ETV Bharat / bharat

বিমানবন্দরে চেক ইন করলে অতিরিক্ত টাকা নেবে স্পাইসজেট

বিমান মন্ত্রকের তরফে ওয়েব চেক-ইন আবশ্যিক করা হয়েছে । উড়ানের 48 ঘণ্টা আগে থেকে ওয়েব চেক-ইন করতে পারেন যাত্রীরা । তবে এবার স্পাইসজেটের যাত্রীরা বিমানবন্দরেও চেক-ইন করতে পারবেন । দিতে হবে 100 টাকা ।

SpiceJet
SpiceJet
author img

By

Published : Oct 28, 2020, 6:18 PM IST

দিল্লি, 28 অক্টোবর : বিমানবন্দরে চেক-ইন করলে অতিরিক্ত 100 টাকা চার্জ করবে স্পাইস জেট । আজ তাদের তরফে জানানো হয়, বর্তমানে ওয়েব চেক-ইন আবশ্যিক । তা না করলে বিমানবন্দরেও সেই সুবিধা পাওয়া যাবে ।

স্পাইস জেটের তরফে টুইটারে লেখা হয়, "ওয়েব চেক-ইন আবশ্যিক । আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে চেক-ইন করতে পারবেন । বিনামূল্যেই পাবেন বোর্ডিং পাস । উড়ানের এক ঘণ্টা আগে পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে । এবং এখন আপনারা বিমানবন্দরে এসেও চেক-ইন করতে পারেন । কিন্তু সেক্ষেত্রে প্রত্যেক যাত্রীর থেকে 100 টাকা নেওয়া হবে । "

লকডাউনের জেরে মার্চে বন্ধ হয় বিমান পরিষেবা । 25 মে আবার চালু হয় অন্তর্দেশীয় বিমান পরিষেবা । সেক্ষেত্রে বিমান মন্ত্রকের তরফে ওয়েব চেক-ইন আবশ্যিক করা হয় । উড়ানের 48 ঘণ্টা আগে থেকে ওয়েব চেক-ইন করতে পারেন যাত্রীরা ।

সম্প্রতি ইন্ডিগোর তরফেও একই পরিষেবা শুরু করা হয়েছে । সরকারি নির্দেশিকা অনুযায়ী ওয়েব চেক-ইন আবশ্যিক । কিন্তু বিমানবন্দরেও যাত্রীরা ওয়েব চেক-ইন করতে পারবেন । সেক্ষেত্রে 100 টাকা চার্জ করা হবে বলে জানায় ইন্ডিগো । 17 অক্টোবর থেকে এই পরিষেবা চালু হয়েছে ইন্ডিগোর ।

দিল্লি, 28 অক্টোবর : বিমানবন্দরে চেক-ইন করলে অতিরিক্ত 100 টাকা চার্জ করবে স্পাইস জেট । আজ তাদের তরফে জানানো হয়, বর্তমানে ওয়েব চেক-ইন আবশ্যিক । তা না করলে বিমানবন্দরেও সেই সুবিধা পাওয়া যাবে ।

স্পাইস জেটের তরফে টুইটারে লেখা হয়, "ওয়েব চেক-ইন আবশ্যিক । আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে চেক-ইন করতে পারবেন । বিনামূল্যেই পাবেন বোর্ডিং পাস । উড়ানের এক ঘণ্টা আগে পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে । এবং এখন আপনারা বিমানবন্দরে এসেও চেক-ইন করতে পারেন । কিন্তু সেক্ষেত্রে প্রত্যেক যাত্রীর থেকে 100 টাকা নেওয়া হবে । "

লকডাউনের জেরে মার্চে বন্ধ হয় বিমান পরিষেবা । 25 মে আবার চালু হয় অন্তর্দেশীয় বিমান পরিষেবা । সেক্ষেত্রে বিমান মন্ত্রকের তরফে ওয়েব চেক-ইন আবশ্যিক করা হয় । উড়ানের 48 ঘণ্টা আগে থেকে ওয়েব চেক-ইন করতে পারেন যাত্রীরা ।

সম্প্রতি ইন্ডিগোর তরফেও একই পরিষেবা শুরু করা হয়েছে । সরকারি নির্দেশিকা অনুযায়ী ওয়েব চেক-ইন আবশ্যিক । কিন্তু বিমানবন্দরেও যাত্রীরা ওয়েব চেক-ইন করতে পারবেন । সেক্ষেত্রে 100 টাকা চার্জ করা হবে বলে জানায় ইন্ডিগো । 17 অক্টোবর থেকে এই পরিষেবা চালু হয়েছে ইন্ডিগোর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.