ETV Bharat / bharat

স্বাধীনতা দিবসে প্রধা‌নমন্ত্রীর ভাষণের প্রশংসা শত্রুঘ্নর - congress

শত্রুঘ্ন সিনহার টুইটেই মোদির প্রশংসা ! স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণকে সাহসী, গবেষণালব্ধ ও ভাবনা উদ্দীপক বলে আখ্যা দিলেন শত্রুঘ্ন সিনহা ।

স্বাধীনতা দিবসে প্রধা‌নমন্ত্রীর ভাষণের প্রশংসা শত্রুঘ্নর
author img

By

Published : Aug 18, 2019, 4:30 PM IST

পটনা, 18 অগাস্ট : টুইটারে বহু বার প্রধা‌নমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করতে দেখা গেছে শত্রুঘ্ন সিনহাকে । মোদির সঙ্গে বিরোধের জেরে BJP ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসেও । তবে এহেন শত্রুঘ্ন সিনহার টুইটেই মোদির প্রশংসা ! স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণকে সাহসী, গবেষণালব্ধ ও ভাবনা উদ্দীপক বলে আখ্যা দিলেন শত্রুঘ্ন সিনহা ।

এর আগে তিনি বলেছিলেন BJP - টু ম্যান আর্মি, ওয়ান ম্যান শো । সেই শত্রুঘ্নর গলায় আজ শোনা যায় ভিন্ন সুর । আজ তিনি টুইট করেন, 'আমি সত্যি বলার জন্য বিখ্যাত বা কুখ্যাত । এটা স্বীকার করছি, মাননীয় প্রধানমন্ত্রী, 15 অগাস্ট, 2019 আপনার লালকেল্লার ভাষণ ছিল অত্যন্ত সাহসী, গবেষণালব্ধ ও ভাবনা উদ্দীপক । দেশের প্রধান সমস্যাগুলিকে দারুণ ভাবে তুলে ধরেছেন ।"

শত্রুঘ্ন দ্বিতীয় কংগ্রেস নেতা যিনি মোদির সেদিনের ভাষণের প্রশংসা করলেন । এর আগে কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছিলেন, "আমাদের উচিত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর দেওয়া তিনটি ঘোষণাকে স্বাগত জানানো ।"

পটনা, 18 অগাস্ট : টুইটারে বহু বার প্রধা‌নমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করতে দেখা গেছে শত্রুঘ্ন সিনহাকে । মোদির সঙ্গে বিরোধের জেরে BJP ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসেও । তবে এহেন শত্রুঘ্ন সিনহার টুইটেই মোদির প্রশংসা ! স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণকে সাহসী, গবেষণালব্ধ ও ভাবনা উদ্দীপক বলে আখ্যা দিলেন শত্রুঘ্ন সিনহা ।

এর আগে তিনি বলেছিলেন BJP - টু ম্যান আর্মি, ওয়ান ম্যান শো । সেই শত্রুঘ্নর গলায় আজ শোনা যায় ভিন্ন সুর । আজ তিনি টুইট করেন, 'আমি সত্যি বলার জন্য বিখ্যাত বা কুখ্যাত । এটা স্বীকার করছি, মাননীয় প্রধানমন্ত্রী, 15 অগাস্ট, 2019 আপনার লালকেল্লার ভাষণ ছিল অত্যন্ত সাহসী, গবেষণালব্ধ ও ভাবনা উদ্দীপক । দেশের প্রধান সমস্যাগুলিকে দারুণ ভাবে তুলে ধরেছেন ।"

শত্রুঘ্ন দ্বিতীয় কংগ্রেস নেতা যিনি মোদির সেদিনের ভাষণের প্রশংসা করলেন । এর আগে কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছিলেন, "আমাদের উচিত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর দেওয়া তিনটি ঘোষণাকে স্বাগত জানানো ।"

Intro:Body:

5 Students died due to electrocuted in Koppal case, CM announces 5 lakh compensation to each deceased family.



Koppala : 5 student died by a current shock in Koppala. Incident took place when students had gone to remove the Flag pole. The disaster occurred at the d.Devaraju Raju  arasu Matric East Boys' Hostel In the Bannikatti area. The hostel students are- 10th std: Metagal villager Mallikarjun, Lingadalli Villager basavraj, 9th std : Devaraja of the village of Balegari, Haidar resident Kumar, 8th std : Lachanakeri villager Ganesh had lost their lives. With a touch of electricity, A fire was lit to the body. Police visited to the place.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.