জম্মু -কাশ্মীর, 14 অক্টোবর : AK 47 রাইফেল সহ এক স্পেশাল পুলিশ আফিসার নিখোঁজ । জম্মু-কাশ্মীরের বুদগাম জেলার ঘটনা । ক্যাম্প থেকেই ওই অফিসার নিখোঁজ হন বলে জানা গিয়েছে । সূত্রের খবর, তাঁর সঙ্গে তিনটি ম্যাগাজিন ছিল ।
জানা গিয়েছে, বুদগাম জেলার জেলার চাদুরা জেলার ক্যাম্পে ছিলেন তিনি । সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে জন । সূত্রের খবর, তাঁর সঙ্গে একটি AK- 47 ও তিনটি ম্যাগাজিন ছিল । এক পুলিশ আধিকারিক বলেন, " আমরা বিষয়টি দেখছি । নিখোঁজ অফিসারকে খোঁজার চেষ্টা শুরু করা হয়েছে । "
উল্লেখ্য, গত দু দিন আগে সশস্ত্র সীমা বল (SSB) এর কনস্টেবল নিখোঁজ হয়ে যান। জানা গিয়েছে, তাঁর নাম কনস্টেবল আলতাফ হুসেইন । বাড়ি জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলাতে। ওই কনস্টেবলের কাছে একটি ম্যাগাজিন ছিল বলে জানা গিয়েছে। এ বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, " চাদোরা পুলিশ স্টেশনে এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে । " নিখোঁজ কনস্টেবলের খোঁজে তল্লাশি চলছে বলেও জানান তিনি ।