দিল্লি, 18 নভেম্বর : সিয়াচেন হিমবাহে তুষারধস । এর জেরে মৃত্যু হয় চার জওয়ান ও দু'জন কুলির ।
সেনা সূত্রে জানা গেছে, টহল দিচ্ছিল ওই ছয় জওয়ান । আজ বিকেল 3টা 30মিনিট নাগাদ সমুদ্রপৃষ্ঠ থেকে 18,000 ফুট উচ্চতায় ধস নামে । তারপরই আটকে পড়েন ওই জওয়ানরা । রাতের দিকে তাদেরকে উদ্ধার করা হয় । এদের মধ্যে চার জওয়ানের মৃত্যু হয়েছে । জওয়ানের সঙ্গে থাকা দু'জন কুলিরও মৃত্যু হয় । বাকি দুই জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। তুষারধসের ফলে ওই এলাকার সেনাশিবিরটি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
আরও পড়ুন: সিয়াচেনে 5000 মিটার উচ্চতায় কীভাবে বাঁচছেন সেনা জওয়ানরা
সিয়াচেন গ্লেসিয়ার । বিশ্বের সবচেয়ে উঁচুতে থাকা যুদ্ধক্ষেত্র বললে ভুল হবে না । কারাকোরামে রেঞ্জে অবস্থিত প্রায় 78 কিমি দীর্ঘ এই হিমবাহ । এই প্রতিকূল পরিস্থিতিতে দেশবাসীর সুরক্ষায় সদা সতর্ক থাকেন সেনারা ।