ETV Bharat / bharat

"পরিস্থিতি আরও খারাপ হতে পারে", 4 রাজ্যের কোরোনা রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের - supreme court has sought covid 19 status report

ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ এখন থেকে প্রস্তুতি না নিলে ডিসেম্বরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ৷ তাই দিল্লি, মহারাষ্ট্র, অসম এবং গুজরাত এই রাজ্যের কোরোনা রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট ৷

supreme Court
সুপ্রিম কোর্ট ফাইল ছবি
author img

By

Published : Nov 23, 2020, 12:17 PM IST

দিল্লি, 23 নভেম্বর : সংক্রমণের সংখ্যা বাড়ছে ৷ তাই দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র এবং অসম- এই চার রাজ্যের কোরোনা পরিস্থিতি জানতে চেয়ে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট ৷ আগামী 2 দিনের মধ্যে শীর্ষ আদালতকে রাজ্যের কোরোনা পরিস্থিতি বিস্তারিতভাবে জানাতে হবে ৷

"আমরা শুনেছি এই মাসে কোরোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে ৷ আমরা স্ট্যাটাস রিপোর্ট জানতে চেয়েছি ৷ ডিসেম্বরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি না রাজ্যগুলি এখন থেকেই প্রস্তুতি নেয় ৷" এমনটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে ৷

দিল্লিতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 5.23 লাখ ৷ মৃত্যু হয়েছে 8,391 জনের ৷ গুজরাতে মোট আক্রান্ত হয়েছেন 1.95 লাখ ৷ মৃত্যু হয়েছে 3,859 জনের ৷ মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 17, 74, 455 জন ৷ মৃত্যু হয়েছে 46,623 জনের ৷ অসমে মোট আক্রান্তের সংখ্যা 2,11,427 জন ৷ মৃত্যু হয়েছে 973 জনের ৷

দিল্লি, 23 নভেম্বর : সংক্রমণের সংখ্যা বাড়ছে ৷ তাই দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র এবং অসম- এই চার রাজ্যের কোরোনা পরিস্থিতি জানতে চেয়ে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট ৷ আগামী 2 দিনের মধ্যে শীর্ষ আদালতকে রাজ্যের কোরোনা পরিস্থিতি বিস্তারিতভাবে জানাতে হবে ৷

"আমরা শুনেছি এই মাসে কোরোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে ৷ আমরা স্ট্যাটাস রিপোর্ট জানতে চেয়েছি ৷ ডিসেম্বরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি না রাজ্যগুলি এখন থেকেই প্রস্তুতি নেয় ৷" এমনটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে ৷

দিল্লিতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 5.23 লাখ ৷ মৃত্যু হয়েছে 8,391 জনের ৷ গুজরাতে মোট আক্রান্ত হয়েছেন 1.95 লাখ ৷ মৃত্যু হয়েছে 3,859 জনের ৷ মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 17, 74, 455 জন ৷ মৃত্যু হয়েছে 46,623 জনের ৷ অসমে মোট আক্রান্তের সংখ্যা 2,11,427 জন ৷ মৃত্যু হয়েছে 973 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.