ETV Bharat / bharat

JEE-NEET দিতে চান পড়ুয়ারা, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করেন, প্রচুর সংখ্যক অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে । সেই থেকে এই প্রমাণিত হয়, পড়ুয়ারা JEE-NEET দিতে চান ।

author img

By

Published : Aug 28, 2020, 8:18 AM IST

pokhriyal
ফাইল ছবি

দিল্লি, 28 অগাস্ট : ইতিমধ্যেই মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার 17 লাখের উপর অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে । পড়ুয়ারা চান, যে কোনও মূল্যে পরীক্ষা হোক । JEE-NEET নিয়ে বিতর্কের মাঝে এই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ।

কেন্দ্রের তরফে JEE ও NEET-এর দিন ঘোষণার পরই শুরু হয়েছে তরজা । পক্ষে ও বিপক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা । এই প্যানডেমিকে পরীক্ষা হলে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠবে, এই অভিযোগও উঠেছে । সোনিয়া গান্ধি ও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এনিয়ে বৈঠকও করেছিলেন । পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ, পঞ্জাব সহ একাধিক রাজ্য ।

এরই মাঝে পোখরিয়াল দাবি করেন, প্রচুর সংখ্যক অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে । তা থেকে এটাই প্রমাণিত হয় যে পড়ুয়ারা পরীক্ষা দিতে চান ।

তিনি বলেন, "ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমায় জানিয়েছে 7 লাখের উপর পরীক্ষার্থী ইতিমধ্যেই JEE-মেইনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন । NEET-এর অ্যাডমিট ডাউনলোড করেছেন 10 লাখের বেশি পরীক্ষার্থী । তা থেকে এটাই প্রমাণিত হয় যে পরীক্ষার্থীরা চান যে কোনও মূল্যে পরীক্ষা হোক ।"

তাঁর সংযোজন, "আমরা অনেক শিক্ষার্থী এবং অভিভাবকদের থেকে ই-মেইল পেয়েছি । তাঁরা পরীক্ষার পক্ষেই মত দিয়েছেন । অনেকেই দু'তিন বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন ।"

13 সেপ্টেম্বর NEET-এর দিন নির্ধারণ করা হয়েছে । JEE-মেইনের দিন নির্ধারণ করা হয়েছে সেপ্টেম্বরের 1 থেকে 6 তারিখ পর্যন্ত । 8.58 লাখ পরীক্ষার্থী JEE-মেইনের জন্য রেজিস্টার করেছেন । 15.97 লাখ পরীক্ষার্থী NEET-এর জন্য নাম নথিভুক্ত করেছেন ।

দিল্লি, 28 অগাস্ট : ইতিমধ্যেই মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার 17 লাখের উপর অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে । পড়ুয়ারা চান, যে কোনও মূল্যে পরীক্ষা হোক । JEE-NEET নিয়ে বিতর্কের মাঝে এই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ।

কেন্দ্রের তরফে JEE ও NEET-এর দিন ঘোষণার পরই শুরু হয়েছে তরজা । পক্ষে ও বিপক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা । এই প্যানডেমিকে পরীক্ষা হলে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠবে, এই অভিযোগও উঠেছে । সোনিয়া গান্ধি ও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এনিয়ে বৈঠকও করেছিলেন । পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ, পঞ্জাব সহ একাধিক রাজ্য ।

এরই মাঝে পোখরিয়াল দাবি করেন, প্রচুর সংখ্যক অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে । তা থেকে এটাই প্রমাণিত হয় যে পড়ুয়ারা পরীক্ষা দিতে চান ।

তিনি বলেন, "ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমায় জানিয়েছে 7 লাখের উপর পরীক্ষার্থী ইতিমধ্যেই JEE-মেইনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন । NEET-এর অ্যাডমিট ডাউনলোড করেছেন 10 লাখের বেশি পরীক্ষার্থী । তা থেকে এটাই প্রমাণিত হয় যে পরীক্ষার্থীরা চান যে কোনও মূল্যে পরীক্ষা হোক ।"

তাঁর সংযোজন, "আমরা অনেক শিক্ষার্থী এবং অভিভাবকদের থেকে ই-মেইল পেয়েছি । তাঁরা পরীক্ষার পক্ষেই মত দিয়েছেন । অনেকেই দু'তিন বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন ।"

13 সেপ্টেম্বর NEET-এর দিন নির্ধারণ করা হয়েছে । JEE-মেইনের দিন নির্ধারণ করা হয়েছে সেপ্টেম্বরের 1 থেকে 6 তারিখ পর্যন্ত । 8.58 লাখ পরীক্ষার্থী JEE-মেইনের জন্য রেজিস্টার করেছেন । 15.97 লাখ পরীক্ষার্থী NEET-এর জন্য নাম নথিভুক্ত করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.