ETV Bharat / bharat

হাসপাতালে ভরতি সোনিয়া গান্ধি - sonia gandhi

দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভরতি কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷

sonia gandhi ill
সোনিয়া গান্ধি
author img

By

Published : Feb 2, 2020, 8:12 PM IST

Updated : Feb 2, 2020, 8:44 PM IST

দিল্লি, 2 ফেব্রুয়ারি : অসুস্থ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় আজ সন্ধ্যা সাতটা নাগাদ তাঁকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভরতি করা হয় ৷ হাসপাতালে রয়েছেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ।

দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধি । 2018 সালে সিমলায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকবার তাঁকে অ্যামেরিকাতেও নিয়ে যাওয়া হয়েছিল ৷

দিল্লি, 2 ফেব্রুয়ারি : অসুস্থ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় আজ সন্ধ্যা সাতটা নাগাদ তাঁকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভরতি করা হয় ৷ হাসপাতালে রয়েছেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ।

দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধি । 2018 সালে সিমলায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকবার তাঁকে অ্যামেরিকাতেও নিয়ে যাওয়া হয়েছিল ৷

Bodhgaya (Bihar), Feb 02 (ANI): Special prayers were offered at Mahabodhi Temple for the victims of dreadful Novel Coronavirus. The monks at the temple offered special prayers for the victims of the virus and prayed for their fast recovery. A medical team is also checking every tourist visiting the temple. Novel Coronavirus has claimed over 250 deaths in China alone, and several people are affected by it. First death from Novel Coronavirus has been reported outside China. The Philippines confirmed that a man, who tested positive for the new coronavirus, died. Bodhgaya is one of the most important and sacred Buddhist pilgrimage center in the world. India also reported two confirmed cases of coronovirus both of which have come from Kerala.
Last Updated : Feb 2, 2020, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.