ETV Bharat / bharat

অনন্তনাগে বিক্ষোভকারীদের পাথরের আঘাতে মৃত্যু ট্রাকচালকের - Accused Arrested

বিক্ষোভকারীদের পাথরের আঘাতে মৃত্যু হল এক ট্রাকচালকের । জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, মৃত ট্রাকচালকের নাম নুর মহম্মদ । বয়স 42 ।

অনন্তনাগে বিক্ষোভকারীদের পাথরের আঘাতে মৃত্যু ট্রাকচালকের
author img

By

Published : Aug 26, 2019, 1:31 PM IST

অনন্তনাগ, 26 অগাস্ট : দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় বিক্ষোভকারীদের পাথরের আঘাতে মৃত্যু হল এক ট্রাকচালকের । জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, মৃত ট্রাকচালকের নাম নুর মহম্মদ । বয়স 42 । কাশ্মীরের জ়রাদিপোরা এলাকার বাসিন্দা সে । অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় কাজ সেরে ট্রাকে করে বাড়ি ফিরছিল নুর । নিরাপত্তারক্ষীদের ট্রাক ভেবে তাতে পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা । একটি পাথর ট্রাকের সামনের কাচ ভেঙে নুরের মাথায় লাগে । জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।

পুলিশ জানায় কয়েকদিন আগে এরকমই একটি বিক্ষিপ্ত ঘটনায় বিক্ষোভকারীদের পাথরের আঘাতে গুরুতর জখম হয় এক কিশোরী ।

এদিকে 307 ধারা প্রত্যাহারের পর 21 দিন কেটে গেছে ৷ কিন্তু, এখনও থমথমে দক্ষিণ কাশ্মীরের অন্ততনাগ ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷ শ্রীনগর সহ কাশ্মীরের বিভিন্ন স্থানে গতিবিধি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হলেও অনন্তনাগে হাতেগোনা কিছু লোককে রাস্তায় দেখা যাচ্ছে ৷ মাঝে মধ্যে চোখে পড়ছে কয়েকটি গাড়ি ৷ এরই মধ্যে নজরদারি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী ৷

অনন্তনাগ, 26 অগাস্ট : দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় বিক্ষোভকারীদের পাথরের আঘাতে মৃত্যু হল এক ট্রাকচালকের । জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, মৃত ট্রাকচালকের নাম নুর মহম্মদ । বয়স 42 । কাশ্মীরের জ়রাদিপোরা এলাকার বাসিন্দা সে । অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় কাজ সেরে ট্রাকে করে বাড়ি ফিরছিল নুর । নিরাপত্তারক্ষীদের ট্রাক ভেবে তাতে পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা । একটি পাথর ট্রাকের সামনের কাচ ভেঙে নুরের মাথায় লাগে । জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।

পুলিশ জানায় কয়েকদিন আগে এরকমই একটি বিক্ষিপ্ত ঘটনায় বিক্ষোভকারীদের পাথরের আঘাতে গুরুতর জখম হয় এক কিশোরী ।

এদিকে 307 ধারা প্রত্যাহারের পর 21 দিন কেটে গেছে ৷ কিন্তু, এখনও থমথমে দক্ষিণ কাশ্মীরের অন্ততনাগ ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷ শ্রীনগর সহ কাশ্মীরের বিভিন্ন স্থানে গতিবিধি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হলেও অনন্তনাগে হাতেগোনা কিছু লোককে রাস্তায় দেখা যাচ্ছে ৷ মাঝে মধ্যে চোখে পড়ছে কয়েকটি গাড়ি ৷ এরই মধ্যে নজরদারি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী ৷

New Delhi, Aug 25 (ANI): Jammu and Kashmir Governor Satya Pal Malik arrived in Delhi to pay last respects to former finance minister Arun Jaitley. Speaking on the reports of crisis in Jammu and Kashmir, he said, "There is no shortage of essential commodities and medicines in Kashmir, in fact, we delivered meat, vegetables and eggs to people's houses on Eid. Your opinion will change in 10-15 days." He further added, "In all the crises that happened in Kashmir in the past, at least 50 people used to die in the first week itself. Our attitude is such that there should be no loss of human lives. 10 din telephone nahi honge, nahi honge, lekin hum bahut jaldi sab wapas kar denge."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.