ETV Bharat / bharat

নমাজের ভিড় সরাতে গেলে পুলিশকে ইট-পাথর আলিগড়ে, গ্রেপ্তার 6 - লখনউ

উত্তরপ্রদেশের আলিগড়ে নমাজের জমায়েত ছত্রভঙ্গ করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ । পুলিশ কর্মীদের লক্ষ্য করে ছোড়া হয় ইট । জখম হন কয়েকজন পুলিশকর্মী । গ্রেপ্তার হয় 6 জনকে ।

Aligarh
আলিগড়
author img

By

Published : Apr 3, 2020, 12:23 PM IST

লখনউ, 3 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে বার বার বাড়িতে থাকার আবেদন জানাচ্ছে প্রশাসন । দেশজুড়ে চলছে লকডাউন । কিন্তু উত্তরপ্রদেশের আলিগড়ে লকডাউন অমান্য করেই নমাজ পড়তে জড়ো হয় অনেকে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । কিন্তু জমায়েত সরাতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হয় তারা । পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে জনতা । জখম একাধিক পুলিশ কর্মী । ঘটনায় গ্রেপ্তার হয়েছে 6 জন।

লকডাউনের জেরে যে কোনও জমায়েত এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু গতকাল আলিগড়ের রঘুবীরপুরির থানা দেবী এলাকায় নমাজ় পড়তে এসে ভিড় জমায় মানুষজন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । প্রথমে বোঝানোর চেষ্টা করা হয় । বাড়ি ফিরে যেতে বলা হয় । কিন্তু তাতে কোনও লাভ হয়নি । উলটে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে । অভিযোগ, এরপরই উত্তেজিত কয়েকজন পুলিশকর্মীদের উপর চড়াও হয় । পুলিশকে লক্ষ্য করে ইট-পাথরও ছুড়তে থাকে তারা । জখম হন কয়েকজন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আরও পুলিশ পৌঁছায় এলাকায় । গ্রেপ্তার করা হয় 6 জনকে । তাঁদের বিরুদ্ধে বান্না দেবী থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

দেখুন ঘটনাস্থানের ভিডিয়ো

ইতিমধ্যে দিল্লির নিজ়ামউদ্দিন এলাকায় একটি মসজিদে তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়ে কোরোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে অনেকের । আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু । ঘটনায় আতঙ্কে পুরো দেশ । এই পরিস্থিতিতে জনতার এই অপরিণামদর্শী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । লকডাউনের শুরুর দিন থেকে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি মোকাবিলায় পথে নেমেছে পুলিশ । কোথাও খাবার বিলি করছে তারা , তো কোথাও গলিতে গলিতে গিয়ে সচেতনতার বার্তা প্রচার করছে । নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যখন পরিস্থিতির মোকাবিলা করছে পুলিশ, সেখানে সাধারণ মানুষের এই ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।

লখনউ, 3 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে বার বার বাড়িতে থাকার আবেদন জানাচ্ছে প্রশাসন । দেশজুড়ে চলছে লকডাউন । কিন্তু উত্তরপ্রদেশের আলিগড়ে লকডাউন অমান্য করেই নমাজ পড়তে জড়ো হয় অনেকে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । কিন্তু জমায়েত সরাতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হয় তারা । পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে জনতা । জখম একাধিক পুলিশ কর্মী । ঘটনায় গ্রেপ্তার হয়েছে 6 জন।

লকডাউনের জেরে যে কোনও জমায়েত এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু গতকাল আলিগড়ের রঘুবীরপুরির থানা দেবী এলাকায় নমাজ় পড়তে এসে ভিড় জমায় মানুষজন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । প্রথমে বোঝানোর চেষ্টা করা হয় । বাড়ি ফিরে যেতে বলা হয় । কিন্তু তাতে কোনও লাভ হয়নি । উলটে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে । অভিযোগ, এরপরই উত্তেজিত কয়েকজন পুলিশকর্মীদের উপর চড়াও হয় । পুলিশকে লক্ষ্য করে ইট-পাথরও ছুড়তে থাকে তারা । জখম হন কয়েকজন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আরও পুলিশ পৌঁছায় এলাকায় । গ্রেপ্তার করা হয় 6 জনকে । তাঁদের বিরুদ্ধে বান্না দেবী থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

দেখুন ঘটনাস্থানের ভিডিয়ো

ইতিমধ্যে দিল্লির নিজ়ামউদ্দিন এলাকায় একটি মসজিদে তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়ে কোরোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে অনেকের । আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু । ঘটনায় আতঙ্কে পুরো দেশ । এই পরিস্থিতিতে জনতার এই অপরিণামদর্শী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । লকডাউনের শুরুর দিন থেকে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি মোকাবিলায় পথে নেমেছে পুলিশ । কোথাও খাবার বিলি করছে তারা , তো কোথাও গলিতে গলিতে গিয়ে সচেতনতার বার্তা প্রচার করছে । নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যখন পরিস্থিতির মোকাবিলা করছে পুলিশ, সেখানে সাধারণ মানুষের এই ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.