ETV Bharat / bharat

'অসুস্থ মানুষটা এখনও বেঁচে আছে', নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক লালুর - নাগরিকত্ব বিলের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন বিহারের প্পাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব । জেলবন্দি বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব শুক্রবার অন্যন্য বিরোধী নেতাদের পাশে দাঁড়ালেন । নতুন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তিনি বলেন," হাজার হাজার আহত হওয়া সত্ত্বেও এখনও শত্রুদের ধরে রাখতে সক্ষম"।

Lalu Yadav
লালুপ্রসাদ যাদব
author img

By

Published : Dec 14, 2019, 11:56 AM IST

Updated : Dec 14, 2019, 12:24 PM IST

পটনা, 14 ডিসেম্বর: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব । জেলবন্দি বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব শুক্রবার অন্যন্য বিরোধী নেতাদের পাশে দাঁড়ালেন । নতুন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তিনি বলেন," হাজার ক্ষত থাকা সত্ত্বেও এখনও শত্রুদের শনাক্ত করতে সক্ষম ৷''

রাষ্ট্রীয় জনতা দলের প্রধান, বর্তমানে পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় সাজা প্রাপ্ত লালুপ্রসাদ, তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্টটি করেছেন, যা তার অফিস পরিচালনা করে । তিনি এই পোস্টে লিখেছেন, "আমার চোখের তারাগুলো এখনও জ্বলজ্বল করছে এবং আমার নীতিগুলি এখনও বেঁচে আছে, অসুস্থ মানুষটি বেঁচে থাকার কারণে আপনারা হতাশ বোধ করবেন না । হাজার ক্ষত থাকা সত্ত্বেও এখনও শত্রুদের শনাক্ত করতে সক্ষম ৷ ঈশ্বরকে(খুদা) ধন্যবাদ, আমার আত্মসম্মান অক্ষুণ্ণ আছে ।"

লালুপ্রসাদ যাদব একটি পুরোনো টিভি ফুটেজও পোস্ট করেছেন যেখানে তাঁর দলীয় কর্মীদের সম্বোধন করতে দেখা গিয়েছে । সংখ্যালঘুদের সমর্থনে দাঁড়াতে বলছেন । তাঁকে RSS প্রধান মোহন ভাগবত এবং BJP সরকারকে ধর্মীয় রূপান্তরকরণের বিষয়ে আক্রমণ করতেও শোনা যাচ্ছে এই ভিডিয়ো ফুটেজে ।

  • अभी आँखों की शमाएं जल रही हैं उसूल जिंदा है
    आप लोग मायूस मत होना अभी बीमार ज़िंदा है,
    हजारों जख्म खाकर भी मैं दुश्मन के मुक़ाबिल हूँ
    खुदा का शुक्र अब तक दिल-ए-खुद्दार जिंदा है। pic.twitter.com/Xs9FsBvtE8

    — Lalu Prasad Yadav (@laluprasadrjd) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সইয়ের সঙ্গে সঙ্গেই আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল ৷ এই আইন অনুযায়ী, 2015 সালের আগে ভারতে প্রবেশকারী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে । এর পর থেকেই দেশের অন্যান্য অংশেও হিংসা ছড়াচ্ছে। দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সংসদ ভবনে প্রতিবাদ মিছিল করে যেতে গেলে পুলিশ বাধা দেয় । এর ফলে শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে । শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় যেখানে রেলওয়ে স্টেশন কমপ্লেক্সে আগুন দেওয়া হয়েছিল, সেখানে বিক্ষোভও সহিংস হয়ে ওঠে । বিক্ষোভকারীরা স্টেশন কমপ্লেক্সে রেলওয়ে পুলিশ বাহিনীর সদস্যদেরও মারধর করে।

পটনা, 14 ডিসেম্বর: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব । জেলবন্দি বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব শুক্রবার অন্যন্য বিরোধী নেতাদের পাশে দাঁড়ালেন । নতুন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তিনি বলেন," হাজার ক্ষত থাকা সত্ত্বেও এখনও শত্রুদের শনাক্ত করতে সক্ষম ৷''

রাষ্ট্রীয় জনতা দলের প্রধান, বর্তমানে পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় সাজা প্রাপ্ত লালুপ্রসাদ, তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্টটি করেছেন, যা তার অফিস পরিচালনা করে । তিনি এই পোস্টে লিখেছেন, "আমার চোখের তারাগুলো এখনও জ্বলজ্বল করছে এবং আমার নীতিগুলি এখনও বেঁচে আছে, অসুস্থ মানুষটি বেঁচে থাকার কারণে আপনারা হতাশ বোধ করবেন না । হাজার ক্ষত থাকা সত্ত্বেও এখনও শত্রুদের শনাক্ত করতে সক্ষম ৷ ঈশ্বরকে(খুদা) ধন্যবাদ, আমার আত্মসম্মান অক্ষুণ্ণ আছে ।"

লালুপ্রসাদ যাদব একটি পুরোনো টিভি ফুটেজও পোস্ট করেছেন যেখানে তাঁর দলীয় কর্মীদের সম্বোধন করতে দেখা গিয়েছে । সংখ্যালঘুদের সমর্থনে দাঁড়াতে বলছেন । তাঁকে RSS প্রধান মোহন ভাগবত এবং BJP সরকারকে ধর্মীয় রূপান্তরকরণের বিষয়ে আক্রমণ করতেও শোনা যাচ্ছে এই ভিডিয়ো ফুটেজে ।

  • अभी आँखों की शमाएं जल रही हैं उसूल जिंदा है
    आप लोग मायूस मत होना अभी बीमार ज़िंदा है,
    हजारों जख्म खाकर भी मैं दुश्मन के मुक़ाबिल हूँ
    खुदा का शुक्र अब तक दिल-ए-खुद्दार जिंदा है। pic.twitter.com/Xs9FsBvtE8

    — Lalu Prasad Yadav (@laluprasadrjd) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সইয়ের সঙ্গে সঙ্গেই আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল ৷ এই আইন অনুযায়ী, 2015 সালের আগে ভারতে প্রবেশকারী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে । এর পর থেকেই দেশের অন্যান্য অংশেও হিংসা ছড়াচ্ছে। দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সংসদ ভবনে প্রতিবাদ মিছিল করে যেতে গেলে পুলিশ বাধা দেয় । এর ফলে শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে । শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় যেখানে রেলওয়ে স্টেশন কমপ্লেক্সে আগুন দেওয়া হয়েছিল, সেখানে বিক্ষোভও সহিংস হয়ে ওঠে । বিক্ষোভকারীরা স্টেশন কমপ্লেক্সে রেলওয়ে পুলিশ বাহিনীর সদস্যদেরও মারধর করে।

New Delhi, Dec 14 (ANI): A fire broke out at a wooden godown in West Delhi's Mundka area on Dec 14. At least 20 fire tenders reached the spot. Fire extinguishing process is underway. More details are awaited.
Last Updated : Dec 14, 2019, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.