ETV Bharat / bharat

রক্ষাকবচ তুলল সুপ্রিম কোর্ট, সাতদিন সময় রাজীবকে - kolkata police commissioner

সাতদিনের বিশেষ সুবিধা পাচ্ছেন রাজীব । এই সাতদিন তাঁকে গ্রেপ্তার করতে পারবে না CBI । জানাল সুপ্রিম কোর্ট ।

রাজীব কুমার
author img

By

Published : May 17, 2019, 11:07 AM IST

Updated : May 17, 2019, 12:13 PM IST

দিল্লি, 17 মে : শীর্ষ আদালতের রায়ে ধাক্কা খেলেন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার । আজ রাজীব কুমারকে গ্রেপ্তারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট । মামলা সংক্রান্ত শুনানিতে শীর্ষ আদালত জানায়, প্রাক্তন এই পুলিশকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে CBI । তবে আইনি পরামর্শের জন্য রাজীব কুমার সাতদিন সময় পাবেন । অর্থাৎ, এই সাতদিন বিশেষ সুবিধা পাচ্ছেন তিনি । আজকের নির্দেশের পর 7 দিনের মধ্যে অন্তবর্তীকালীন জামিনের আবেদন করতে পারবেন রাজীব কুমার ।

শীর্ষ আদালতের কাছে কলকাতার প্রাক্তন নগরপালকে গ্রেপ্তার করে CBI নিজেদের হেপাজতে নিয়ে জেরা করার আবেদন করে । CBI আদালতকে জানায়, চিটফান্ড-কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন রাজীব । এমনকী, সারদা মামলার তদন্তের প্রমাণ নষ্ট করার ক্ষেত্রে নিজের প্রভাব খাটিয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার । রাজীবকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই চিটফান্ড তদন্তের সমস্ত তথ্য পাওয়া যেতে পারে বলে আদালতে জানান CBI আধিকারিকরা ।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হলেও আজকের মামলার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জীব খান্না ।

গত বুধবার নির্বাচন কমিশন রাজীব কুমারকে CID (ADG) পদ থেকে অপসারণ করেছে । গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেয় কমিশন । সেই অনুযায়ী, গতকাল সকালে দিল্লি পৌঁছে স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে রিপোর্ট জমা করেছেন রাজীব ।

গত 5 ফেব্রুয়ারি সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে গ্রেপ্তারির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল শীর্ষ আদালত ।

দিল্লি, 17 মে : শীর্ষ আদালতের রায়ে ধাক্কা খেলেন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার । আজ রাজীব কুমারকে গ্রেপ্তারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট । মামলা সংক্রান্ত শুনানিতে শীর্ষ আদালত জানায়, প্রাক্তন এই পুলিশকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে CBI । তবে আইনি পরামর্শের জন্য রাজীব কুমার সাতদিন সময় পাবেন । অর্থাৎ, এই সাতদিন বিশেষ সুবিধা পাচ্ছেন তিনি । আজকের নির্দেশের পর 7 দিনের মধ্যে অন্তবর্তীকালীন জামিনের আবেদন করতে পারবেন রাজীব কুমার ।

শীর্ষ আদালতের কাছে কলকাতার প্রাক্তন নগরপালকে গ্রেপ্তার করে CBI নিজেদের হেপাজতে নিয়ে জেরা করার আবেদন করে । CBI আদালতকে জানায়, চিটফান্ড-কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন রাজীব । এমনকী, সারদা মামলার তদন্তের প্রমাণ নষ্ট করার ক্ষেত্রে নিজের প্রভাব খাটিয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার । রাজীবকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই চিটফান্ড তদন্তের সমস্ত তথ্য পাওয়া যেতে পারে বলে আদালতে জানান CBI আধিকারিকরা ।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হলেও আজকের মামলার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জীব খান্না ।

গত বুধবার নির্বাচন কমিশন রাজীব কুমারকে CID (ADG) পদ থেকে অপসারণ করেছে । গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেয় কমিশন । সেই অনুযায়ী, গতকাল সকালে দিল্লি পৌঁছে স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে রিপোর্ট জমা করেছেন রাজীব ।

গত 5 ফেব্রুয়ারি সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে গ্রেপ্তারির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল শীর্ষ আদালত ।

Chandigarh, May 17 (ANI): Amid the Lok Sabha election, while addressing a press conference in Chandigarh on Thursday, Punjab Tourism Minister and Congress leader Navjot Singh Sidhu spoke on his wife Navjot Kaur Sidhu's claimed that she was denied ticket due to Punjab Chief Minister (CM) Captain Amarinder Singh and the CM rejected her claims. Sidhu said, "My wife has the courage and the moral authority that she would never lie."
Last Updated : May 17, 2019, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.