ETV Bharat / bharat

ভোডাফোনের 2500 কোটি টাকা মেটানোর প্রস্তাব খারিজ সুপ্রিম কোর্টের - টেলেনর

বকেয়া মেটাতে ব্যর্থ হওয়ায় শুক্রবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে আজ বকেয়া অর্থের মধ্যে 2500 কোটি টাকা মিটিয়ে দেবে বলে জানিয়েছিল ভোডাফোন আইডিয়া ৷ আজ সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দেয় ৷

Supreme Court refuses to accept Vodafone's proposal
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Feb 17, 2020, 5:46 PM IST

দিল্লি, 17 ফেব্রুয়ারি : ভোডাফোন আইডিয়া ও এয়ারটেলের মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিজেদের বকেয়া অর্থ মেটাতে ব্যর্থ হওয়ার পরও নেওয়া হয়নি কোনও পদক্ষেপ ৷ এই ঘটনায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হতে হয় কেন্দ্র ও টেলিকম সংস্থাগুলিকে ৷ কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে ভোডাফোন আইডিয়া আজকের মধ্যে 2500 কোটি টাকা জমা দেবে বলে জানিয়েছিল ৷ সেই প্রস্তাব আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷

বকেয়া না মেটানোর দায়ে কঠোর সাজা এড়াতে আইনজীবী মুকুল রোহতগি বেসরকারি টেলিকম সংস্থাগুলির সপক্ষে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যে আজ বকেয়া 2500 কোটি টাকা ও শুক্রবারের মধ্যে বাকি 1000 কোটি টাকা মিটিয়ে দেবে ওই সংস্থা ৷ তিনি বলেন, ভোডাফোন আইডিয়ার তরফ থেকে সরকারের কাছে জমা দেওয়া ব্যাঙ্ক গ্যারান্টিও যেন আটকানো না হয় ।

তবে টেলিকম সংস্থার এই আবেদন বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে গঠিত বেঞ্চ আজ তা খারিজ করে দেয় ৷

গত বছর 24 অক্টোবর সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে লাইসেন্স ফি এবং স্পেকট্রাম চার্জের মতো বিধিবদ্ধ বকেয়া গণনার জন্য নন-টেলিকম রাজস্বকে AGR-এর অন্তর্ভুক্ত করা উচিত । ডিপার্টমেন্ট অব টেলিকমের তরফ থেকে হিসাব করে দেখা হয়, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও অন্যান্য টেলিকম সংস্থাগুলির সুদ ও জরিমানা যোগ করে মোট বকেয়া অর্থের পরিমাণ 1.47 লাখ কোটি টাকা ৷ নন-টেলিকম সংস্থাগুলি, যারা লাইসেন্স নিয়েছিল তাদের বাকি রয়েছে 2.65 লাখ কোটি টাকা ৷

2020-র 23 জানুয়ারি বকেয়া টাকা মেটানোর শেষ তারিখ ছিল ৷ কিন্তু টেলিকম সংস্থাগুলি সেই প্রাপ্য না মেটানোর পরও টেলিকম দপ্তরের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ শুক্রবার এই ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট কেন্দ্র ও টেলিকম বিভাগকে প্রশ্ন করে যে দেশে আদৌই কি আইন বলে আর কিছু বাকি নেই? পাশাপাশি, টেলিকম বিভাগের আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়, বকেয়া টাকা না মেটানো সত্ত্বেও কেন এখনও পর্যন্ত টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

সুপ্রিম কোর্টের চাপের মুখে পড়ে আজ ভারতী এয়ারটেলও জানায়, তাঁরা 10,000 কোটি টাকা টেলিকম বিভাগকে পরিশোধ করে দিয়েছে ৷ বাকি টাকা কম্পানির স্ব-মূল্যায়নের পর চুকিয়ে দেওয়া হবে ৷ কম্পানির প্রধান সুনীল মিত্তল বলেন, ‘‘ভারতী এয়ারটেল, ভারতী হেক্সাকম এবং টেলেনরের তরফ থেকে এই টাকা মিটিয়ে দেওয়া হয়েছে ৷’’

বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে গঠিত বেঞ্চের আরও দুই সদস্য বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি এম আর শাহ বলেন, কস্পানিগুলি আদালতের নির্দেশ অমান্য করেছে ৷ তারা যেন আগামী শুনানি অর্থাৎ 17 মার্চের আগে বকেয়া টাকা মিটিয়ে দেয় ৷

