ETV Bharat / bharat

সিয়াচেনে তুষারধসে মৃত 4 জওয়ান সহ 6

আজ বিকেল 3টা 30মিনিট নাগাদ সমুদ্রপৃষ্ঠ থেকে 18,000 ফুট উচ্চতায় ধস নামে । তারপরই আটকে পড়েন ছয় ভারতীয় সেনা ও দু'জন কুলি । পরে তাদের মধ্যে চার জওয়ান ও দুজন কুলির মৃত্যু হয় ।

ছবি
author img

By

Published : Nov 18, 2019, 8:34 PM IST

Updated : Nov 18, 2019, 10:48 PM IST

দিল্লি, 18 নভেম্বর : সিয়াচেন হিমবাহে তুষারধস । এর জেরে মৃত্যু হয় চার জওয়ান ও দু'জন কুলির ।

সেনা সূত্রে জানা গেছে, টহল দিচ্ছিল ওই ছয় জওয়ান । আজ বিকেল 3টা 30মিনিট নাগাদ সমুদ্রপৃষ্ঠ থেকে 18,000 ফুট উচ্চতায় ধস নামে । তারপরই আটকে পড়েন ওই জওয়ানরা । রাতের দিকে তাদেরকে উদ্ধার করা হয় । এদের মধ্যে চার জওয়ানের মৃত্যু হয়েছে । জওয়ানের সঙ্গে থাকা দু'জন কুলিরও মৃত্যু হয় । বাকি দুই জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। তুষারধসের ফলে ওই এলাকার সেনাশিবিরটি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

আরও পড়ুন: সিয়াচেনে 5000 মিটার উচ্চতায় কীভাবে বাঁচছেন সেনা জওয়ানরা

সিয়াচেন গ্লেসিয়ার । বিশ্বের সবচেয়ে উঁচুতে থাকা যুদ্ধক্ষেত্র বললে ভুল হবে না । কারাকোরামে রেঞ্জে অবস্থিত প্রায় 78 কিমি দীর্ঘ এই হিমবাহ । এই প্রতিকূল পরিস্থিতিতে দেশবাসীর সুরক্ষায় সদা সতর্ক থাকেন সেনারা ।

দিল্লি, 18 নভেম্বর : সিয়াচেন হিমবাহে তুষারধস । এর জেরে মৃত্যু হয় চার জওয়ান ও দু'জন কুলির ।

সেনা সূত্রে জানা গেছে, টহল দিচ্ছিল ওই ছয় জওয়ান । আজ বিকেল 3টা 30মিনিট নাগাদ সমুদ্রপৃষ্ঠ থেকে 18,000 ফুট উচ্চতায় ধস নামে । তারপরই আটকে পড়েন ওই জওয়ানরা । রাতের দিকে তাদেরকে উদ্ধার করা হয় । এদের মধ্যে চার জওয়ানের মৃত্যু হয়েছে । জওয়ানের সঙ্গে থাকা দু'জন কুলিরও মৃত্যু হয় । বাকি দুই জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। তুষারধসের ফলে ওই এলাকার সেনাশিবিরটি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

আরও পড়ুন: সিয়াচেনে 5000 মিটার উচ্চতায় কীভাবে বাঁচছেন সেনা জওয়ানরা

সিয়াচেন গ্লেসিয়ার । বিশ্বের সবচেয়ে উঁচুতে থাকা যুদ্ধক্ষেত্র বললে ভুল হবে না । কারাকোরামে রেঞ্জে অবস্থিত প্রায় 78 কিমি দীর্ঘ এই হিমবাহ । এই প্রতিকূল পরিস্থিতিতে দেশবাসীর সুরক্ষায় সদা সতর্ক থাকেন সেনারা ।

New Delhi, Nov 16 (ANI): Apple is reportedly removing vaping-related apps from its official App Store amid growing health concerns over e-cigarettes.According to a report on Axios, the iPhone maker is planning to remove all 181 vaping-related apps. The move comes after CDC reported at least 42 people dying from lung illness related to vaping. While there had been no direct sales of vaping products from the Apple App Store, companion apps, which allow people to control the temperature and lighting of their vape pens, had been available. Apple stopped accepting new apps since June.
Last Updated : Nov 18, 2019, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.