহকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিশিষ্টজনরা ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানান ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, যোগগুরু রামদেব, তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, BSP নেত্রী মায়াবতী, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি, BJP সাংসদ হেমা মালিনীসহ আরও অনেকে শ্রদ্ধা জানান প্রাক্তন বিদেশমন্ত্রীকে ৷

Sonia gandhi
শ্রদ্ধা জানাচ্ছেন সোনিয়া গান্ধি

পূর্ব নির্ধারিত সূচি মেনে 12টার পর সুষমা স্বরাজের মরদেহ নিয়ে আসা হয় BJP-র সদর দপ্তরে ৷ মরদেহ দলীয় পতাকায় ঢেকে দেওয়া হয় ৷ একে একে শ্রদ্ধা জানান BJP নেতা, কর্মী ও সমর্থকরা ৷ তিনটে পাঁচ মিনিট নাগাদ দলের সদর দপ্তর থেকে সুষমা স্বরাজের মৃতদেহ তোলা হয় ৷ শ্মশানের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ ৷

দিল্লি, 6 অগাস্ট : প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । বয়স হয়েছিল 67 বছর । হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ।

দিল্লির AIIMS- এর জরুরি বিভাগে প্রথমে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় ৷ খবর পেয়েই হাসপাতালে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন, নীতিন গড়কড়ি, পীযূষ গয়াল ও প্রহ্লাদ জোশী ৷

ramnath
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শ্রদ্ধা জানাচ্ছেন

BJP-র কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানান, শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বাসভবনেই রাখা হবে তাঁর মৃতদেহ ৷ এরপর বেলা 12টা নাগাদ নিয়ে যাওয়া হবে দলের সদর দপ্তরে ৷ সেখান থেকে বিকেল 3টে নাগাদ নিয়ে যাওয়া হবে লোধি রোড শ্মশানঘাটে ৷ সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

Sushma swaraj
সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানাতে ভিড়

বেশ কয়েক মাস ধরেই শরীরটা ভালো ছিল না সুষমা স্বরাজের । অংশ নেননি লোকসভা নির্বাচনেও । কিন্তু, আগের মতোই সক্রিয় ছিলেন সোশাল মিডিয়ায় ৷ গতকাল মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই টুইট করতে দেখা যায় তাঁকে ৷

Sushma
হাসপাতালে শায়িত সুষমা স্বরাজের মৃতদেহ

সকাল থেকে সুষমা স্বরাজের মৃতদেহকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিশিষ্টজনরা ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানান ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, যোগগুরু রামদেব, তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, BSP নেত্রী মায়াবতী, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি, BJP সাংসদ হেমা মালিনীসহ আরও অনেকে শ্রদ্ধা জানান প্রাক্তন বিদেশমন্ত্রীকে ৷

Sonia gandhi
শ্রদ্ধা জানাচ্ছেন সোনিয়া গান্ধি

পূর্ব নির্ধারিত সূচি মেনে 12টার পর সুষমা স্বরাজের মরদেহ নিয়ে আসা হয় BJP-র সদর দপ্তরে ৷ মরদেহ দলীয় পতাকায় ঢেকে দেওয়া হয় ৷ একে একে শ্রদ্ধা জানান BJP নেতা, কর্মী ও সমর্থকরা ৷ তিনটে পাঁচ মিনিট নাগাদ দলের সদর দপ্তর থেকে সুষমা স্বরাজের মৃতদেহ তোলা হয় ৷ শ্মশানের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ ৷

Gilgit Baltistan, 06 AUGUST, 2019:- These people who recently took to the streets of Gilgit are demanding their share of compensation which they have been denied since 1949 by successive governments of Pakistan. The government has not been able to provide compensation for the land, property, and resources that were acquired in the name of the development, decades ago. Protesters say that their ancestors became homeless overnight after the acquisition drive was started by Pakistan in the aftermath of its illegal occupation of the territory. The people who were unaware of ill-intent of Islamabad supported the decision and vacated their homes voluntarily and inflicted pain and suffering upon themselves. However, Pakistan which never considered them its own did not pay them even the market price of the land.

Last Updated : Aug 7, 2019, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.