ETV Bharat / bharat

সুনিশ্চিত হোক মদের হোম ডেলিভারি, রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের - Liquor shop in India

বেশিরভাগ মদের দোকানেই হেলায় অবহেলা করা হয়েছে সামাজিক দূরত্ব । মুখে মাস্ক ছাড়ই দিব্যি মদের দোকানে গিয়ে লাইন দিচ্ছেন ক্রেতারা । এই পরিস্থিতি চলতে থাকলে দেশে কোরোনা সংক্রমণ আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ ।

Home Delivery of Liquor
ছবি
author img

By

Published : May 8, 2020, 3:12 PM IST

Updated : May 8, 2020, 3:24 PM IST

দিল্লি, 8 মে : লকডাউন আংশিক শিথিল হওয়ার পর থেকেই মদের দোকানের বাইরে লম্বা ভিড় । উপচে পড়া ভিড় পানীয় প্রেমীদের । দেশের প্রায় সব প্রান্তেই একই ছবি । এই পরিস্থিতিতে সব রাজ্যগুলিকে মদের হোম ডেলিভারি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।

লকডাউন শিথিল হওয়ার পর থেকেই দেশজুড়ে সামনে এসেছিল চরম বিশৃঙ্খলার ছবি । বেশিরভাগ মদের দোকানেই হেলায় অবহেলা করা হয়েছে সামাজিক দূরত্ব । মুখে মাস্ক ছাড়ই দিব্যি মদের দোকানে গিয়ে লাইন দিচ্ছেন ক্রেতারা । এই পরিস্থিতি চলতে থাকলে দেশে কোরোনা সংক্রমণ আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ ।

দীর্ঘদিনের লকডাউনে বন্ধ থাকার পর মদের দোকান খুলতেই পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় ভিড় সামলাতে । লকডাউন শিথিল হওয়ার পর প্রথম দিনেই 45 কোটি টাকার মদ বিক্রি হয় কর্নাটকে । দ্বিতীয় দিনে বিক্রি হয় 197 কোটি টাকার মদ । এই ছবি দেখা গেছে দেশের সর্বত্রই । এই পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ রুখতে মদের হোম ডেলিভারির ব্যবস্থা নিশ্চিত করাটা অত্যাবশ্যক ছিল বলেই মনে করছেন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ ।

দিল্লি, 8 মে : লকডাউন আংশিক শিথিল হওয়ার পর থেকেই মদের দোকানের বাইরে লম্বা ভিড় । উপচে পড়া ভিড় পানীয় প্রেমীদের । দেশের প্রায় সব প্রান্তেই একই ছবি । এই পরিস্থিতিতে সব রাজ্যগুলিকে মদের হোম ডেলিভারি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।

লকডাউন শিথিল হওয়ার পর থেকেই দেশজুড়ে সামনে এসেছিল চরম বিশৃঙ্খলার ছবি । বেশিরভাগ মদের দোকানেই হেলায় অবহেলা করা হয়েছে সামাজিক দূরত্ব । মুখে মাস্ক ছাড়ই দিব্যি মদের দোকানে গিয়ে লাইন দিচ্ছেন ক্রেতারা । এই পরিস্থিতি চলতে থাকলে দেশে কোরোনা সংক্রমণ আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ ।

দীর্ঘদিনের লকডাউনে বন্ধ থাকার পর মদের দোকান খুলতেই পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় ভিড় সামলাতে । লকডাউন শিথিল হওয়ার পর প্রথম দিনেই 45 কোটি টাকার মদ বিক্রি হয় কর্নাটকে । দ্বিতীয় দিনে বিক্রি হয় 197 কোটি টাকার মদ । এই ছবি দেখা গেছে দেশের সর্বত্রই । এই পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ রুখতে মদের হোম ডেলিভারির ব্যবস্থা নিশ্চিত করাটা অত্যাবশ্যক ছিল বলেই মনে করছেন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ ।

Last Updated : May 8, 2020, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.