ETV Bharat / bharat

কর্নাটকে বাড়ছে জটিলতা, তিন বিক্ষুব্ধ বিধায়ককে বহিষ্কার স্পিকারের - BJP

তিন বিক্ষুব্ধ বিধায়ককে বহিষ্কার করলেন কর্নাটকের স্পিকার ৷ নাকি বিক্ষুব্ধ বিধায়কদের ভবিষ্যৎ নিয়ে এখনও প্রশ্নচিহ্ন ঝুলে রয়েছে ৷

স্পিকার
author img

By

Published : Jul 25, 2019, 9:38 PM IST

বেঙ্গালুরু, 25 জুলাই : কর্নাটকের তিন বিক্ষুব্ধ বিধায়ককে বহিষ্কার করলেন বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমার ৷ তাঁদের মধ্যে রমেশ জারকিহোলি ও মহেশ কুমারথাহাল্লি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন ৷ অন্যজন হলেন নির্দল বিধায়ক আর শংকর ৷ যিনি প্রথমে কংগ্রেস-জনতা দল (সেকুলার)-কে সমর্থন জানিয়েও পরে মত বদল করেন ৷

আজ সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে স্পিকার বলেন, "তিনজন বিধায়ককে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই ৷ প্রত্যেকে আমার ব্যবহার দেখছেন ৷ 31 জুলাইয়ের মধ্যে ফিনান্স বিল পাশ না হলে আর্থিক অচলাবস্থা তৈরি হতে পারে । এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তা দেখাই আমার কর্তব্য । সোমবার 29 তারিখ ৷ আমাকে দায়িত্ব ছাড়তে হবে ৷" কিন্তু, বাকি বিক্ষুব্ধ বিধায়কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলে রয়েছে ৷

যদি স্পিকার বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র গ্রহণ না করতেন সেক্ষেত্রে কর্নাটক বিধানসভার মোট আসন সংখ্যা হত 225 ৷ তখন ম্যাজিক ফিগার হত 113 ৷ আজ তিন বিধায়ককে বহিষ্কারের পর বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল 222 ৷ আর ম্যাজিক ফিগার 112 ৷ এখানেই তৈরি হয়েছে জটিলতা ৷ কারণ BJP-র হাতে এখন 105 জন বিধায়ক রয়েছে ৷ সেক্ষেত্রে কর্নাটকে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন রাজ্যপাল ৷ সেই ইঙ্গিতও মিলেছে BJP-র মুখপাত্র জি মধুসূদনের কথায় ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "যদি স্পিকার বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র গ্রহণ না করেন তাহলে রাজ্যপাল (বাজুভাই বালা) রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন ৷ এরকম পরিস্থিতিতে আমরা সরকার গঠনের দাবি জানাব না ৷"

অন্যদিকে, সব বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র গৃহীত হলে ম্যাজিক ফিগার হবে 105 ৷ কিন্তু, তাঁরা পুনরায় নির্বাচিত না হওয়া পর্যন্ত BJP-কে সংখ্যালঘু সরকার চালাতে হবে ৷

বেঙ্গালুরু, 25 জুলাই : কর্নাটকের তিন বিক্ষুব্ধ বিধায়ককে বহিষ্কার করলেন বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমার ৷ তাঁদের মধ্যে রমেশ জারকিহোলি ও মহেশ কুমারথাহাল্লি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন ৷ অন্যজন হলেন নির্দল বিধায়ক আর শংকর ৷ যিনি প্রথমে কংগ্রেস-জনতা দল (সেকুলার)-কে সমর্থন জানিয়েও পরে মত বদল করেন ৷

আজ সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে স্পিকার বলেন, "তিনজন বিধায়ককে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই ৷ প্রত্যেকে আমার ব্যবহার দেখছেন ৷ 31 জুলাইয়ের মধ্যে ফিনান্স বিল পাশ না হলে আর্থিক অচলাবস্থা তৈরি হতে পারে । এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তা দেখাই আমার কর্তব্য । সোমবার 29 তারিখ ৷ আমাকে দায়িত্ব ছাড়তে হবে ৷" কিন্তু, বাকি বিক্ষুব্ধ বিধায়কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলে রয়েছে ৷

যদি স্পিকার বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র গ্রহণ না করতেন সেক্ষেত্রে কর্নাটক বিধানসভার মোট আসন সংখ্যা হত 225 ৷ তখন ম্যাজিক ফিগার হত 113 ৷ আজ তিন বিধায়ককে বহিষ্কারের পর বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল 222 ৷ আর ম্যাজিক ফিগার 112 ৷ এখানেই তৈরি হয়েছে জটিলতা ৷ কারণ BJP-র হাতে এখন 105 জন বিধায়ক রয়েছে ৷ সেক্ষেত্রে কর্নাটকে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন রাজ্যপাল ৷ সেই ইঙ্গিতও মিলেছে BJP-র মুখপাত্র জি মধুসূদনের কথায় ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "যদি স্পিকার বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র গ্রহণ না করেন তাহলে রাজ্যপাল (বাজুভাই বালা) রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন ৷ এরকম পরিস্থিতিতে আমরা সরকার গঠনের দাবি জানাব না ৷"

অন্যদিকে, সব বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র গৃহীত হলে ম্যাজিক ফিগার হবে 105 ৷ কিন্তু, তাঁরা পুনরায় নির্বাচিত না হওয়া পর্যন্ত BJP-কে সংখ্যালঘু সরকার চালাতে হবে ৷

New Delhi, July 25 (ANI): While speaking to ANI, Bharatiya Janata Party (BJP) leader Jagadish Shettar told about his meeting with Union Home Minister Amit Shah and BJP's working president JP Nadda. Shetter said, "We met Amit Shah and JP Nadda regarding the political scenario in Karnataka, formation of BJP government there and steps to be taken. They want to discuss again this afternoon at 3 PM, then they will take a final decision in the Parliamentary Board meeting."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.