ETV Bharat / bharat

অফিসারকে খুন করে আত্মঘাতী SSB জওয়ান - এসএসবি জওয়ান

অফিসারকে সার্ভিস রাইফেল দিয়ে গুলি করলেন SSB জওয়ান ৷ ঘটনায় মৃত্যু হয় ওই অফিসারের ৷ পরে ওই রাইফেল দিয়েই আত্মঘাতী হন অভিযুক্ত SSB জওয়ানও ৷

Representative Image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 7, 2020, 7:22 AM IST

শ্রীনগর, 7 জুলাই : বচসার জেরে অফিসারকে সার্ভিস রাইফেল দিয়ে গুলি করলেন SSB জওয়ান ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ওই অফিসারের ৷ পরে ওই রাইফেল দিয়েই আত্মঘাতী হন অভিযুক্ত SSB জওয়ানও ৷ কাশ্মীরের কুলগাম জেলার ঘটনা ৷ মৃত অফিসারের নাম সন্দীপ কুমার ৷ আর আত্মঘাতী SSB জওয়ানের নাম হৈমন্ত শর্মা ৷

আত্মঘাতী ওই জওয়ান SSB-র 49 নম্বর ব্যাটেলিয়নের ৷ সম্প্রতি তিনি কুলগামের জেলা কোর্টের কাছে মোতায়েন ছিলেন ৷ গতকাল নিজেরই ব্যাটেলিয়নের ASI সন্দীপ কুমারের সঙ্গে তাঁর কোনও একটি বিষয় নিয়ে বিবাদ শুরু হয় ৷ চলে বচসা ৷ সেই সময়ই রাগের বশে নিজের সার্ভিস রাইফেল বের করে সন্দীপ কুমারকে লক্ষ্য করে গুলি চালান হৈমন্ত ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় সন্দীপের ৷

অন্যদিকে গুলির আওয়াজ শুনে যতক্ষণে অন্যান্য জওয়ানরা পৌঁছান ততক্ষণে একই রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মঘাতী হন হৈমন্তও ৷ পরে অন্যান্য জওয়ানরা ঘটনাস্থানে পৌঁছে দেখেন, দু'জনেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৷ তাঁরাই পুলিশকে খবর দেন ৷ পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

শ্রীনগর, 7 জুলাই : বচসার জেরে অফিসারকে সার্ভিস রাইফেল দিয়ে গুলি করলেন SSB জওয়ান ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ওই অফিসারের ৷ পরে ওই রাইফেল দিয়েই আত্মঘাতী হন অভিযুক্ত SSB জওয়ানও ৷ কাশ্মীরের কুলগাম জেলার ঘটনা ৷ মৃত অফিসারের নাম সন্দীপ কুমার ৷ আর আত্মঘাতী SSB জওয়ানের নাম হৈমন্ত শর্মা ৷

আত্মঘাতী ওই জওয়ান SSB-র 49 নম্বর ব্যাটেলিয়নের ৷ সম্প্রতি তিনি কুলগামের জেলা কোর্টের কাছে মোতায়েন ছিলেন ৷ গতকাল নিজেরই ব্যাটেলিয়নের ASI সন্দীপ কুমারের সঙ্গে তাঁর কোনও একটি বিষয় নিয়ে বিবাদ শুরু হয় ৷ চলে বচসা ৷ সেই সময়ই রাগের বশে নিজের সার্ভিস রাইফেল বের করে সন্দীপ কুমারকে লক্ষ্য করে গুলি চালান হৈমন্ত ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় সন্দীপের ৷

অন্যদিকে গুলির আওয়াজ শুনে যতক্ষণে অন্যান্য জওয়ানরা পৌঁছান ততক্ষণে একই রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মঘাতী হন হৈমন্তও ৷ পরে অন্যান্য জওয়ানরা ঘটনাস্থানে পৌঁছে দেখেন, দু'জনেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৷ তাঁরাই পুলিশকে খবর দেন ৷ পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.