দিল্লি, 2 ফেব্রুয়ারি : অসুস্থ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় আজ সন্ধ্যা সাতটা নাগাদ তাঁকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভরতি করা হয় ৷ হাসপাতালে রয়েছেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ।
দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধি । 2018 সালে সিমলায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকবার তাঁকে অ্যামেরিকাতেও নিয়ে যাওয়া হয়েছিল ৷