ETV Bharat / bharat

মোদির শপথগ্রহণে থাকছেন রাহুল ও সোনিয়া - BJP

নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যেয় রাষ্ট্রপতি ভবনে যাবেন রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি । এমনটাই সূত্রের খবর ।

সোনিয়া গান্ধি, নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধি
author img

By

Published : May 29, 2019, 6:17 PM IST

Updated : May 30, 2019, 9:21 AM IST

দিল্লি, 29 মে: বৃহস্পতিবার সন্ধ্যেয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন । অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনে । সেখানে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি।

বৃহস্পতিবার সন্ধ্যেয় মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি দুজনেই উপস্থিত থাকবেন । রাষ্ট্রপতি ভবনে বৃহস্পতিবার সন্ধ্যেয় মোদির শপথগ্রহণ উপলক্ষে থাকবেন বিরোধী দলের শীর্ষনেতৃত্ব । লোকসভা ভোটে কংগ্রেসের শোচনীয় ফলাফলের জন্য দলের সভাপতি পদ থেকে রাহুল ইস্তফা দিতে চেয়েছেন । বিষয়টি নিয়ে দলের অন্দরে এখনও টানাপোড়েন অব্যাহত । তারমধ্য়েই মোদির শপথগ্রহণে রাহুল যোগদান করার সিদ্ধান্ত নেন ।

গত শনিবার থেকে দলের শীর্ষ নেতৃত্ব রাহুলকে তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অনুরোধ করে চলেছে । আজ বর্ষীয়ান কংগ্রেস নেত্রী শীলা দিক্ষিত রাহুলের বাসভবনে দেখা করে তাঁকে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার অনুরোধ জানান ।

দিল্লি, 29 মে: বৃহস্পতিবার সন্ধ্যেয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন । অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনে । সেখানে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি।

বৃহস্পতিবার সন্ধ্যেয় মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি দুজনেই উপস্থিত থাকবেন । রাষ্ট্রপতি ভবনে বৃহস্পতিবার সন্ধ্যেয় মোদির শপথগ্রহণ উপলক্ষে থাকবেন বিরোধী দলের শীর্ষনেতৃত্ব । লোকসভা ভোটে কংগ্রেসের শোচনীয় ফলাফলের জন্য দলের সভাপতি পদ থেকে রাহুল ইস্তফা দিতে চেয়েছেন । বিষয়টি নিয়ে দলের অন্দরে এখনও টানাপোড়েন অব্যাহত । তারমধ্য়েই মোদির শপথগ্রহণে রাহুল যোগদান করার সিদ্ধান্ত নেন ।

গত শনিবার থেকে দলের শীর্ষ নেতৃত্ব রাহুলকে তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অনুরোধ করে চলেছে । আজ বর্ষীয়ান কংগ্রেস নেত্রী শীলা দিক্ষিত রাহুলের বাসভবনে দেখা করে তাঁকে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার অনুরোধ জানান ।

Itanagar (AP), May 29 (ANI): Bharatiya Janata Party (BJP) leader Pema Khandu took oath as Arunachal Pradesh's Chief Minister on Wednesday. Khandu, who has been in the CM's chair since July 2016 and witnessed several twists and turns in the state's politics, was administered the oath of office by Governor BD Mishra.The swearing-in ceremony took place at Dorjee Khandu State Convention Centre in state capital Itanagar and for the first time outside the Raj Bhawan.The BJP won 41out of the 60 seats in the state assembly polls which were held simultaneously with the Lok Sabha elections.
Last Updated : May 30, 2019, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.