ETV Bharat / bharat

পড়ুয়া-শ্রমিক-পর্যটকদের ফেরাতে 6 বিশেষ ট্রেন

author img

By

Published : May 1, 2020, 4:35 PM IST

Updated : May 1, 2020, 6:13 PM IST

special train
পড়ুয়া-শ্রমিক-পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন

16:28 May 01

আটকে পড়া মানুষদের নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করতে বিশেষ ট্রেন চালানো হবে ।

special train
পড়ুয়া-শ্রমিক-পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন

দিল্লি, 1 মে : পড়ুয়াদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ঘোষণা করল রেলমন্ত্রক । ট্রেন চলবে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্যও ৷ আজ বিশেষ ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রককে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । 

রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিক, পড়ুয়া ছাড়াও আটকে রয়েছেন অনেক পর্যটক । তাঁদের নিরাপদে নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করতে শ্রমিক স্পেশাল নামক ট্রেনটি চালানো হবে । 

যে যে স্টেশন থেকে ট্রেনগুলি ছাড়বে এবং যতদূর যাবে তাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে । সেগুলি হল-

1. লিঙ্গমপল্লি থেকে হাটিয়া

2. আলুবা থেকে ভুবনেশ্বর  

3. নাসিক থেকে লখনউ

4. নাসিক থেকে ভুপাল

5. জয়পুর থেকে পাটনা  

6. কোটা থেকে হাটিয়া 

16:28 May 01

আটকে পড়া মানুষদের নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করতে বিশেষ ট্রেন চালানো হবে ।

special train
পড়ুয়া-শ্রমিক-পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন

দিল্লি, 1 মে : পড়ুয়াদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ঘোষণা করল রেলমন্ত্রক । ট্রেন চলবে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্যও ৷ আজ বিশেষ ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রককে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । 

রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিক, পড়ুয়া ছাড়াও আটকে রয়েছেন অনেক পর্যটক । তাঁদের নিরাপদে নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করতে শ্রমিক স্পেশাল নামক ট্রেনটি চালানো হবে । 

যে যে স্টেশন থেকে ট্রেনগুলি ছাড়বে এবং যতদূর যাবে তাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে । সেগুলি হল-

1. লিঙ্গমপল্লি থেকে হাটিয়া

2. আলুবা থেকে ভুবনেশ্বর  

3. নাসিক থেকে লখনউ

4. নাসিক থেকে ভুপাল

5. জয়পুর থেকে পাটনা  

6. কোটা থেকে হাটিয়া 

Last Updated : May 1, 2020, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.