শাহডোল, 13 জুন : খনিতে মাটি কাটার সময় ধস নেমে ছয় শ্রমিকের মৃত্যু হল । মধ্যপ্রদেশের শাহডোল জেলার ঘটনা । আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে ।
সূত্রের খবর, শাহডোলের বিহরী থানার বুদ্ধ রোডে খনিতে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক । মাটি খোঁড়ার সময় আচমকা সেখানে ধস নামে । ঘটনাস্থানে মৃত্যু হয় পাঁচ শ্রমিকের । হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আর এক ব্যক্তির মৃত্যু হয় । গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এর মধ্যে তিনজনকে শাহডোল জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । বাকি দু'জন বিহরী হাসপাতালে চিকিৎসাধীন ।
খবর পেয়ে ঘটনাস্থানে আসে স্থানীয় পুলিশ ও প্রশাসন । মাটি কাটার মেশিন দিয়ে মাটি খুঁঁড়ে উদ্ধারকাজ শুরু হয় । বৃষ্টির কারণে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ব্যাহত হয় । মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।