পটনা, 14 ডিসেম্বর: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব । জেলবন্দি বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব শুক্রবার অন্যন্য বিরোধী নেতাদের পাশে দাঁড়ালেন । নতুন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তিনি বলেন," হাজার ক্ষত থাকা সত্ত্বেও এখনও শত্রুদের শনাক্ত করতে সক্ষম ৷''
রাষ্ট্রীয় জনতা দলের প্রধান, বর্তমানে পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় সাজা প্রাপ্ত লালুপ্রসাদ, তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্টটি করেছেন, যা তার অফিস পরিচালনা করে । তিনি এই পোস্টে লিখেছেন, "আমার চোখের তারাগুলো এখনও জ্বলজ্বল করছে এবং আমার নীতিগুলি এখনও বেঁচে আছে, অসুস্থ মানুষটি বেঁচে থাকার কারণে আপনারা হতাশ বোধ করবেন না । হাজার ক্ষত থাকা সত্ত্বেও এখনও শত্রুদের শনাক্ত করতে সক্ষম ৷ ঈশ্বরকে(খুদা) ধন্যবাদ, আমার আত্মসম্মান অক্ষুণ্ণ আছে ।"
লালুপ্রসাদ যাদব একটি পুরোনো টিভি ফুটেজও পোস্ট করেছেন যেখানে তাঁর দলীয় কর্মীদের সম্বোধন করতে দেখা গিয়েছে । সংখ্যালঘুদের সমর্থনে দাঁড়াতে বলছেন । তাঁকে RSS প্রধান মোহন ভাগবত এবং BJP সরকারকে ধর্মীয় রূপান্তরকরণের বিষয়ে আক্রমণ করতেও শোনা যাচ্ছে এই ভিডিয়ো ফুটেজে ।
-
अभी आँखों की शमाएं जल रही हैं उसूल जिंदा है
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
आप लोग मायूस मत होना अभी बीमार ज़िंदा है,
हजारों जख्म खाकर भी मैं दुश्मन के मुक़ाबिल हूँ
खुदा का शुक्र अब तक दिल-ए-खुद्दार जिंदा है। pic.twitter.com/Xs9FsBvtE8
">अभी आँखों की शमाएं जल रही हैं उसूल जिंदा है
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) December 13, 2019
आप लोग मायूस मत होना अभी बीमार ज़िंदा है,
हजारों जख्म खाकर भी मैं दुश्मन के मुक़ाबिल हूँ
खुदा का शुक्र अब तक दिल-ए-खुद्दार जिंदा है। pic.twitter.com/Xs9FsBvtE8अभी आँखों की शमाएं जल रही हैं उसूल जिंदा है
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) December 13, 2019
आप लोग मायूस मत होना अभी बीमार ज़िंदा है,
हजारों जख्म खाकर भी मैं दुश्मन के मुक़ाबिल हूँ
खुदा का शुक्र अब तक दिल-ए-खुद्दार जिंदा है। pic.twitter.com/Xs9FsBvtE8
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সইয়ের সঙ্গে সঙ্গেই আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল ৷ এই আইন অনুযায়ী, 2015 সালের আগে ভারতে প্রবেশকারী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে । এর পর থেকেই দেশের অন্যান্য অংশেও হিংসা ছড়াচ্ছে। দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সংসদ ভবনে প্রতিবাদ মিছিল করে যেতে গেলে পুলিশ বাধা দেয় । এর ফলে শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে । শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় যেখানে রেলওয়ে স্টেশন কমপ্লেক্সে আগুন দেওয়া হয়েছিল, সেখানে বিক্ষোভও সহিংস হয়ে ওঠে । বিক্ষোভকারীরা স্টেশন কমপ্লেক্সে রেলওয়ে পুলিশ বাহিনীর সদস্যদেরও মারধর করে।