দিল্লি, 1 জুলাই : আদালত অবমাননা মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট । BJP যুব মোর্চা নেত্রী প্রিয়াঙ্কা শর্মার ভাইয়ের করা এক মামলার প্রেক্ষিতে এই নোটিশ জারি করল শীর্ষ আদালত ।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মিম তাঁর ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছিলেন । যার জেরে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ ।
সেই গ্রেপ্তারির প্রতিবাদে প্রিয়াঙ্কার আইনজীবী শীর্ষ আদালতের দ্বারস্থ হন । তারপর প্রিয়াঙ্কাকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত । কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও প্রিয়াঙ্কাকে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হয়নি । কেন সেই নির্দেশ মানা হয়নি তা জানতে চেয়ে আজ শীর্ষ আদালতের তরফে রাজ্যকে নোটিশ পাঠানো হয়েছে । চার সপ্তাহের মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে রাজ্যকে ।