ETV Bharat / bharat

"এই দিনটার প্রতীক্ষাতেই ছিলাম", মৃত্যুর আগে টুইট সুষমার - narendra modi

মৃত্যুর প্রায় তিন ঘণ্টা আগেও টুইটারে সক্রিয় ছিলেন তিনি ৷ 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করার কিছুক্ষণ পরই শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম
author img

By

Published : Aug 7, 2019, 12:07 AM IST

Updated : Aug 7, 2019, 1:12 PM IST

দিল্লি, 6 অগাস্ট : সন্ধ্যা 7টা 23 মিনিট ৷ মৃত্যুর প্রায় তিন ঘণ্টা আগেও টুইটারে সক্রিয় ছিলেন তিনি ৷ 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইটে লেখেন, "এই দিনটার প্রতীক্ষাতেই ছিলাম ৷"

টুইটে তিনি লেখেন, "ধন্যবাদ প্রধামন্ত্রী । অনেক ধন্যবাদ । এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম ৷" এই টুইটের পরই পরিবারের সদস্যদের বুকে ব্যথা অনুভবের কথা জানান তিনি । আর এর কিছুক্ষণ পরই লোকসভা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

গতকাল রাজ্যসভায় 370 ধারা প্রত্যাহারের নির্দেশনামা পড়ে শোনান কেন্দ্রীয় স্বররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এই পদক্ষেপকে সমর্থন করে গতকালই সুষমা স্বরাজ বলেছিলেন, "একটি সাহসী ও ঐতিহাসিক সিদ্ধান্ত । আমাদের মহান অখণ্ড ভারতকে প্রণাম ।"

কয়েকদিন আগে তিন তালাক বিল পাশের পরও প্রধামন্ত্রী ও সংসদের প্রত্যেক সদস্যকে অভিননন্দন জানান তিনি ৷

শরীর ভালো না থাকলেও সোশাল মিডিয়ায় তিনি সবসময়ই সক্রিয় ছিলেন ৷ রাজনীতি সহ একাধিক বিষয়ে টুইট করতে দেখে গেছে তাঁকে ৷ সংসদে করা আজম খানের মন্তব্যের যেমন সমালোচনা করেছেন তেমনই টুইট করেছেন কুলভূষণ যাদবের মামলা নিয়েও ৷

দিল্লি, 6 অগাস্ট : সন্ধ্যা 7টা 23 মিনিট ৷ মৃত্যুর প্রায় তিন ঘণ্টা আগেও টুইটারে সক্রিয় ছিলেন তিনি ৷ 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইটে লেখেন, "এই দিনটার প্রতীক্ষাতেই ছিলাম ৷"

টুইটে তিনি লেখেন, "ধন্যবাদ প্রধামন্ত্রী । অনেক ধন্যবাদ । এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম ৷" এই টুইটের পরই পরিবারের সদস্যদের বুকে ব্যথা অনুভবের কথা জানান তিনি । আর এর কিছুক্ষণ পরই লোকসভা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

গতকাল রাজ্যসভায় 370 ধারা প্রত্যাহারের নির্দেশনামা পড়ে শোনান কেন্দ্রীয় স্বররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এই পদক্ষেপকে সমর্থন করে গতকালই সুষমা স্বরাজ বলেছিলেন, "একটি সাহসী ও ঐতিহাসিক সিদ্ধান্ত । আমাদের মহান অখণ্ড ভারতকে প্রণাম ।"

কয়েকদিন আগে তিন তালাক বিল পাশের পরও প্রধামন্ত্রী ও সংসদের প্রত্যেক সদস্যকে অভিননন্দন জানান তিনি ৷

শরীর ভালো না থাকলেও সোশাল মিডিয়ায় তিনি সবসময়ই সক্রিয় ছিলেন ৷ রাজনীতি সহ একাধিক বিষয়ে টুইট করতে দেখে গেছে তাঁকে ৷ সংসদে করা আজম খানের মন্তব্যের যেমন সমালোচনা করেছেন তেমনই টুইট করেছেন কুলভূষণ যাদবের মামলা নিয়েও ৷

Jodhpur (Rajasthan), Aug 06 (ANI): A lady was brutally beaten up by a few men in Rajastha's Jodhpur today. She was beaten up after her cow entered in a nearby field for grazing. A case has been registered. Further investigation is underway.

Last Updated : Aug 7, 2019, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.