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আদেশের অমান্য করা হলে DOT-র (ডিপার্টমেন্ট অব টেলিকম ) ডেস্ক অফিসার এবং টেলিকম সংস্থাগুলির শীর্ষ কর্তারা 17 মার্চ যেন ব্যক্তিগতভাবে উপস্থিত থাকেন ।

দিল্লি, 17 ফেব্রুয়ারি : ভোডাফোন আইডিয়া ও এয়ারটেলের মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিজেদের বকেয়া অর্থ মেটাতে ব্যর্থ হওয়ার পরও নেওয়া হয়নি কোনও পদক্ষেপ ৷ এই ঘটনায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হতে হয় কেন্দ্র ও টেলিকম সংস্থাগুলিকে ৷ কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে ভোডাফোন আইডিয়া আজকের মধ্যে 2500 কোটি টাকা জমা দেবে বলে জানিয়েছিল ৷ সেই প্রস্তাব আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷

বকেয়া না মেটানোর দায়ে কঠোর সাজা এড়াতে আইনজীবী মুকুল রোহতগি বেসরকারি টেলিকম সংস্থাগুলির সপক্ষে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যে আজ বকেয়া 2500 কোটি টাকা ও শুক্রবারের মধ্যে বাকি 1000 কোটি টাকা মিটিয়ে দেবে ওই সংস্থা ৷ তিনি বলেন, ভোডাফোন আইডিয়ার তরফ থেকে সরকারের কাছে জমা দেওয়া ব্যাঙ্ক গ্যারান্টিও যেন আটকানো না হয় ।

তবে টেলিকম সংস্থার এই আবেদন বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে গঠিত বেঞ্চ আজ তা খারিজ করে দেয় ৷

গত বছর 24 অক্টোবর সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে লাইসেন্স ফি এবং স্পেকট্রাম চার্জের মতো বিধিবদ্ধ বকেয়া গণনার জন্য নন-টেলিকম রাজস্বকে AGR-এর অন্তর্ভুক্ত করা উচিত । ডিপার্টমেন্ট অব টেলিকমের তরফ থেকে হিসাব করে দেখা হয়, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও অন্যান্য টেলিকম সংস্থাগুলির সুদ ও জরিমানা যোগ করে মোট বকেয়া অর্থের পরিমাণ 1.47 লাখ কোটি টাকা ৷ নন-টেলিকম সংস্থাগুলি, যারা লাইসেন্স নিয়েছিল তাদের বাকি রয়েছে 2.65 লাখ কোটি টাকা ৷

2020-র 23 জানুয়ারি বকেয়া টাকা মেটানোর শেষ তারিখ ছিল ৷ কিন্তু টেলিকম সংস্থাগুলি সেই প্রাপ্য না মেটানোর পরও টেলিকম দপ্তরের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ শুক্রবার এই ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট কেন্দ্র ও টেলিকম বিভাগকে প্রশ্ন করে যে দেশে আদৌই কি আইন বলে আর কিছু বাকি নেই? পাশাপাশি, টেলিকম বিভাগের আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়, বকেয়া টাকা না মেটানো সত্ত্বেও কেন এখনও পর্যন্ত টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

সুপ্রিম কোর্টের চাপের মুখে পড়ে আজ ভারতী এয়ারটেলও জানায়, তাঁরা 10,000 কোটি টাকা টেলিকম বিভাগকে পরিশোধ করে দিয়েছে ৷ বাকি টাকা কম্পানির স্ব-মূল্যায়নের পর চুকিয়ে দেওয়া হবে ৷ কম্পানির প্রধান সুনীল মিত্তল বলেন, ‘‘ভারতী এয়ারটেল, ভারতী হেক্সাকম এবং টেলেনরের তরফ থেকে এই টাকা মিটিয়ে দেওয়া হয়েছে ৷’’

বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে গঠিত বেঞ্চের আরও দুই সদস্য বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি এম আর শাহ বলেন, কস্পানিগুলি আদালতের নির্দেশ অমান্য করেছে ৷ তারা যেন আগামী শুনানি অর্থাৎ 17 মার্চের আগে বকেয়া টাকা মিটিয়ে দেয় ৷

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আদেশের অমান্য করা হলে DOT-র (ডিপার্টমেন্ট অব টেলিকম ) ডেস্ক অফিসার এবং টেলিকম সংস্থাগুলির শীর্ষ কর্তারা 17 মার্চ যেন ব্যক্তিগতভাবে উপস্থিত থাকেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.