ETV Bharat / bharat

হুমকি পোস্টার, কাশ্মীর থেকে গ্রেপ্তার 8 লস্কর জঙ্গি - Police

কাশ্মীর থেকে গ্রেপ্তার 8 লস্কর-ই-তইবা জঙ্গি

হুমকি পোস্টার, কাশ্মীর থেকে গ্রেপ্তার 8 লস্কর জঙ্গি
author img

By

Published : Sep 10, 2019, 9:57 AM IST

শ্রীনগর, 10 সেপ্টেম্বর : নাশকতার ছক কষছিল ৷ পোস্টার ছড়িয়ে দিচ্ছিল আশপাশে ৷ স্থানীয়দের হুমকিও দিচ্ছিল নিয়মিত৷ এই অভিযোগে কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হল আট জঙ্গিকে ৷ ধৃতরা লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে মনে করছে পুলিশ ৷

সোপোর পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আইজাজ় মির, ওমর মির, তৌসিফ নজ়র, ইমতিয়াজ় নজর, ওমর আকবর, ফইজ়ান লতিফ, দানিশ হাবিব, সওকত আহমেদ মির ৷ দক্ষিণ কাশ্মীরের সোপোর এলাকা থেকে সোমবার তাদের পাকড়াও করে পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের মনে ত্রাস ছড়িয়ে উপত্যকায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছিল এই সন্ত্রাসবাদীরা ৷


পুলিশের প্রাথমিক অনুমান, নাশকতার ছক কষছিল তারা ৷ তাদের থেকে কম্পিউটার ও অন্য যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কম্পিউটারে বেশ কিছু নথি ও নকশা রয়েছে ৷ এতেই পুলিশের ধারণা, কোনও হামলার পরিকল্পনা করছিল তারা ৷ হুমকি পোস্টারও তৈরি হয়েছিল কম্পিউটারে ৷

উপত্যকায় জারি রয়েছে কড়া নিরাপত্তা ৷ 370 ধারা প্রত্যাহারের পর অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে উপত্যকায় ৷ জম্মু-কাশ্মীরে কোনওরকম অশান্তি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন ৷

শ্রীনগর, 10 সেপ্টেম্বর : নাশকতার ছক কষছিল ৷ পোস্টার ছড়িয়ে দিচ্ছিল আশপাশে ৷ স্থানীয়দের হুমকিও দিচ্ছিল নিয়মিত৷ এই অভিযোগে কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হল আট জঙ্গিকে ৷ ধৃতরা লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে মনে করছে পুলিশ ৷

সোপোর পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আইজাজ় মির, ওমর মির, তৌসিফ নজ়র, ইমতিয়াজ় নজর, ওমর আকবর, ফইজ়ান লতিফ, দানিশ হাবিব, সওকত আহমেদ মির ৷ দক্ষিণ কাশ্মীরের সোপোর এলাকা থেকে সোমবার তাদের পাকড়াও করে পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের মনে ত্রাস ছড়িয়ে উপত্যকায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছিল এই সন্ত্রাসবাদীরা ৷


পুলিশের প্রাথমিক অনুমান, নাশকতার ছক কষছিল তারা ৷ তাদের থেকে কম্পিউটার ও অন্য যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কম্পিউটারে বেশ কিছু নথি ও নকশা রয়েছে ৷ এতেই পুলিশের ধারণা, কোনও হামলার পরিকল্পনা করছিল তারা ৷ হুমকি পোস্টারও তৈরি হয়েছিল কম্পিউটারে ৷

উপত্যকায় জারি রয়েছে কড়া নিরাপত্তা ৷ 370 ধারা প্রত্যাহারের পর অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে উপত্যকায় ৷ জম্মু-কাশ্মীরে কোনওরকম অশান্তি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন ৷

New Delhi, Sep 10 (ANI): A recent study found that being convicted of a crime not only affects one's mental health but also physical health. For this study from North Carolina State University, Fernandes looked at data from a nationally representative sample of about 9,000 young people who participated in the National Longitudinal Survey of Youth 1997, focusing specifically on data submitted between 1999 and 2010. The study participants were between the ages of 18 and 32, reported the study published in the journal 'Social Currents'. Specifically, Fernandes evaluated self-reported physical and mental health assessments to determine whether there was a change in reported health status associated with justice system contact. He looked at four types of contact for study participants: being arrested; being charged; being convicted, and being sentenced to jail time. People reported an increase in depression and stress across the continuum of contact, from arrest to jail time.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.