উজ্জৈয়ন(মধ্যপ্রদেশ) , 1 অগাস্ট : রামমন্দিরের ভূমিপুজোর জন্য বিভিন্ন তীর্থস্থানের মাটি এবং নদীর জল অযোধ্যায় পাঠানো হচ্ছে । এবার উজ্জৈয়নের মহাকালেশ্বর মন্দির থেকে মাটি ও ভস্ম পাঠানো হবে অযোধ্যায় । বিশ্বাস করা হয় যে, রামচন্দ্র উজ্জৈয়নে এসে শিপ্রা নদীর কাছে অবস্থান করেছিলেন । আর এরপর থেকেই ওই নদীর একটি তীরের নাম হয় রামঘাট ।
আওয়ান আখারা-র নেতা এবং বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সদস্য আচার্য শেখর ETV ভারতকে জানান , শিপ্রা নদী এবং মহাকাল মন্দিরে পুজোর পর সেখানকার মাটি ও ভস্ম নিয়ে তিনি অযোধ্যার উদ্দেশে রওনা দেবেন ।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য জানিয়েছিলেন, রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য 5 অগাস্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেবেন । ট্রাস্টের সদস্য স্বামী গোবিন্দ দেবগিনি মহারাজ বলেন , কোরোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে । শুধুমাত্র 200 জন ওই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন । পাশাপাশি অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মানা হবে ।