ETV Bharat / bharat

মোদি-গোতাবায়া সাক্ষাৎ ঘিরে জল মাপছে দিল্লি

author img

By

Published : Nov 29, 2019, 3:48 PM IST

Updated : Nov 29, 2019, 4:29 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ সাক্ষাৎ করবেন । রাষ্ট্রপতি ভবনে তাঁকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হবে । প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ এরপর রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানাবেন । গতমাসে গোটাবায়া প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরেই তাঁকে টুইট বার্তায় অভিনন্দন জানান মোদি । সেই সময়েই তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী । গোতাবায়া সেই আমন্ত্রণ গ্রহণ করেন । দক্ষিণ এশিয়ার রাজনীতির ক্ষেত্রে ভারত-শ্রীলঙ্কার সম্পর্ক বিশেষ গুরুত্বপূর্ণ ।

Sri Lankan President to hold talks with PM Modi
মোদি-গোটাবায়া

দিল্লি, 29 নভেম্বর : আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ সাক্ষাৎ করবেন । রাষ্ট্রপতি ভবনে তাঁকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হবে । প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ এরপর রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানাবেন ।

গতমাসে গোটাবায়া প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরেই তাঁকে টুইট বার্তায় অভিনন্দন জানান মোদি । সেই সময়েই তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী । গোতাবায়া সেই আমন্ত্রণ গ্রহণ করেন । দক্ষিণ এশিয়ার রাজনীতির ক্ষেত্রে ভারত-শ্রীলঙ্কার সম্পর্ক বিশেষ গুরুত্বপূর্ণ ।

শ্রীলঙ্কার রাজনীতিতে ক্রমশ চিনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে । অর্থনৈতিক ভাবে সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কার অর্থনীতি এখন ক্রমশ চিনের দিকে তাকিয়ে । ভারতের দীর্ঘদিনের এই প্রতিবেশি কয়েকমাস আগে ভারতের সঙ্গে তাঁদের যৌথ সামরিক মহড়া বাতিল করে । চিনের সঙ্গে এই 'অতিমিত্রতা' ভারতের কাছে চিন্তার বিষয় । তাই গোতাবায়ার এই সফর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

শ্রীলঙ্কার LTTE-এর সঙ্গে লড়াইয়ের সময় গোতাবায়া রাজাপক্ষ প্রতিরক্ষা সচিব ছিলেন । বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দীর্ঘ 37 বছরের যুদ্ধ অবসানে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন । রাজনৈতিক মহলের মতে রাজাপক্ষ বংশের আবার ক্ষমতায় ফেরা ভারতের পক্ষে উদ্বেগের । কারণ গোতাবায়া রাজাপক্ষের দাদা মাহেন্দ্র রাজাপক্ষ চিনের প্রতি দুর্বল ।

দিল্লি, 29 নভেম্বর : আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ সাক্ষাৎ করবেন । রাষ্ট্রপতি ভবনে তাঁকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হবে । প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ এরপর রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানাবেন ।

গতমাসে গোটাবায়া প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরেই তাঁকে টুইট বার্তায় অভিনন্দন জানান মোদি । সেই সময়েই তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী । গোতাবায়া সেই আমন্ত্রণ গ্রহণ করেন । দক্ষিণ এশিয়ার রাজনীতির ক্ষেত্রে ভারত-শ্রীলঙ্কার সম্পর্ক বিশেষ গুরুত্বপূর্ণ ।

শ্রীলঙ্কার রাজনীতিতে ক্রমশ চিনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে । অর্থনৈতিক ভাবে সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কার অর্থনীতি এখন ক্রমশ চিনের দিকে তাকিয়ে । ভারতের দীর্ঘদিনের এই প্রতিবেশি কয়েকমাস আগে ভারতের সঙ্গে তাঁদের যৌথ সামরিক মহড়া বাতিল করে । চিনের সঙ্গে এই 'অতিমিত্রতা' ভারতের কাছে চিন্তার বিষয় । তাই গোতাবায়ার এই সফর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

শ্রীলঙ্কার LTTE-এর সঙ্গে লড়াইয়ের সময় গোতাবায়া রাজাপক্ষ প্রতিরক্ষা সচিব ছিলেন । বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দীর্ঘ 37 বছরের যুদ্ধ অবসানে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন । রাজনৈতিক মহলের মতে রাজাপক্ষ বংশের আবার ক্ষমতায় ফেরা ভারতের পক্ষে উদ্বেগের । কারণ গোতাবায়া রাজাপক্ষের দাদা মাহেন্দ্র রাজাপক্ষ চিনের প্রতি দুর্বল ।

New Delhi, Nov 29 (ANI): Newly elected President of Sri Lanka, Gotabaya Rajapaksa received a ceremonial welcome at Rashtrapati Bhavan on Nov 29. While speaking to mediapersons, President Gotabaya Rajapaksa said, "During my tenure as President, I want to take Sri Lanka-India relationship to a higher level. The two countries have a long standing friendship. We need to work together for economic development and security of our people".
Last Updated : Nov 29, 2019, 4:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.