ETV Bharat / bharat

ক্লাসরুম ভরতি EVM-এ, বাইরে বসেই চলছে পড়াশোনা

ক্লাসরুমে রয়েছে VVPAT, EVM । বারান্দায় বসে পড়াশোনা করছে স্কুলের ছাত্র-ছাত্রীরা । লুধিয়ানার এক সরকারি স্কুলের ঘটনা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 11, 2019, 11:27 PM IST

Updated : Jul 11, 2019, 11:52 PM IST

পঞ্জাব, 11 জুলাই : স্কুলের বেশিরভাগ ক্লাসরুমেই রয়েছে VVPAT, EVM । নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশও । তাই পড়াশোনা চলছে বারান্দায় । রোদের মধ্যে মাটিতে বসেই পড়াশোনা করছে ছাত্র-ছাত্রীরা । লুধিয়ানার একটি সরকারি স্কুলের ঘটনা ।

স্কুল কর্তৃপক্ষের কাছেও এই সমস্যার কোনও সমাধান নেই । ভোটের সময় ছুটি ছিল স্কুল । তাই তখন কোনও সমস্যা হয়নি । ছুটির পর স্কুল খুললে দেখা যায়, বেশিরভাগ ক্লাসরুমই বন্ধ রয়েছে । এখন ছাত্র-ছাত্রীদের বসার জায়গাটুকুও নেই । এই বিষয়ে, স্কুলের প্রধান শিক্ষিকা আরাধনা নন্দা বলেন, "বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগের আধিকারিকদের জানিয়েছিলাম । মে মাস থেকেই এগুলি এখানে রয়েছে। 8 জুলাইয়ের মধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে বলা হয়েছিল । কিন্তু এখনও কিছুই হয়নি ।"

image
তালাবন্ধ ক্লাসরুম

পঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক ড.এস করুণা রাজু বলেন, "নির্বাচন হওয়ার পর প্রায় 45 দিন পর্যন্ত EVM-কে কড়া নিরাপত্তায় রাখা হয় । জেলা প্রশাসনই এর দেখভাল করেন । এখন দেখার যে, কোনও ব্যক্তি নির্বাচন নিয়ে হাইকোর্টে মামলা করেছেন না কি । এই সব কিছু খতিয়ে দেখার পরই ওখান থেকে EVM-গুলি সরানো সম্ভব । তবে, আগামী দু'-তিন দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে ।"

পঞ্জাব, 11 জুলাই : স্কুলের বেশিরভাগ ক্লাসরুমেই রয়েছে VVPAT, EVM । নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশও । তাই পড়াশোনা চলছে বারান্দায় । রোদের মধ্যে মাটিতে বসেই পড়াশোনা করছে ছাত্র-ছাত্রীরা । লুধিয়ানার একটি সরকারি স্কুলের ঘটনা ।

স্কুল কর্তৃপক্ষের কাছেও এই সমস্যার কোনও সমাধান নেই । ভোটের সময় ছুটি ছিল স্কুল । তাই তখন কোনও সমস্যা হয়নি । ছুটির পর স্কুল খুললে দেখা যায়, বেশিরভাগ ক্লাসরুমই বন্ধ রয়েছে । এখন ছাত্র-ছাত্রীদের বসার জায়গাটুকুও নেই । এই বিষয়ে, স্কুলের প্রধান শিক্ষিকা আরাধনা নন্দা বলেন, "বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগের আধিকারিকদের জানিয়েছিলাম । মে মাস থেকেই এগুলি এখানে রয়েছে। 8 জুলাইয়ের মধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে বলা হয়েছিল । কিন্তু এখনও কিছুই হয়নি ।"

image
তালাবন্ধ ক্লাসরুম

পঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক ড.এস করুণা রাজু বলেন, "নির্বাচন হওয়ার পর প্রায় 45 দিন পর্যন্ত EVM-কে কড়া নিরাপত্তায় রাখা হয় । জেলা প্রশাসনই এর দেখভাল করেন । এখন দেখার যে, কোনও ব্যক্তি নির্বাচন নিয়ে হাইকোর্টে মামলা করেছেন না কি । এই সব কিছু খতিয়ে দেখার পরই ওখান থেকে EVM-গুলি সরানো সম্ভব । তবে, আগামী দু'-তিন দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে ।"

New Delhi, Jul 11 (ANI): 10 Congress MLAs from Goa joined Bharatiya Janata Party (BJP) today in presence of BJP Working President JP Nadda. Goa Chief Minister Pramod Sawant was also present on the occasion.
Last Updated : Jul 11, 2019, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.