ETV Bharat / bharat

কোরোনা সংকটেও কর্মী নিয়োগ ন্যাশনাল হাউজ়িং ব্যাঙ্কে - national-housing-bank

ন্যাশনাল হাউজ়িং ব্যাঙ্কে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হল । মোট 11টি আসনে আধিকারিক পদে কর্মী নিয়োগ করা হবে ।

চাকরির খবর
চাকরির খবর
author img

By

Published : Aug 13, 2020, 7:00 AM IST

বিভিন্ন পদে অফিসার লেভেলে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করল ন্যাশনাল হাউজ়িং ব্যাঙ্ক ।

ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার পদে মোট 11 জনকে নিয়োগ করা হবে । অনলাইনের মাধ্যমে ন্যাশনাল হাউজ়িং ব্যাঙ্কের ওয়েবসাইটে (www.nhb.org.in) গিয়ে আবেদন করতে হবে । এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল...

আসন সংখ্যা : মোট শূন্য আসন রয়েছে 11টি ।

শিক্ষাগত যোগ্যতা :

  • ডেপুটি জেনারেল ম্যানেজার পদের জন্য GARP বা PRMIA থেকে ফিনানশিয়াল রিক্স ম্যানেজমেন্টে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে । এই পদের জন্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পদের জন্য অর্থনীতি বা অপারেশন রিসার্চে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে । এই পদের জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • রিজিওনাল ম্যানেজার পদের জন্য ফিনানশিয়াল রিক্স ম্যানেজমেন্টে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে ।
  • এই পদের জন্য দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • ম্যানেজার পদের জন্য লাগবে চার্টার্ড অ্যাকাউন্ট বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে MBA ডিগ্রি ।
  • ম্যানেজার (ইকোনমি) পদের জন্য অর্থনীতিতে ডিগ্রি থাকতে হবে ।
  • ম্যানেজার (লিগাল) পদের জন্য LLB ডিগ্রি থাকতে হবে ।
  • ম্যানেজার (MIS) পদের জন্য স্টাটিসটিক্সে গ্রাজুয়েট হতে হবে ।
  • ম্যানেজার পদগুলির জন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • বিস্তারিত জানতে ন্যাশনাল হাউজ়িং ব্যাঙ্কের ওয়েবসাইটে (www.nhb.org.in) গিয়ে সরকারি বিজ্ঞপ্তিতে নজর রাখুন৷

আবেদনের প্রক্রিয়া :

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ন্যাশনাল হাউজ়িং ব্যাঙ্কের ওয়েবসাইটে (www.nhb.org.in) গিয়ে আবেদন জমা দিতে হবে । আবেদন জমা দেওয়ার শুরু হয়েছে 8 অগাস্ট, 2020 । অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে 28 অগাস্ট, 2020-র সন্ধে ৬টা পর্যন্ত । বিস্তারিত জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে ।

আবেদনের ফি :

এই পদের আবেদনের জন্য ফি লাগবে 600 টাকা । ক্রেডিট, ডেবিট বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে । বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন পত্র জমা দেওয়া শুরু হয়েছে : 05.08.2020

আবেদন পত্র জমা দেওয়া যাবে : 28.08.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।

বিভিন্ন পদে অফিসার লেভেলে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করল ন্যাশনাল হাউজ়িং ব্যাঙ্ক ।

ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার পদে মোট 11 জনকে নিয়োগ করা হবে । অনলাইনের মাধ্যমে ন্যাশনাল হাউজ়িং ব্যাঙ্কের ওয়েবসাইটে (www.nhb.org.in) গিয়ে আবেদন করতে হবে । এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল...

আসন সংখ্যা : মোট শূন্য আসন রয়েছে 11টি ।

শিক্ষাগত যোগ্যতা :

  • ডেপুটি জেনারেল ম্যানেজার পদের জন্য GARP বা PRMIA থেকে ফিনানশিয়াল রিক্স ম্যানেজমেন্টে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে । এই পদের জন্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পদের জন্য অর্থনীতি বা অপারেশন রিসার্চে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে । এই পদের জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • রিজিওনাল ম্যানেজার পদের জন্য ফিনানশিয়াল রিক্স ম্যানেজমেন্টে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে ।
  • এই পদের জন্য দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • ম্যানেজার পদের জন্য লাগবে চার্টার্ড অ্যাকাউন্ট বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে MBA ডিগ্রি ।
  • ম্যানেজার (ইকোনমি) পদের জন্য অর্থনীতিতে ডিগ্রি থাকতে হবে ।
  • ম্যানেজার (লিগাল) পদের জন্য LLB ডিগ্রি থাকতে হবে ।
  • ম্যানেজার (MIS) পদের জন্য স্টাটিসটিক্সে গ্রাজুয়েট হতে হবে ।
  • ম্যানেজার পদগুলির জন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • বিস্তারিত জানতে ন্যাশনাল হাউজ়িং ব্যাঙ্কের ওয়েবসাইটে (www.nhb.org.in) গিয়ে সরকারি বিজ্ঞপ্তিতে নজর রাখুন৷

আবেদনের প্রক্রিয়া :

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ন্যাশনাল হাউজ়িং ব্যাঙ্কের ওয়েবসাইটে (www.nhb.org.in) গিয়ে আবেদন জমা দিতে হবে । আবেদন জমা দেওয়ার শুরু হয়েছে 8 অগাস্ট, 2020 । অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে 28 অগাস্ট, 2020-র সন্ধে ৬টা পর্যন্ত । বিস্তারিত জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে ।

আবেদনের ফি :

এই পদের আবেদনের জন্য ফি লাগবে 600 টাকা । ক্রেডিট, ডেবিট বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে । বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন পত্র জমা দেওয়া শুরু হয়েছে : 05.08.2020

আবেদন পত্র জমা দেওয়া যাবে : 28.08.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.